তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

কে যেন আমায় ডাকে

গীতিকার: সৈয়দ শামসুল হক
সুরকার: আলী হোসেন
কণ্ঠশিল্পী: আব্দুল জব্বার
ছায়াছবি: অধিকার
তাল: কাহারবা
কে যেন আমায় ডাকে
প্রিয় নাম ধরে
আঁখি জলে ভরে চোখে
তারি তরে।।
ভালবাসা দিয়ে কেউ
ভালবাসা পায়
আমি তো যেদিকে চাই
সাগর শুকায়
যদি আমি চাই ফুল
সে আমার হয় ভুল
ফুটার আগে ফুল
যায় যে ঝরে।।
উড়ে যায় খাঁচা ছেড়ে
পাখী নীলিমায়
কঠিনে শিকলে শুধু
আমারে কাঁদায়
যদি আমি যেতে চাই
বারে বারে বাধা পাই (২)
আশার প্রদীপ নিভে
আমারই ঘরে।।

ke jeno amay dake lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0