The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

ময়নামতির পথের ধারে

ময়নামতির পথের ধারে
Moynamotir Pather Dhare
ছায়াছবি: হারমোনিয়াম (১৯৭৬)
গীতিকার: তপন কুমার সিনহা
সংগীত: তপন সিনহা
কণ্ঠ: মান্না দে ও বনশ্রী গুপ্ত
[ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল]-২
(আরে না না না!)
তেপান্তরের মাঠের ‘পরে দেখা হয়েছিল
(আরে না বাবা না!)
ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল
উহু তেপান্তরের মাঠের ‘পরে দেখা হয়েছিল
দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো
দেখা হয়েছিল
দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো
দেখা হয়েছিল
ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল
তেপান্তরের মাঠের ‘পরে দেখা হয়েছিল।
কাজলা দিঘির ঘাটের ধারে
দাঁড়িয়েছিলে অন্ধকারে
(কেন গো হুঁ)
কাজলা দিঘির ঘাটের ধারে
দাঁড়িয়েছিলে অন্ধকারে
[জল আনিতে কলসি কাঁখে]-২
আসবে তুমি বলেছিলে
(কে বলেছিল কে?)
ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল
ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল
তেপান্তরের মাঠের ‘পরে দেখা হয়েছিল।
কালবোশেখের ঘূর্ণিঝড়ে হিজল বনে ছিলে পড়ে
(কেন হ্যাঁ কার জন্যে?)
কালবোশেখের ঘূর্ণিঝড়ে হিজল বনে ছিলে পড়ে
[হাটের শেষে বনের পথে]-২
ফিরবে তুমি বলেছিলে
(কে গো,আমার এমন বন্ধুটি কে?)
তোমারই এক সতীন সনে কথা হয়েছিল
তেপান্তরের মাঠের ‘পরে দেখা হয়েছিল
ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল
দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো
দেখা হয়েছিল
ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply