Tag: prithibite sukh bole jodi kichu theke thake lyrics

  • পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

    পৃথিবীতে সুখ বলে
    Prithibite Sukhe Bole
    ছায়াছবি: জীবন সংসার
    শিল্পী: সাবিনা ইয়াসমিন ও
    আগুন
    পৃথিবীতে সুখ বলে
    যদি কিছু থেকে থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম
    জ্বলে-পুড়ে মরার মাঝে
    যদি কোনও সুখ থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম।
    পৃথিবীর চারপাশে
    যেদিকে তাকাই
    সেখানেই তোমাকে
    পাই খুঁজে পাই
    পাশাপাশি থাকবো,
    বুকে ধরে রাখবো
    হৃদয়ের দাম দিয়ে
    হৃদয়ে নিলেম
    এ জীবন-সংসার
    বড় মধুময়
    যদি গো সেখানে
    ভালোবাসা রয়
    ভালোবেসে বাঁচবো,
    ভালোবেসে মরবো
    যার বিনিময়ে আমি
    তোমাকে পেলেম

    prithibite sukh bole jodi kichu theke thake lyrics

    tar nam valobasha tar naam prem lyrics