Work out your own salvation. Do not depend on others.

— Buddha

নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে ।
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন অবিরত
ধায় দশ-দিশে পাগলেরও মত
স্থির আঁখি তুমি
মরমে সতত-জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে।
সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সম্মুখে আনন্ত জীবন বিস্তার
কাল পারাবার -করিতেছ পার
কেহ নাই জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে ।
জানি শুধু তুমি আছ
তাই আছি তুমি প্রানময়
তাই আমি বাঁচি যত পাই
তোমায় তত যাচি
যত জানি তত জানিনে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply