Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

অবকাশ

আমার অবকাশকে কখনো ঘুমোতে দিইনি
খাঁ খাঁ শূন্যের ভেতর সে ছুটছে
ম্লান হয়ে আসা দুপুরের উঠোনে
আজও আমি উৎসাহ ছুঁড়ে দিচ্ছি

নিস্তব্ধতার হাততালি বাজছে
মুহুর্মুহ ঘুঘু ডাকছে
জল গড়িয়ে যাচ্ছে অন্যজলের দিকে
আমি নতুন কিশলয়ের বার্তা এনে তাকে দিচ্ছি

হাসো অবকাশ , বিচ্যুতির ক্লাসে গরম আবহাওয়ায়
নিরাভরণ সময়ের দোদুল সীমানায়
কে কার কার সাথে শুয়ে যাচ্ছে এখন
আর ঘুমের ভেতর নরম মাংসের স্বাদ

উচ্ছ্বাসগুলি ঝাঁক ঝাঁক উড়ে যাচ্ছে
বিক্রমশীল নদীর দিকে সংকল্পের শিহরনগুলি
শ্যামলমায়ায় ছলছল ছবি হয়ে যাচ্ছে
ঘনীভূত মেঘে লুকিয়ে যাচ্ছে দানা দানা অনুভূতি

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply