Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier

— Mother Teresa

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।

(: কি বলছেন আপনি
: বুঝতে পারছো না)

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।

(: কিছু বলছো না যে
: কি বলবো)

জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।।

ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ রবিন ঘোষ
গেয়েছেনঃ মাহমুদুন্নবী
অ্যালবামঃ নাচের পুতুল

aynate oi mukh dekhbe jokhon lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply