সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

— গৌতম বুদ্ধ

করুণ সংকল্পটি

বেশ নাচ্ নাচ্ মনে হচ্ছে পৃথিবীকে

এত ঢেউ উঠছে, হাসির ফোয়ারা ছড়াচ্ছে

আর কলকাকলির জোয়ার আনছে

সকাল থেকেই উৎসবের মেজাজ

আমার মৃতদেহ কোথায় রেখে যাব তবে?

শকুনেরা মাংস ছোঁবে না,

কীট পতঙ্গেরা ঘৃণা করবে

আমার চেতনারাও কি তবে

জল প্রবাহে মিশে যাবে না?

এই মাটিতে শুয়ে শুয়ে রোজ

বৃষ্টিকে ডাকি

মেঘ আর বাতাসের বৈভবে

নিজেকে সঁপে দিই

তবু আনন্দযজ্ঞে আমার এই

              আহুতি ভয় 

আমার এই করুণ সংকল্পটি

      লিখে রাখি 

   জন্মদিনের স্মারকধুলোয়

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply