The only impossible journey is the one you never begin

— Tony Robbins

অনেক রঙিন সাপ

স্বপ্নের গর্ত দিয়ে অনেক রঙিন সাপ ঢুকে গেলে 

আমিও অস্থির হই 

পরামর্শরা হাসতে থাকে, নির্জন ভেঙে যায় 

আমারই শূন্যতা জুড়ে সাপেদের জটিল আনাগোনা 

সামাজিক পাঠশালাগুলি ধর্মান্ধ আলো জ্বেলে 

বিজ্ঞাপন দেয় 

আমি বাইরের বেঞ্চে গিয়ে বসি 

দু একটি রসাল ফল দেখি কেউ কেউ খায় 

আমাদেরই উত্তরিত দু একটা মনুষ্য-পাখি 

তবু ধর্মাভ্যাস চলতে থাকে 

অনেক অনেক কাল এও যেন ধর্মের দোকান 

আমার রঙিন সাপগুলি চেয়ে থাকে একান্ত বিনম্র জটিল 

আমাকেই ক্ষত করে 

রক্তক্ষরণ ঢেকে রাখি 

স্বপ্নের গর্তগুলি উন্মুখ হয় 

জীবন গড়াতে থাকে দীর্ঘ কোনও পথে 

কোন্ ধন্যবাদ প্রাপ্য তার? 

অথচ রঙিন সাপ মাথা তোলে 

তাদের বিচিত্র নকশায় আশ্চর্য ঢেউ খেলে… 

Writer:তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply