Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma – which is living with the results of other people’s thinking.

— Steve Jobs

আন্তর্জাতিক চুক্তি

প্যারিস চুক্তি

  • স্বাক্ষরিত হয় – ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে
  • পক্ষ ছিলো – ব্রিটেন ও যুক্তরাষ্ট্র
  • লক্ষ্য ও উদ্দেশ্য – মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া
  • চুক্তির ফলাফল – আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি
    ◼️প্যারিস শান্তি চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ২৭ জানুয়ারি ১৯৭৩ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – ফ্রান্সের প্যারিসে
  • স্বাক্ষর করেন – ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
  • লক্ষ্য ও উদ্দেশ্য – ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান
  • ফলাফল – ভিয়েতনাম যুদ্ধের অবসান
    ◼️ভার্সাই শান্তি চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ২৮ জুন ১৯১৯ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – ফ্রান্সের ভার্সাই নগরীতে
  • স্বাক্ষরিত হয় কাদের মধ্যে – প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে
  • লক্ষ্য ও উদ্দেশ্য – জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতকরণ এবং যুদ্ধের ক্ষতিপূরণে বাধ্যকরণ
    ◼️আটলান্টিক সনদ
  • স্বাক্ষরিত হয় – ১৪ আগস্ট ১৯৪১ সালে
  • স্বাক্ষরিত হয় – ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
  • লক্ষ্য ও উদ্দেশ্য – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা
  • ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন – ব্রিটিশ প্রধানমন্ত্রি উইনস্টন চার্চিল
  • যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন – মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট
  • যে জাহাজে বসে এই চুক্তি স্বাক্ষরিত হয় – ব্রিটিশ রণতরী প্রিন্সেস অব ওয়েলস।
    ◼️মানবাধিকার সনদ
  • গৃহীত হয় – ১০ ডিসেম্বর ১৯৪৮ সাল
  • স্বাক্ষরিত হয় – জাতিসংঘের সদর দপ্তরে
  • মানবাধিকার চুক্তির খসড়া প্রস্তুত করেন – নোবেলজয়ী ওরেন ক্যাসিন
    ◼️তাসখন্দ চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ১০ জানুয়ারি ১৯৬৬ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – তাসখন্দ, উজবেকিস্তান
  • পক্ষ ছিলো – ভারত ও পাকিস্তান
  • লক্ষ্য ও উদ্দেশ্য – কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ও শান্তি স্থাপন
  • মধ্যস্থতাকারী দেশ – সাবেক সোভিয়েত ইউনিয়ন ( বর্তমান রাশিয়া)।
    ◼️সিমলা চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ২ জুলাই ১৯৭২ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়
  • যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় – ভারত ও পাকিস্তান।
    ◼️ক্যাম্প ডেভিড চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – যুক্তরাষ্ট্রের, মেরিল্যান্ডে
  • যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় – মিশর ও ইসরাইল
  • লক্ষ্য ও উদ্দেশ্য – মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ ও শান্তি প্রতিষ্ঠা
  • মধ্যস্থতাকারী – মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
    ◼️শেনজেন চুক্তি
  • শেনজেন চুক্তি কী? – ইউরোপের দেশগুলোতে জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমনের একটি চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ১৪ জুন ১৯৮৫ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – সেনজেন, লুক্সেমবার্গ
  • ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয় – ১৬ মার্চ ১৯৯৫ সালে
  • বর্তমানে শেনজেনভুক্ত দেশ – ২৬ টি
    ◼️ডেটন চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে
  • স্বাক্ষরিত হয় কোথায় – ফ্রান্সের প্যারিসে
  • লক্ষ্য ও উদ্দেশ্য – বসনিয়া যুদ্ধের অবসান
    ◼️সিটিবিটি ( CTBT) চুক্তি
  • CTBT চুক্তি কী – সমন্বিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি
  • CTBT – comprehensive Nuclear Test Ban Treaty.
  • স্বাক্ষরিত হয় -১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে
  • বাংলাদেশ স্বাক্ষর করেন – ২৪ অক্টোবর ১৯৯৬ সালে
  • বাংলাদেশ স্বাক্ষরকারীর – ১২৯ তম দেশ
  • বাংলাদেশ এই চুক্তি অনুমোদন করেন – ৮ মার্চ ২০০০ সালে
  • বাংলাদেশ অনুমোদনকারীর – ২৮তম দেশ
  • এই চুক্তির উদ্দেশ্য ছিলো – নতুন করে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেনা এবং আগেরগুলো ধ্বংস করে সীমিত করা
    ◼️কিয়াটো প্রটোকল
  • কিয়াটো প্রটোকল কী? – ভূমন্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়া মন্ডলের পরিবর্তন রোধ বিষয়ক চুক্তি
  • স্বাক্ষরিত হয় – ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে
  • কার্যকর হয় – ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে
  • স্বাক্ষরিত হয় – জাপানের, কিয়াটোতে
  • এটি বাস্তবায়নের জন্য কতটি দেশের অনুমোদনের প্রয়োজন ছিলো? – ১৪৪ টি
  • বাংলাদেশ কিয়াটো প্রটোকল অনুমোদন করে – ২২ অক্টোবর ২০০১ সালে
  • কিয়াটো প্রটোকল অনুসারে ২০১২ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস কত শতাংশ হ্রাস করার কথা ছিলো? – ৫.২%
    ◼️অস্ত্র বাণিজ্য চুক্তি (ATT)
  • ATT – Arms Trade Treaty
  • বাংলাদেশ ATT চুক্তি স্বাক্ষর করেন – ২৬ সেপ্টেম্বর ২০১৩ সালে
    ▪️জলবায়ু চুক্তি
  • জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তিটি গৃহীত হয় – ১২ ডিসেম্বর ২০১৫ সালে
  • প্যারিস চুক্তি কার্যকর হয় – ৪ নভেম্বর ২০১৬ সালে
  • বাংলাদেশ স্বাক্ষর করে – ২২ এপ্রিল ২০১৬ সালে
  • বাংলাদেশ অনুসমর্থন করে – ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে
    ◼️লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় – ১৩ ডিসেম্বর ২০০৭( কার্যকর হয় ১ ডিসেম্বর ২০০৯)
    ◼️ ব্রেটন উডস চুক্তি ( যুক্তরাষ্ট্র) – জুলাই, ১৯৪৪ সাল(বিষয়বস্তু, IBRD ও IMF গঠন)
    ◼️লন্ডন চুক্তি – ৫ মে ১৯৪৯ সালে
    ◼️রোম চুক্তি – ২৫ মার্চ ১৯৫৭ সালে
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0