The purpose of our lives is to be happy.

— Dalai Lama

আমার অনেক ঋণ আছে

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে

বকের ডানায় ছাওয়া চরের কাছে
চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে
আমার অনেক ঋণ আছে

যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি
আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি
উড়ন্ত ঐ পাখির মালার কাছে
আমার অনেক ঋণ আছে

প্রতিদিন পূব দিগন্তে লাল সূর্য উঠে হাসি ঝরিয়ে
কাজল দীঘির শান্ত বুকে পদ্ম ফোটে শোভা ছড়িয়ে
পথই আমার প্রানের ভাষা ব্যাকুল ডাকে
সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে
পথদের কাছে সূর্যোদয়ের কাছে
স্বপ্ন ছাওয়া একটি পথের কাছে
আমার অনেক ঋণ আছে।।

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
ধরনঃ আধুনিক
গীতিকারঃ শামসুর রাহমান
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গেয়েছেনঃ রুনা লায়লা
অ্যালবামঃ অজ্ঞাত

smriti jholmol sunil mather kache

amar onek rin ache lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0