When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে

আধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে
মনের মানুষ যেখানে
কি সন্ধানে যাই সেখানে
আমি কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।।
যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে
কত ধনীর ভাড়া যাচ্ছে মারা (২)
পড়ে নদীর তোর তুফানে।।
রসিক যারা চতুর তারা
পাড়ায় নদীর ধারা যেনো
কত উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরুপ সাধন জানে।।
লালন বলে মলান জলে
দিবা নিশি জলে স্থলে
আমি মনি হারা ফনির মত
হারা হইলাম কি বিহনে।।

লালনের গান – Laloner gan

Ki Sondhane Jai Sekhane lyrics- Lalon Geeti | pranjal biswas | Super Singer Junior 2019

amar adhar ghore jolche bati lyrics

adhar ghore jolche bati

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply