Be the change that you wish to see in the world.

— Mahatma Gandhi

আশা ছিল মনে মনে

আশা ছিল মনে মনে
প্রেম করিব তোমার সনে
তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
গহীন বালুর চরে
“কালকে সে নাকি আসিবে মোদের
ওপারের বালুচরে
এ পারের ঢেউ ওপারে লাগিছে বুঝি
তাই মনে করে”
তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
গহীন বালুর চরে
“বুকে যে তোমারে রাখিব বন্ধু
বুকেতে শ্মশান জ্বেলে; নয়নে রাখিব
হায়রে অভাগা, ভাসিয়া যাইবে
জলে”
ভালোবাসার কি যন্ত্রণা
প্রেমিক ছাড়া কেউ বোঝে না
আমার মনের সেই বাসনা
মনেই কেঁদে মরে
গহীন বালুর চরে
“কত দিন গেল, কত রাত এলো ঋতুর বসন
পরি,
আজো বসে আছি এই বালুচরে, দুহাত
বাড়ায়ে ডাকি
কাল যে আসিল এই বালুচরে, আর সে
আসিবে নাকি”
আশা পূরণ না হয় যদি
চোখের জলে হয় দরদী
আমার দুঃখের সেই সে নদী
বুকেই রাখি ধরে
গহীন বালুর চরে
“তুমি দিয়েছিলে ক্ষুধা
অবহেলে তাই ছাড়িয়া এসেছি
জগতের যত সুধা
এ জীবনে মোর এই গৌরব, তোমারে
যে পাই নাই
আর কারো কাছে না পাওয়ার ব্যথা
সহিতে হয়নি তাই”
গান: আশা ছিল মনে মনে
কবিতা: কাল সে আসিবে, কাল সে
আসিয়াছিল এবং আর একদিন আসিও
বন্ধ

asha chilo mone mone lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply