Tag: RadhaRaman Dutta

  • জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়

    রাধারমন দত্ত – জলের ঘাটে দেইখ্যা আইলাম (ধামাইল গান)

    জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
    শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।

    নিত্যি-নিত্যি ফুল বাগানে,
    ভ্রমর আইসা মধু খায়।
    আয় গো ললিতা সখি আবার দেখি পুনরায়।
    জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

    মুখে হাসি, হাতে বাঁশি, বাজায় বাঁশি বন্ধুয়ায়,
    চাঁদ বদনে প্রেমের রেখা, কিবা শোভা দেখা যায়।
    জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

    ভাইবে রাধারমন বলে, পাইলামনা রে হায় রে হায়,
    পাইতাম যদি প্রান বন্ধুরে, রাখতাম হৃদয় পিঞ্জরায়।
    জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

    জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
    শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।

    রাধারমন দত্ত – জলের ঘাটে দেইখ্যা আইলাম (ধামাইল গান)

    joler ghate deikha ailam lyrics

  • বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    Binodini Go | বিনোদিনী গো | Priyo Adnan Song | Tahsan | Sabila | Porna Mitilda Costa | Rtv Music

    Binodini Go Lyrics In Bengali

    বিনোদিনী গো তোর

    বৃন্দাবন কারে দিয়ে যাবি

    মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    বিনোদিনী গো… তোর

    বৃন্দাবন কারে দিয়ে যাবি

    পুরুষ ভোমোরা জাতি

    কান্দিলে কি হবে গো

    কান্দিলে কি হবে

    ও তুই পরের জন্য এতো করলি

    পরের জন্য এতো করলি

    পরে কী দাম দিবে গো

    তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    বিনোদিনী গো তোর

    বৃন্দাবন কারে দিয়ে যাবি

    ভাইবে রাধারমন মন কান্দে

    নদীর কূলে বইয়া গো রাধে

    নদীর কূলে বইয়া

    আমি পার হইমু পার, হইমু বলে,

    পার হইমু পার, হমু বলে,

    দিন তো গেল বইয়া রে

    তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    বিনোদিনী গো তোর

    বৃন্দাবন কারে দিয়ে যাবি

    মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি

    বিনোদিনী গো তোর

    বৃন্দাবন কারে দিয়ে যাবি

    Lyrics & Tune : Radharaman Dutta

  • আমি জানছিলাম নি ঐ রঙ্গে দিন যাবে

    আমি জানছিলাম নি
    ঐ রঙ্গে দিন যাবে রে
    সুজন নাইয়া
    পার করো দুঃখিনী রাধারে
    তুমি তো সুজন নাইয়া
    আমি তো গোয়ালের মাইয়ারে
    ওরে নাইয়া…
    তুমি নষ্ট করলা দুধের ভাণ্ড চইয়ারে
    পার করো দুঃখিনী রাধারে
    কুক্ষণে বাড়াইলাম পাও
    খেয়া ঘাটে নাই মোর নাও রে
    ওরে নাইয়া…
    আমার খেওয়ানিরে খাইছে …(?)
    সুজন নাইয়া
    পার করো দুঃখিনী রাধারে
    বিনোদা নন্দে কয়
    প্রেমশেল খসিবার নয় রে ওরে নাইয়া
    আমার প্রেমশেল খসিবে রাধা মরলে রে
    সুজন নাইয়া
    পার করো দুঃখিনী রাধারে

    —————–
    রাধারমণ দত্ত

  • আমি কৃষ্ণ কোথায় পাই গো

    Ami Krishno Kothay Pai Go · Tulika Mondal

    (আমি) কৃষ্ণ কোথায় পাই গো
    কৃষ্ণ কোথায় পাই গো
    বল গো সখি কোন দেশেতে যাই
    (আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
    (আমি) নগরে বেড়াই গো

    সুচিত্র পালংকের মাঝে
    আমি শুইয়া নিদ্রায় যাই
    (আমি) ঘুমাইলে স্বপন দেখি
    (আমি) শ্যাম লইয়া বেড়াই

    আপন জাইনা প্রাণ বন্ধুরে
    হৃদে দিলাম ঠাঁই
    আমার ছিল আশা ভালবাসা
    (আমি) কারে বা শুধাই

    ভাইবে রাধা রমণ বলে
    শুন গো ধ্বনি রাই
    পাইলে শ্যামকে ধরবো গলে
    আর ছাড়াছাড়ি নাই

    —————-
    রাধারমণ দত্ত

    ami krishno kothay pai go lyrics

  • আমারে আসিবার কথা কইয়া

    Amare Ashibar Kotha Koiya I আমারে আসিবার কথা কইয়া I Ashik I Radha Romon I Bangla Folk Song

    আমারে আসিবার কথা কইয়া
    মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

    রাধেগো…
    আমার কথা নাই তোর
    প্রেম করছো আয়ানের সনে
    শুয়া আছো নিজ পতি লইয়া।
    আমি আর কত কাল থাকবো রাধেগো
    দুয়ারে দাঁড়াইয়া।

    রাধেগো…
    দেখার যদি ইচ্ছা থাকে
    আইসো রাই যমুনার ঘাটে
    কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।
    আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো
    কদম ডালে বইয়া।

    রাধেগো…
    নারী জাতির কঠিন রীতি
    বোঝেনা পুরুষের মতি
    সদাই থাকে নিজেরে লয়া।
    তুমি করছো নারী রুপের বড়াই গো
    রাধারমণে যায় কইয়া।

    —————
    রাধারমণ দত্ত

    amare ashibar kotha koiya Lyrics

  • আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়

    আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
    আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।
    কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগা
    শিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে দাগা।।
    তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি।
    সুর শুনিয়া রাধার মন হইলো উদাসি।।
    ভাইবে রাধার রমণ বলে মনের কথা কয়
    কৃষ্ণ প্রেমে রাধার মত প্রেমানলে দয়।।

    ====================

    বিকৃত ভার্সন : –

    আমার বন্ধু দয়াময়
    তোমারে দেখিবার মনে লয়।
    তোমারে না দেখলে রাধার
    জীবন কেমনে রয় বন্ধুরে।।

    কদম ডালে বইসারে বন্ধু
    ভাঙ্গ কদম্বের আগা।
    শিশুকালে প্রেম শিখাইয়া
    যৌবনকালে দাগা রে।।

    তমাল ডালে বইসারে বন্ধু
    বাজাও রঙের বাশি।
    সুর শুনিয়া রাধার মন
    হইলো যে উদাসি রে।।

    ভাইবে রাধা রমণ বলে
    মনেতে ভাবিয়া।
    নিভা ছিল মনের আগুন
    কে দিল জ্বালাইয়া রে।।

    ——————–
    গীতিকারঃ রাধা রমন

    amar bondhu doyamoy tomare dekhibar mone loy lyrics

  • ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

    RadhaRaman Dutta – Aaj Keno Re Praner Subol Rai Elo Na Jamunate

    ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে

    আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না৷৷

    সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে

    আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত৷৷

    সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে

    মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব

    পারলাম না রাইর মান ভাঙ্গাতে৷৷

    সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর

    সকল দুঃখ রইল রে অন্তরে৷

    রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের৷৷