Random Question #1. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে? রবি ঠাকুর রবি ঠাকুর শরত্চন্দ্র চট্রোপাধ্যায় শরত্চন্দ্র চট্রোপাধ্যায় আবু ইসহাক আবু ইসহাক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম #2. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত জসীমউদদীন জসীমউদদীন #3. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? বলাকা বলাকা চোখের বালি চোখের বালি রক্তকরবী রক্তকরবী ঘরে-বাইরে ঘরে-বাইরে #4. পদাবলী-র প্রথম কবি কে? জ্ঞানদাস জ্ঞানদাস বিদ্যাপতি বিদ্যাপতি চণ্ডীদাস চণ্ডীদাস শ্রীচৈতন্য শ্রীচৈতন্য #5. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি দুই ভাষায় রচিত পুঁথি দুই ভাষায় রচিত পুঁথি #6. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর কাজী আব্দুল ওদুদ কাজী আব্দুল ওদুদ মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন #7. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন? মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা #8. কোনটি ঠিক? একাত্তরের দিনগুলি (উপন্যাস) একাত্তরের দিনগুলি (উপন্যাস) পথের দাবী (উপন্যাস) পথের দাবী (উপন্যাস) গোরা (নাট্যগ্রন্থ) গোরা (নাট্যগ্রন্থ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ) #9. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ? মরুকুসুম মরুকুসুম মরুভাস্কর মরুভাস্কর মরুমায়া মরুমায়া মরুতীর্থ মরুতীর্থ #10. পদাবলী লিখেছেন- মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন কায়কোবাদ কায়কোবাদ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত Next Results