নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

খণ্ড খণ্ড মানুষ

খণ্ড খণ্ড মানুষ উড়ে যাচ্ছে

নিয়তির ঝাপসা আকাশে

সুন্দর বেলুনের মতো

আমাদের বেলা শেষের উঠোনে

উড়ে আসছে সন্ধ্যার পাখি

ওদের রঙিন ঠোঁট দেখতে পাই না

শুধু ডাক ঝরে পড়ে সিঁদুর রঙের ধুলোয়

খণ্ড খণ্ড মানুষের ধূসর ডানায়

ঢেকে যায় নিসর্গের অপার্থিব জ্যোতি

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply