Always forgive your enemies; nothing annoys them so much.

— Oscar Wilde

বরষা তুমি ঝরো না গো অমন জোরে

ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।।
মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।

শিল্পীঃ মান্না দে
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ নচিকেতা ঘোষ
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৭৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply