Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier

— Mother Teresa

ননদি যা ফিরে যা ঘরে

ননদি যা ফিরে যা ঘরে
Nonodi Ja Fire Ja Ghore
কথা ও সুর: কবিয়াল রসিক সরকার
কণ্ঠ: সত্য রঞ্জন মণ্ডল
ননদি যা ফিরে যা ঘরে
বলিস ডুবেছে রাই কলঙ্কিনী
কৃষ্ণ-প্রেম-সাগরে
যা ফিরে যা ঘরে।
ঘুচল তোদের সকল জ্বালা
মুছলো কুলের কালি
কলঙ্কিনী রাই বলে আর
কেউ দেবে না গালি
ননদি ননদি ননদি
ব্রজে আর হবে না কৃষ্ণ-কালী
গোপন বাসরে
যা ফিরে যা ঘরে।
ভুলে যা লো রাধা তোদের
ছিলো কুলের বউ
শ্যাম বিনে জীবন-মরণে
আপন নাইরে কেউ
ননদি ননদি ননদি
ও যার বুকে লাগে অকূলের ঢেউ
কুলে কি তার করে!
যা ফিরে যা ঘরে।
ঝুলন-দোল আর নৌকা-বিলাস
সবই হলো শেষ
প্রভাসে চলেছি যেথা
আমার বন্ধুর দেশ
ননদি ননদি ননদি
যেন দয়া করে শ্যাম ঋষিকেশ
এই আশিস দে’ মোরে
যা ফিরে যা ঘরে।
বিদায় বেলায় ননদি গো
শেষ মিনতি নিও,
আমার হয়ে শ্যামের কুঞ্জে
সাঁঝের প্রদীপ দিও।
ননদি ননদি ননদি
দীন রসিক কয় আমায় রেখো
চরণসেবার তরে
যা ফিরে যা ঘরে
বলিস ডুবেছে রাই কলঙ্কিনী
কৃষ্ণ-প্রেম-সাগরে
যা ফিরে যা ঘরে
ননদি যা ফিরে যা ঘরে
[যা ফিরে যা ঘরে]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply