Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

অগোছালো মন | Taalpatar Shepai

Ogochhalo Mon | Taalpatar Shepai | Ukulele Version

হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ
হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ
তুইও কি খবর পেলি?
কিসের এই রদবদল…?
চেনা তাও নতুন যে পথ
হেঁটে দেখবি কিনা বল?

এই অগোছালো মন
এতকাল করেছি গোপন,
মেলেছি দখিন বারান্দায়
মিহিবোনা হাওয়ার অপেক্ষায়!

তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়?
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি?আয়…

উধাও হওয়ার রাস্তা ধরে কতদূর যাবি?
অভিমানের দরজা খোলা; পিছুটান চাবি…
ক্রমশ এ ভীড় হচ্ছে ফিকে
অন্তঃসারশূন্যতায়…
বুকের বাঁ পাশে যে পথ
শুধু তোকেই খুঁজতে চায়…!

আজ স্মৃতি বেদুইন
তুই ছাড়া বড্ড বেরঙিন!
হন্যে হয়ে সরাচ্ছি ধুলো
তোর সাথে মুহুর্তগুলোর…!

তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়?
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে ফিরবি কি?আয়…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply