Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

চিঠিপত্র -তারাপদ রায়

সুখ নেই, দুঃখও করি না, মধ্যে মধ্যে চিঠি দিও।
যে কোন পরগনায় থাকো, যাকে ইচ্ছা খাজনা-টাজনা দাও,
শুধু মনে করে প্রীতি কৌশল জানিও।
পারো যদি আমের মুকুল কি রকম এ বছর,
কাঁঠালের মুচি এলো কি না আর
শ্বেত করবীর বাচ্চা তিনটে কি রকম চঞ্চল হয়েছে…
অনুগ্রহ করে জুড়ে দিও পুনশ্চের নিচে কিছু খবরাখবর।
ঝিলাম না ইরাবতী, কি জানি নাম দিয়েছ তোমার পাখির?
তার জন্য সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে
কখনো দুর্লভ হলে জানাতে ভুলো না।
তোমার পাখির জন্যে বাগান থেকে ফুল গাছ সরিয়ে
আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি।
গতকাল থেকে শীষ দেখা যাচ্ছে।
এছাড়া কি নিয়ে সময় কাটাই বোলো?
বড় ঈর্ষা হয়, তোমার সময় কি করে যে এত ভালো কেটে যায়?
এতখানি ভালো সময় যায় না কারো!
তুমি বেশ আছো। তবু কুশল জানিও,
যখন যেমন থাকো মধ্যে মধ্যে চিঠি পত্র দিও।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0