অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

অব্যর্থ মোরগ

এই ভোরের আলোয়

আমার ভেতর থেকে ডেকে ওঠে অব্যর্থ মোরগ

ক্লান্তিহীন নিরলস বাঁচার প্রজ্ঞাপন —

এই তার সফল ঘোষণা !

যদিও কোলাহল রক্তে ভেসে যায়

যদিও আকাশে নাচে পাতকীর চোখ

নিস্তব্ধ ভ্রুর ভ্রমে কাঁপে পল্লব

মেহগনির ডালে ছায়ার সংকোচ

তবে কোন্ দিশা এই ডাকে ?

পাথরের ঊরু বেয়ে নেমে আসে স্রোত

উজানের বিস্ময় মাখে কামনার মাছ

গড়াতে গড়াতে ভোর নীলউৎসব

কসাইখানার ছাদে আলোর প্রসব

ডেকে ওঠে অব্যর্থ মোরগ

উজ্জীবন খুঁটে খুঁটে খায়।

লেখক: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply