নিজের প্রশংসা করিও না । -27/53/2

— আল কোরআন

অপেক্ষা

ভোরের সূর্য আর বাতাস কি মোহনীয়, তাই না? সাথে প্রার্থনার শব্দ। অপার্থিব। অপেক্ষা। মানুষের জীবনটাই অপেক্ষা, নয় কি? যার সব আছে সে পরকালের শান্তির অপেক্ষা আর যার কিছু নাই তার দুনিয়ার সব কিছুর পিছু ছুটা, সেও অপেক্ষাই। অদ্ভুত হলো মানুষ অপেক্ষার প্রহর গুনতে গুনতে না পাওয়ার অভিমান নিয়েও মরেই যায় শেষ পর্যন্ত। কে জানে কি আছে ওপারে। আমার তো এ পাড় ও পাড় কোন পাড়েই মন টিকে না। মনে হয় জাষ্ট বিলীন হয়ে যেতে পারতাম, ওই যে ঘাসের মাঝে ছোট ছোট সাদা ফুল গুলো। আলতো করে ফু দিয়ে উড়িয়ে দিলে যেমন হাওয়ায় ভেসে যায় তেমন।

Writer: Meghna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply