অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ

— ব্রেশি

আমি কি তোর আপন ছিলাম না

আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা
ছোট্ট কালে গাছ তলাতে
পুতুল খেলার ছলনাতে
আম কুড়াতে যাইতাম দুইজনা

খেলার সাথী যখন ছিলাম
আপন হইয়া কাছে রইলাম
সেই কথা কি মনে পড়ে না
ভালোবেসে আদর করে
এখন কেন রইলি দূরে
কোন খানে তোরে পাইলাম না

ভালোবাসা কঠিন ব্যধি
জ্বালার পোড়ায় নিরবধি
সেই ব্যধি জীবনে সারেনা
প্রেম বিরহ আর তো সয় না
অন্তর পোড়া দেখা যায় না
প্রেমে কি আর নাইরে যন্ত্রনা (?)

—————————-
কুটি মনসুর, মুজিব পরদেশী

ami ki tor apon chilam na lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply