Tag: lyrics

  • তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে

    তোমার চোখে
    চেয়ে দেখি আমি জীবনটাকে
    ভালোবাসার স্মৃতিগুলো
    তোমাকে শুধু চায়
    কিছু কথা
    কিছু আশা নিয়ে জীবনটাতে
    অনাবিল সব সুখের ছোঁয়ায়
    তোমাকে কাছে চাই
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    ফুলের মতো
    সৌরভে ভরিয়ে দিয়ে
    তোমায় আমি ভালোবেসে
    আরও কাছে পেতে চাই
    দুরন্ত প্রেম
    ঝর্ণাধারারই মতো
    ছুটে চলে অবিরত
    তোমার ঠিকানায়
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    ওই সুদূর নীলিমায়
    মন হারিয়ে যেতে চায়
    যেথায় সময় থেমে রয়
    তোমারই আশায়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
    নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
    যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
    নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
    যেখানে তোমার আমার প্রেম…

    miles neela lyrics

    nila by miles lyrics

    nela by miles lyrics

    neela by miles lyrics

    নিলা মাইলস লিরিক্স

    নীলা লিরিক্স

  • পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

    পৃথিবীতে সুখ বলে
    Prithibite Sukhe Bole
    ছায়াছবি: জীবন সংসার
    শিল্পী: সাবিনা ইয়াসমিন ও
    আগুন
    পৃথিবীতে সুখ বলে
    যদি কিছু থেকে থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম
    জ্বলে-পুড়ে মরার মাঝে
    যদি কোনও সুখ থাকে
    তার নাম ভালোবাসা,
    তার নাম প্রেম।
    পৃথিবীর চারপাশে
    যেদিকে তাকাই
    সেখানেই তোমাকে
    পাই খুঁজে পাই
    পাশাপাশি থাকবো,
    বুকে ধরে রাখবো
    হৃদয়ের দাম দিয়ে
    হৃদয়ে নিলেম
    এ জীবন-সংসার
    বড় মধুময়
    যদি গো সেখানে
    ভালোবাসা রয়
    ভালোবেসে বাঁচবো,
    ভালোবেসে মরবো
    যার বিনিময়ে আমি
    তোমাকে পেলেম

    prithibite sukh bole jodi kichu theke thake lyrics

    tar nam valobasha tar naam prem lyrics

  • প্রেমর নৌকা খানা খইরা

    💘📝 দরবার লিরিক্স:

    কথা/সুর : ফকির লাল মিয়া

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    ওবায় ছাও! যেবায় ইচ্ছা ওবায় হইরা জাও
    আচ্ছা গাও, হাছায় মিছায় গান বানাইয়া গাও
    বালা ফাও? তে বালা ফাইলে গীবত কিলা গাও?
    আচ্ছা খাও, আমি আর নায় আর খেউর মাথা খাও

    বউত্তা শৈয্য খইরা থাকছি যেলা খইছো ওলা করছি
    ডাকবার আগে সব ফালাইয়া উষ্টা বিষ্টা খাইয়া আইছি
    যেতা ছাইছো ওতা দিছি নিজে না খাইয়া খাওয়াইছি
    বেশী আল্লাদ দিয়া তোমারে আইজ মাথার উফরে তুলছি

    এটেনশন বাইস্কোপ নাইন টেন টেশ
    দারুন প্রেম পিরিতি খইরা আমার জীবন আইজকু শেষ
    নৌকা নিজে খানা খইরা দরছে বালা মানষর বেশ
    খেনে খানো দরি বিদায় নিছি হিসাব খরি দেখ!

    আমি নাই, তুমি যেলা ফারো থাকো আমি যাই
    আমি নাই, আমার ছোউখ দুইটা যায় যেবায় আমি যাই
    আমি নাই, থাকো নৌকা লইয়া নৌকার মাঝি নাই
    ইতাত নাই, আমি হাত জুড় খইরা মাফ ছাইরাম গো মাই

    কতো আশা দিয়া মনো আখতা খরি নাই
    ফাগলোর লাখান দিন রাইত তুকাই বন্ধু গেলায় কুয়াই
    যতো বেঈমান দেখছি আমি তোর উফরে খেউ নাই
    আল্লার গরো বাত্তি দিলাম বিচার আমি ছাই

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    যেতা মাতার মাতো তুমি যেতা ইচ্ছা খরো
    ইবায় খবরদার আর আইও না যাও হবায় গিয়া মোরো
    ইতা বঙ্গী ছঙ্গি খতো দেখতাম আতখান এবলা ছাড়ো
    শৈন্নে লাগাল ফাইছিল প্রেমো পইড়া বান্দর লইছি ঘাড়ো

    দুই মন আটা ময়দা মুখো দিয়া নারিং বিরিং খরো
    আচ্ছা বিষয় কিতা একশো একটা ফটো ডেইলি তুলো?
    খোওছাইন ফোনরো মিনিট বাদে বাদে স্টোরি খেনে মারো
    ফটোর লগে লগে হিব্বার দেকি হিন্দি গানো ছাড়ো

    কল দিলে খও চার্জ নাই ফোনো খইয়া ফোনটা রাখো
    হিবায় আস্তা রাইত নু মেসেন্জারো দেখায় একটিভ থাকো
    দেখো খার খার লগে মাতো ইতা তুমি তোমার জানো
    খতো ডং ডাং দেখতাম এবলা তুমি তোমার রাস্তা মাফো

    কষ্ট দিয়া উল্টা খইরায় কষ্ট তুমি ফাইছো
    আর ওউ হাছায় মিছায় মাইত্তা আমার মাথা তুমি খাইছো
    তোমার বিচার আল্লায় খরবা আর কয়টা দিন দেখো
    দেখতাম কষ্ট দিয়া মানষর মনো সুখে কিলা থাকো

    ইলা বালা ফাইতো নায় খেউ আমি যেলা ফাই
    ওখন আমি বাদ ওইগেছি আমার মূল্য নাই
    হাতে নাতে ধরছি খয়বার ইতার হিসাব নাই
    উল্টা দুষরে আমারে তুই মরতাম গিয়া কুয়াই

    প্রেমর নৌকা খানা খইরা
    বন্ধুয় আমায় ডুবাইছে
    আইজ দুখখান খইতাম কার গেছে
    দুখ হুনার খোওসাইন কে আছে?

    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে
    ছুঁলার মাঝে মন হারাইয়া
    লাকড়ির লাখান জ্বালাইছে

    Watch the official “DORBAR” music video by Fokir Lal Miah,‎ ‪@tosibasylhet‬, ‎& ‪@realmrds‬! 💘

    𝙎𝙩𝙧𝙚𝙖𝙢/𝘿𝙤𝙬𝙣𝙡𝙤𝙖𝙙:

    premer nowka khana khoira

    Credits:

    🎧 Audio:
    Performer: Fokir Lal Miah, ‪@tosibasylhet‬, & ‪@realmrds‬
    Writer: Fokir Lal Miah
    Music Producer: Adib Kabir
    Sound Engineer: Adib Kabir

    🎬 Video:
    Director: Nasimul Mursalin Shakkhar
    Starring: Joyshree Debi with the artists themselves
    Edit & Color: Studio Walli
    Assisted by: Akash Ahmed
    Lights Control: Md Limon Khan
    Production Controller: Romzan
    Executive Producer: Towhid Hossain

    DORBAR (দরবার) – Fokir Lal Miah × Tosiba × MRDS | New Bangla Song 2024

  • আকাশে চাহিয়া তোমারে ভাবিয়া মরিয়া হইয়া রই

    আশা’ – আকাশের পানে ভীত মনে চেয়ে কিছুর আশায় মিনতি করা, সেটা হতে পারে যেকোনো কিছু। হতে পারে পরম স্রষ্টা অথবা হতে পারে নিজের সবথেকে প্রিয় মানুষ আবার হতেই পারে নিছক শূন্যতা!

    Lyric & Tune : Hossain Mahmud Rizvi
    Music Composed, Arranged & Produced By : Hossain Mahmud Rizvi

    Lyrics:

    আকাশে চাহিয়া
    তোমারে ভাবিয়া
    মরিয়া হইয়া রই

    স্বয়নে স্বপনে
    তোমারে দেখিয়া
    উতলা হইয়া রই

    ভাবিতে ফিরিয়া
    ক্লান্ত হইয়া
    আশাতে মজিয়া রই

    শান্ত হই
    ভ্রান্ত হই
    ক্লান্ত হই
    ধন্য হই

    জানিনা কই
    কীভাবে রই
    ভাবিতে রই
    শুনিতে রই

    ভিজে ভিজে সব ক্লান্তির খোঁজে রই ।।

    পাখি যেন কই
    একা বসে রই
    বিরহেতে আকাশ ভেঙে
    ভোরের পাখি উড়ে গেলো
    কই!

    ভুবনে সহিতে
    মরিতে বাঁচিতে
    তোমাকে দেখিতে
    রই

    আকাশে বাতাসে
    আলোতে আধারে
    তোমাতে মগ্ন
    রই ।।

    বলছি শোনো একটা কথা
    মরিতে বাঁচার প্রেমের ব্যথা
    তোমারে পানে আমার কথা
    একটু শুনে যাও

    মনটা আমার স্বপ্ন গাঁথা
    তাই বলে কী হবো একা
    ইচ্ছেমতো হেসে কেঁদে
    শূন্য হয়ে যাই

    স্বপ্ন আমার সাদা কালো
    রঙিন হলো এলোমেলো
    শূন্য মনে অবাক বনে
    মন ছুটেছে চলো

    স্বপ্ন আমার সাদা কালো
    রঙিন হলো এলোমেলো
    শূন্য মনে অবাক বনে
    মন ছুটেছে চলো ।।

    আকাশে চাহিয়া
    তোমারে ভাবিয়া
    মরিয়া হইয়া রই

    স্বয়নে স্বপনে
    তোমারে দেখিয়া
    উতলা হইয়া রই

    ভাবিতে ফিরিয়া
    ক্লান্ত হইয়া
    আশাতে মজিয়া রই

    ভুবনে সহিতে
    মরিতে বাঁচিতে
    তোমাকে দেখিতে
    রই ।।

    Asha (আশা) – Hossain Rizvi x Nayeem (Probe) | Official Music Video

    Audio Production: Studio ঘুরি
    Video Production: Studio ঘুরি
    Cinematography: Akib Islam | Hossain Rizvi | Sunayna Binte Mahmud
    Poster & Template Design: Farzat Amin
    Script: Hossain Mahmud Rizvi

    Mixed & Mastered: Hossain Mahmud Rizvi
    Recording Engineer: Hossain Rizvi | Akib Islam
    Editing: Hossain Rizvi | Farzat Amin
    Sponsored By: ঘুরি Productions

  • উত্তর সাগরের বুকে মরা মাছটা

    Lyrics:
    উত্তর সাগরের বুকে মরা মাছটা
    খেটে খাওয়া নাবিকের বুকে রাখা ছবিটায়
    আছড়ে পড়ে ঢেউ
    ঢেউয়ে ভাঙে ঘর।

    জোয়ারের ব্যতিক্রম জমে কালশে
    চলে যাওয়া মানুষেরা মনে পড়ে বালিশে
    ভাটায় ভিটে খুঁজি
    মেলেনা একটা ঘর।

    আয়নার ওপাশে দেখি
    চোখাচোখি হলে বিভ্রান্তি
    গৌরী সন্ধ্যায়
    শামাদান।
    জল-প্রতিবিম্বে দেখি
    চোখাচোখি হলে বিভ্রান্তি
    গৌরী সন্ধ্যায়
    শামাদান।
    ~
    ও জল আমায় ভাসাও
    ধুয়ে মুছে দাও যত ঠুনকো আশাও..।।
    যদি কোন দিন একা মনে হয়
    শুনো আমার এ গান
    আজ দিয়ে গেলাম তোমায়।

    Shamadan | শামাদান | Gaan Niyeche Chile | Argha Dev X Aseer Arman | Season 1

    Audio Production-

    Lyrics & Tune : Argha Dev
    Music Arrangement & Mixing : Aseer Arman
    Guitars : Aseer Arman, Argha dev, Ragib Hasan Rodel
    Voice harmony : Dhian Giri, Ragib Hasan Rodel, Aseer Arman
    Bawu : Aseer Arman
    Banjo : Dhian Giri
    Bass : Ritovash Chanda
    Percussion : Akash
    Mastering : Dh Shuvo

    Video Production : Nowshad Alam Nowaj

    Logo Designer : Shubhangi Majumdar
    Logo Animation : Ragib Ekhwan

    © Gaan Niyeche Chile – গান নিয়েছে চিলে

  • ভাইসাব রে তুই, জলে ভাসা সাবান আইনা দিলে না’

    ভাইসাব রে তুই, জলে ভাসা
    সাবান আইনা দিলে না’
    সাবান আইনা দিলে না রে,
    সাবান আইনা দিলে না
    ভাইসাব রে তুই, জলে ভাসা
    সাবান আইনা দিলে না।।

    সাবান আছে ঘরেঘরে,
    বিকায় সাবান বিষ্যুদবারে
    কার্বলিক সাবানে ভাইরে
    শইলের ময়লা উডেনা ।।

    যদি কর আমার আশা
    সাবান আইনা জলেভাসা
    নইলে সবই ভাসাভাসা
    আশা পূরণ হবেনা ।।

    ** সংগৃহীত ঘেটু গান **
    হুমায়ুন আহমেদ এর “ঘেটুপুত্র কমলা” সিনেমায় এই গানটি প্রথম শুনেছিলাম। চমৎকার একটি সংগৃহীত ঘেটু গান। এর মাঝে কেটে গেলো বহু বছর। প্রায় ভুলেই গিয়েছিলাম এই গান। বন্ধুদের সাথে আড্ডায় হঠাৎ একদিন বন্ধু রোদেলের কন্ঠে এই গান শুনে, আড্ডার সকলে নষ্টালজিক হয়ে পড়লো। এবং রোদেল গানটি গেয়েছিলোও চমৎকার৷ সেই সূত্রধরে আইডিয়া আসলো “গান নিয়েছে চিলে” থেকে এই প্রিয় গানটা প্রোডিউস করার। তারপর যে কথা সেই কাজ। এই গানের প্রোডাকশনে নেমে পড়লো “গান নিয়েছে চিলে”র টিম।
    ** জলেভাসা সাবান **

    • শিল্পী তার প্রিয়ভাজন এর কাছে একটি “জলভাসা সাবান” আনতে অনুরোধ করেছিলো। যেটা প্রতি বিশুদবারে হাটে কিনতে পাওয়া যায়। কোনকারণে সেই প্রিয় ব্যক্তি সাবানটি আনেনি, বা আনতে পারেনি। তাই শিল্পীর মনে ভীষন অভিমান! সেই সুত্রধরে এই গানের পরিবেশনা।
    • উল্লেখ্য, তৎকালীন সময়ে “জলভাসা সাবান” রমনীদের সৌন্দর্য বর্ধনের প্রিয় উপযোগ ছিলো। জলভাসা এক ধরনের সুগন্ধিময় সাবান যা পানিতে ভেসে থাকে। প্রানীজ চর্বি থেকে বানানো সাবান পানিতে ডুবে যায়, এতে উন্মুক্ত জলাধারে গোসলে ভীষন সমস্যা হয়। আর কার্বলিক সাবানে শরীর পরিষ্কার হয়না ভালোভাবে। একমাত্র, উদ্ভিজ্জ চর্বি থেকে বানানো জলভাসা সাবান তার গুণগত বৈশিষ্টের কারণে পানিতে ভেসে থাকে। তাই গোসলের সময় জলাধারে ডুবে যাওয়া সাবান খুঁজে বেড়াতে হয়না। পুকুর নদী বা হাওরে গোসলের জন্য এ সাবান একটা চমৎকার অনুষঙ্গ। তাই তৎকালীন গ্রামীণ জীবনে নারীদের মধ্যে সরল এক সৌখিনতা প্রদশর্নের অংশ হিসেবে জলভাসা সাবান বহুল আকাঙ্খার ছিলো।
      ** ঘাটু গানের ইতিহাস **
    • ঘাট শব্দটি থেকে ‘ঘাটু’ শব্দটি এসেছে বলে মনে করা হয়; কারণ গান পরিবেশন ঘাটে নৌকা ভিড়িয়ে পরিবেশন করা হতো। একে অনেকে ‘ঘাটের গান’-ও বলে। এই গানের আসর নৌকায় বসতো। এই গান বর্ষাকালে পরিবেশন করা হয়।
    • ষোড়শ শতকের শেষের দিকে ঘাটু গানের প্রচলন হয় বলে মনে করা হয়। অধিকাংশ গবেষকের ধারণা, শ্রীকৃষ্ণের প্রেম-মগ্ন কোন এক ভক্ত রাধা সেজে কৃষ্ণের অপেক্ষায় ছিলো, তখন তার কিছু ভক্ত গড়ে ওঠে; তখন এই ভক্তদের মধ্য হতে রাধার সখী সাজিয়ে নেচে নেচে বিরহ সংগীত পরিবেশন করা হত এবং এভাবেই প্রচলন ঘটে ঘাটু গানের। এই গানের শিল্পীরা বংশ-পরম্পরায় ঘাটু গান গেয়ে থাকে।
    • এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের গান বলে পরিচিত। এই গান বৃহত্তর ময়মনসিংহের পূর্বাঞ্চল, বৃহত্তর কুমিল্লার উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের হাওর এলাকায় প্রচলিত।

    Shaban Aina Dile Na | সাবান আইনা দিলে না | Gaan Niyeche Chile | Ragib Hasan Rodel X Aseer Arman

    Vocal – Ragib Hasan Rodel
    Guitar & Ukulele – Aseer Arman
    Harmoniun, Khamak & Naal – Aseer Arman
    Kazoo – Argha Dev
    Kartaal – Nowpel Mahamood Chowdhury
    Baya & Percussion – Mostakin Hossain Chowdhury

    Studio Arrengement – Aseer Arman
    Project Coordination – Nowpel Mahamood Chowdhury

    Logo Designer – Shubhangi Majumdar
    Logo Animator – Ragib Ekhwan

    © Gaan Niyeche Chile – গান নিয়েছে চিলে

  • ডুবে যাই কোন অতলে

    রাজ ‘পলট্’ বলল, আর সিমরণ ঘুরে তাকালো;
    রাজ ডুবে গেলো…
    কীভাবে যেন ডুবে গেছিল টাইটানিক,
    যেভাবে সমুদ্র স্নানে ডুবে গেল, তোমার প্রিয় আংটি।
    কীভাবে যেন একসাথে মন্দারমণিতে ডুবে ছিল অনিন্দিতা আর তন্ময়।
    যেভাবে শান্তিনিকেতনে অনিমেষ ডুবে ছিল, মাধবীলতার কাছে।
    যেভাবে ডুবে যায় প্রিয় হাতঘড়ি ঘড়ি সময়ের অতলে,
    আমিও ডুবে যাই, তুমি তাকালে
    Pov : এখানে আমরা যত্ন সহকারে ডুবে যাই, তুমি তাকালে…🌻

    Lyrics :
    Scale – F major
    ডুবে যাই কোন অতলে
    তুমি তাকালে মনের ভুলে
    ডুবে যাই…।।

    ডুবে যাই কোন অতলে
    চোখের জলে হৃদয় গলে।।
    ডুবে যাই…

    চেয়ে চেয়ে থাকে নদী
    চাতক সময় যদি,
    বৃষ্টি হয়ে চোখে নামো
    তুমি বৃষ্টি হয়ে চোখে নামো…

    ডুবে যাই, ওই অতলে
    চোখের জলে তুমি তাকালে…
    ডুবে যাই

    এই ব্যথার পাহাড় ভেঙে
    ভালোবাসা খুঁজে এনে
    পুঁতে দিও গোলাপের চারা…

    সময়ও তোমার কাছে
    মাথা নত করে আছে
    ডাক দিও ঘরে ফেরার…

    ডুবে যাই কোন অতলে
    তুমি তাকালে মনের ভুলে
    ডুবে যাই…

    Composition : Dwitiya Bhag
    Lyrics : Aniket Das
    Album – ‘ একটা অ্যালবাম হতে পারতো ‘
    Voice : Swayam Majumdar
    Music Arrangement: Swayam Majumder
    Artwork : Arpita Mal
    Video Credits: Subhrajit Panda

  • ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কি না

    কণ্ঠঃ লতা মুঙ্গেশকার
    সুর ও সঙ্গীতঃ ভূপেন হাজারিকা
    গীতিকারঃ শিবদাস ব্যাণার্জী

    গানের কথাঃ

    ভালো করে তুমি চেয়ে দেখো
    দেখো তো চিনতে পারো কি না
    ভালো করে তুমি চেয়ে দেখো
    দেখো তো চিনতে পারো কি না
    আমার দুচোখে চোখ রেখে দেখো
    বাজে কি বাজে না মনোবীণা
    ভালো করে তুমি চেয়ে দেখো
    দেখো তো চিনতে পারো কি না।।

    সোনালি বিকেলে গাছের ছায়ায়
    মুখোমুখি বসে নীল সন্ধ্যায়
    সোনালি বিকেলে গাছের ছায়ায়
    মুখোমুখি বসে নীল সন্ধ্যায়
    জীবনানন্দ তুমি তো শোনাতে
    জীবনানন্দ তুমি তো শোনাতে
    ভেবে দেখো মনে পড়ে কি না
    আমার দুচোখে চোখ রেখে দেখো
    বাজে কি বাজে না মনোবীণা
    ভালো করে তুমি চেয়ে দেখো
    দেখো তো চিনতে পারো কি না।।

    পটভূমিকায় শহীদ মিনার
    নাগরিক চাঁদ উঠেছে আবার
    পটভূমিকায় শহীদ মিনার
    নাগরিক চাঁদ উঠেছে আবার
    বনলতা সেন শোনাবে কে আর
    বনলতা সেন শোনাবে কে আর
    এই আমি আজ তুমি হীনা
    আমার দুচোখে চোখ রেখে দেখো
    বাজে কি বাজে না মনোবীণা
    ভালো করে তুমি চেয়ে দেখো
    দেখো তো চিনতে পারো কি না।।

    Bhalo Kore Tumi Cheye Dekho (Lyrics) by Lata Mangeshkar l ভালো করে তুমি চেয়ে দেখো

    Provided to YouTube by Sa Re Ga Ma

    Bhalo Kore Tumi Cheye Dekho · Lata Mangeshkar

  • চোখটা এতো পোড়ায় কেন

    চোখটা এতো পোড়ায় কেন
    ও পোড়া চোখ সমুদ্রে যাও
    সমুদ্র কী তোমার ছেলে
    আদর দিয়ে চোখে মাখাও ।।
    বুক জুড়ে এই বেজান শহর
    হা হা শূন্য আকাশ কাঁপাও
    আকাশ ঘিরে শংখচিলের
    শরীর চেরা কান্না থামাও ।।
    সমুদ্র কী তোমার ছেলে
    আদর দিয়ে চোখে মাখাও
    চোখটা এতো পোড়ায় কেন
    ও পোড়া চোখ সমুদ্রে যাও
    সমুদ্র কী তোমার ছেলে
    আদর দিয়ে চোখে মাখাও
    আমি তোমার কান্না কুড়াই,
    কান্না উড়াই, কান্না তাপাই
    কান্না পানি পান করে যাই
    এমন মাতাল কান্না লিখি ।।
    সমুদ্র কী তোমার ছেলে
    আদর দিয়ে চোখে মাখাও
    চোখটা এতো পোড়ায় কেন
    ও পোড়া চোখ সমুদ্রে যাও
    সমুদ্র কী তোমার ছেলে
    আদর দিয়ে চোখে মাখাও

    Cokhta Eto Poray Keno – Sanjeeb Choudhury

    Shomudro Shontan – Sanjeeb Chaudhury
    Album – Bari Fera Holo Na

    chokhta eto poray keno lyrics

  • কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর

    কে বাজায় বাঁশিতে,
    মাঝরাতে চেনা সুর।।
    ঘুম ভাঙায় মন দোলায়
    ডেকে যায় বহুদূর।
    কে বাজায় বাঁশিতে
    মাঝরাতে চেনা সুর।
    সারা রাত আকাশে
    চাঁদনী বানভাসি,
    মন হারিয়ে তোমারই
    কাছে ফিরে আসি।
    তবু কেন ডাকো
    বাঁশিতে ঐ সুরে
    জানো নাকি হৃদয়
    যাচ্ছে জ্বলে পুড়ে।
    কে বাজায় বাঁশিতে
    মাঝরাতে চেনা সুর।
    কুয়াশারই চাদর
    জড়িয়ে সারা গায়,
    দাঁড়ালে যে তুমি
    রাত হয়ে আঙ্গিনায়।
    ঐ বাঁশির সুরে আজ
    ভেঙ্গে যায় সব বারণ
    উতলা হলো মন
    জানিনা কি কারণ?
    কে বাজায় বাঁশিতে
    মাঝরাতে চেনা সুর
    ঘুম ভাঙ্গায় মন দোলায়
    ডেকে যায় বহুদূর।
    কে বাজায় বাঁশিতে,
    মাঝরাতে চেনা সুর।।
    …………………………………………………………………………
    Ke bajay bashite majh rate chena sur lyrics
    Ke bajay bashite majh rate chena sur
    Ghum vangay, mon dolay,deke jay bohudur
    Ke bajay bashite majh rate chena sur.
    Sara rat akashe,chadni banvasi
    Mon hariye tomari kachhe fire asi.
    Tobu keno dako,bashite oi sure
    Jano na ki hridoy,jachchhe jole pure.
    Ke bajay bashite majh rate chena sur.
    Kuyashari chador,joriye sara gay
    Darale je tumi,rat hoye anginay.
    Oi bashir sure aj,venge jay sob baron
    Utola holo mon,jani na ki karon.
    Ke bajay bashite,majh rate chena sur
    Ghum vangay,mon dolay,deke jay bohudur
    Ke bajay bashite majh rate chena sur
    Ke bajay bashite majh rate chena sur.

    Ke Bajay Bashite Majh Rate Chena Sur
    এ্যালবাম: যদি বন্ধু হও
    কথা ও সুর: বিশ্বরুপ ঘোষ দস্তিদার
    কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী

  • আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

    আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
    Amar Shyam Jodi Hoiti Mathar Kesh
    ছায়াছবি: চন্দ্রকথা
    কথা: মরমী কবি সৈয়দ শাহনূর
    কন্ঠ: মেহের অাফরোজ শাওন/
    সুবীর নন্দী
    [আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
    [(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
    পুরাইতাম মনের খায়েশ!
    আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
    [কুন্তলে সুগন্ধি লইয়া
    কুসুম-চামেলি দিয়া গো]-২
    [আমি হইতাম দাসী ভালবাসি]-২
    চিরুনি করিতাম কেশ!
    আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
    [শ্যাম-সুন্দর যমুনার মাঝে,
    কত রঙের ঢেউ সাজে গো]-২
    [(আরে) ঢেউয়ের চোটে কুহু ওঠে]-২
    নিমেষে হয় নিরুদ্দেশ
    আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
    [সৈয়দ শাহ নূরে বলে,
    শ্যামানলে অঙ্গ জ্বলে গো]-২
    [(যদি) সেই রূপ সাপিনী হইয়া]-২
    আমারে মারিত বেশ
    [আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
    [(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
    পুরাইতাম মনের খায়েশ!
    আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!

  • কতদিনে হবে সে প্রেম সঞ্চার (আদি গান)

    কতদিনে হবে সে প্রেম সঞ্চার।
    কবে বলতে হরিনাম, শুনতে গুণগ্রাম
    অবিরাম নেত্রে রবে অশ্রুধার।

    কবে সুরসে রসিক হইবে রসনা
    জাগিতে ঘুমাতে ঘোষিবে ঘোষণা
    কবে হবে যুগল মন্ত্রে উপাসনা
    (এই) বিষয় বাসনা ঘুচিবে আমার।।

    কতদিনে হবে সর্বজীবে দয়া
    কতদিনে যাবে গর্ব-মোহ-মায়া
    কতদিনে হবে খর্ব মম কায়া
    নত হবে লতা যে প্রকার।।

    কতদিনে হবে জ্ঞানোদয় মম
    কতদিনে যাবে ক্রোধ, কাম, তমঃ
    কতদিনে হব তৃণাদির সম
    (ব্রজের) রজেতে লুণ্ঠিত হবে অনিবার।।

    আমার কবে যাবে জাতি কুলের ভরম
    কবে যাবে আমার ভরম সরম
    কতদিনে যাবে ধরম করম
    কতদিনে যাবে লোকাচার।।

    কবে পরশমণি করব পরশন
    লৌহ দেহ মম হইবে কাঞ্চন
    কতদিনে হবে কষ্ট বিমোচন
    জ্ঞানাঞ্জনে যাবে লোচন আঁধার।।

    কতদিনে শুদ্ধ হবে মম মন
    কতদিনে যাবে এ ভব ভ্রমণ
    কতদিনে যাব মধুর বৃন্দাবন
    যথা ইষ্টনিষ্ট পরিবার।।

    কতদিনে ব্রজের প্রতি কুলি কুলি
    কাঁদিয়ে বেড়াব কাঁধে লয়ে ঝুলি
    নীলকণ্ঠ কহে পিব কর তুলি
    অঞ্জলি অঞ্জলি জল যমুনার।।


    এই গানে পদকর্তার ভণিতা আছে যা কথামৃতের গানটিতে নেই।

    অত্যন্ত সুপ্রসিদ্ধ এই গানটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয়। নরেনের (স্বামী বিবেকানন্দ) কণ্ঠেও এই গান গীত হচ্ছে তা কথামৃতে দেখতে পাই। গানের গীতিকার নীলকণ্ঠ মুখোপাধ্যায় তদানীন্তন কালের খ্যাতানাম যাত্রার অধিকারী। তিনি যাত্রা লিখতেন, যাত্রার গান লিখতেন। দলবলে শ্রীরামকৃষ্ণের দর্শনাভিলাষী হয়ে দক্ষিণেশ্বরও গেছেন। বর্ধমান নিবাসী এই কবির রচনায় পাঁচালীকার দাশরথি রায়ের সুস্পষ্ঠ ছাপ রয়েছে। নীলকন্ঠ মুখোপাধ্যায়ের গান ‘কণ্ঠের পদ’ নামে সুখ্যাত ছিল।

    দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ‘বাঙ্গালার গান’ এবং ‘কৃষ্ণযাত্রা নীলকণ্ঠ মুখোপাধ্যায়’ নামক গ্রন্থে এই গানের প্রায় একই বাণী। পার্থক্য কেবল একটি শব্দে এবং তিনটি আখড়ে। গানটি কীর্তনাঙ্গের।

    কথামৃতে যে গানটি আছে তা এই গানেরই অপভ্রংশ। সেই অপভ্রংশটি কবিত্বে আদি গানটির চাইতেও নান্দনিক বটে। তবে কিভাবে মূল গানটি বিবর্তিত হয়েছে সে ইতিহাস আমার জানা নেই। পদকর্তাও নিজে করে থাকবেন হয়ত।

    কথামৃতের সেই গানটি অনেকেই শুনেছেন। আমি আদি গানটি গাইলাম। শ্রীখোলের অভাবে যদিও একদমই মাধুর্য্যরহিত শোনাবে। তার জন্য দুঃখিত। আকারে বড় হচ্ছে দেখে লয়ও একটু বাড়িয়ে গাইলাম ফলে গানটি মিষ্টত্বও হারিয়েছে। লয় কমিয়ে, আখড় দিয়ে, আরকেটু ভাবালুতা এনে গাওয়া বাঞ্ছনীয়।

  • দরজার ওপাশে কে

    দরজার ওপাশে কে | Dorjar Opashe Ke – Muiz Mahfuz

    দরজার ওপাশে কে?
    কেন তুমি ঘোর বরষার
    বৃষ্টিতে ভিজে হও ফুল?
    আর কলংক মুছে ফেলে চাঁদ!

    খুন হয়ে যাও প্রিয় নদী
    শবদেহ ভেসে চলে যায়,
    ডুবোচরে আটকানো খেয়া,
    তাই চোখের নদীতে বাড়ে জল।

    আমারো তো প্রিয় ছিল ফুল,
    নদী-পাখি কিষানীর হাসি,
    চেনা কিশোরীর হাতে জবা।
    ভাঙা আয়নায় আকাশের ছবি।

    জানালার ওপাশের কালো
    কেন তুমি এই জোছনায়
    প্রেতেরই মতন করে হাসো?
    ভয়ের প্রদীপে জ্বালো আলো!

    খুন হয়ে যাও কুঁড়েঘর,
    বৃক্ষের চোরাকারবার।
    ফূটপাথে চকে আঁকি দেহ,
    আসবাবে পাতি কান, শুনি গান।

    তোমারোতো প্রিয় লাল ঘুড়ি,
    বাতিঘরে রাতজাগা প্যাঁচা,
    টাকমাথা কাকতাড়ুয়ার
    হাতে কাক বসে থাকে আজীবন।

    দরজার ওপাশে কে?
    কেন তুমি ঘোর বরষার
    বৃষ্টিতে ভিজে হও ফুল?
    আর কলংক মুছে ফেলে চাঁদ।

    দরজার ওপাশে কে?
    মুয়ীয মাহফুজ

    দরজার ওপাশে কে | Dorjar Opashe Ke – Muiz Mahfuz

  • অধরা জোছনা

    CHAR DEYAL | ODHORA JOCHONA (অধরা জোছনা) [Official Music Video]

    Lyrics:
    নিভু নিভু আলোতে, নিভু নিভু জোছনায় তোমার ঐ আলতো হাতের স্পর্শে আমি পালাই…..
    ছোট ছোট সন্ধ্যে বিকেলে, নতুবা স্বপ্নের মাঝে তোমার ঐ অট্টহাসি আমায় ভাবায় …..

    প্রহর শেষে তোমার দেখা, ক্লান্ত আমি দাঁড়িয়ে একা. শত প্রশ্নের মাঝেও তোমার অপলক চেয়ে থাকা…

    কখনো কি জানতে চেয়েছো আমার মনের ছায়ার কান্না, সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই তুমি কি তা জানোনা…….

    আধো আধো আলোতে, আমার ভাবনায় তোমার ঐ ঠুনক হাসির মায়ায় আমি জড়াই….. ছোট ছোট ভুলের ভীড়ে অযথা দূরত্ব বাড়ে তোমার ঐ ঠুনকো হাসির মায়ায় আমি পালাই……..

    কখনো কি জানতে চেয়েছো আমার মনের ছায়ার কান্না, সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই তুমি কি তা জানোনা…….

    ODHORA JOCHONA
    REPUBLIC OF CHAR DEYAL.

    The official video of ODHORA JOCHONA is our first single release, REPUBLIC OF CHAR DEYAL.

    Song – ODHORA JOCHONA

    Words – Muaz Shahriar
    Composer – Taief Bin Shawket
    Music – CHAR DEYAL
    Recording Studio – NOiZEMiNE
    Recordist – Shafiqul Islam
    Mix & Mastered by – Shafiqul Islam

    This cinematography is produced by CHAR DEYAL .
    Cinematographer -NH Fahim @nhfahim2142
    Director – Taief Bin Shawket

    CHAR DEYAL is –
    Vocal – Muaz Shahriar
    Guitar & Vocal – Rafiul Islam Joy
    Guitar – Abeedur Tonoy
    Bass – Tonmoy Shikder
    Drums – Taief Bin Shawket
    Official Photographer – NH Fahim

    Cast – Maria Emshita & MD Masum Billah

    CHAR DEYAL | ODHORA JOCHONA (অধরা জোছনা) [Official Music Video]

  • পরিযায়ী পাখি

    Porijayee Pakhi | Taalpatar Shepai | Official Music Video

    কোলআঁচলে শুয়ে স্মৃতি,
    বালিঘড়ি কিনছে সময়…
    ভালো আছি বিজ্ঞাপনে
    মুখচোরা যন্ত্রণারাই…

    ভরাডুবি তাই ফেরা…
    স্বার্থপর সময়েরা!
    পাল্টায়না কোনও কিছুই,
    চোখে লেগে আলেয়ারা…

    থামা নেই…
    থামা নেই…
    কোন কৌটোতে অতীতকে রাখি!
    এ আবর্তে
    মুহূর্তরা
    সময়ের ঝিলে পরিযায়ী পাখি…

    ঈশাণের মতো শুধু মেঘ জমে মনে
    আর দু’চোখে শ্রাবণ আসে ব্যথায়…
    কত চেনা মুখ হারিয়েছে অকপটে
    শুধু ভুলবোঝাবুঝি মিশে কথায়!

    ফিরে যাওয়া আকুতিরা নিথর।
    ছেঁড়া হিসেবের ধারাপাত!
    কীভাবে গুনবো আজ,কত কে হারিয়ে গেছে
    জলেরা শিখেছে আঘাত…

    সে জলে কূল ভেঙে কাঁদে নদী
    সুখ উদ্বাস্তুর মতো যদি…
    তার খেলাঘর নিপুণ এক ফাঁকি!

    থামা নেই…
    থামা নেই…
    কোন কৌটোতে অতীতকে রাখি!

    এ আবর্তে
    মুহূর্তরা
    সময়ের ঝিলে পরিযায়ী পাখি…

    taalpatar shepai

    Song- Porijayee Pakhi
    Lyrics- Kritee Roy
    Vocals/Compostion/Programming/Orchestration- Pritam Das
    Guitars,Bass-Suman Ghosh
    Drums- Ahijit Ghosh
    Arrangement- Taalpatar Shepai and KS Abhishek
    Recordist- Saibal Karmakar
    Mixing- Suman Ghosh,KS Abhishek,Pritam Das
    Mastering- KS Abhishek
    Video Concept- Ranadeep Naskar ,Taalpatar Shepai
    Shot and Directed – Pritam Das
    Video Editing- Suman Ghosh
    Color Grading- Pritam Das
    Album Art- Sagnik Sen Roy
    Thumbnail Design- Premangshu Sarkar
    Special Thanks to Deep Bhattacharya,Biswajyoti Chakraborty,Arghya Das

  • আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে

    আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
    (বব ডিলানের ‘Blowin’ in The Wind’ অবলম্বনে)
    রচনাঃ সুদীপ্ত চক্রবর্তী
    সুর ও কন্ঠঃ তাপস মৌলিক

    আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে

    আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
    আর কতগুলি অকূল জলধি
    ক্লান্ত ডানায় পার হয় যদি
    শান্তির পারাবত বিশ্রাম বালুকাবেলায় পাবে

    আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
    আর কতবার গর্জালে পর
    থামবে যে ওই কামানের স্বর
    চিরটা কালের জন্য যুদ্ধ অতীতে জায়গা পাবে

    ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব
    ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব

    কতকাল পরে অটল পাহাড়ে বলতে কি পারে কেউ
    আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ

    কিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে একটা কথা
    আর কতকাল বাঁচলে সইলে পাবে তারা স্বাধীনতা?

    আরও বলো দেখি আর কতবার
    ভাণ করা যায় কিছু না দেখার
    সবকিছু দেখে তবুও আমরা ঘুরিয়ে কি নেবো মাথা?

    জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনে
    জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনে

    আর কতবার উপরে তাকালে দেখব তবে আকাশ?
    আর কতগুলো কান হলে তবে
    মানুষ কাঁদছে সেটা শোনা যাবে?
    কবে হবে আর কবে কবে হবে, কবে হবে অবকাশ?

    উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাও
    উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাও

    কত মানুষকে মরতেই হবে আরও?
    আর কতকাল হলে যে বিগত
    অনেক মানুষ হয়েছে নিহত
    সেই সত্যটা আমরা তোমরা সকলে বুঝতে পারো?

    হাওয়ায় উড়ছে এর উত্তর আজ
    বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
    বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে
    বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
    পারো যদি তাকে চিনে নাও, সব জানতে পারবে তবে

    আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে!

  • আমি তোমার পিছু ছাড়ব না

    হতে পারে কোনো রাস্তায়
    কোনো hood তোলা এক রিকশায়
    আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না
    রোদে পোড়া এ রোমিও চেহারা
    তুমি বুঝলে না আমার ইশারা
    মন বলে যদি থামতে, তুমি থামলে না
    তোমার জুলিয়েট হাসি হেসে
    যদি ডাকতে ভালোবেসে
    আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না
    আমার জড়সড় এই শরীরে
    তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে
    প্রেম নাকি পাগলামি, বলতে পারব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    তোমার পিছু ছাড়ব না
    কোনো কাক ডাকা এক সকালে
    তুমি বারান্দা এসে দাঁড়ালে
    আমি ছিদ্র খুঁজছি দেয়ালে
    তোমায় দেখব বলে
    তুমি অদ্ভুত এক খেয়ালে
    গাঢ় লাল টিপ দেখি কপালে
    হঠাৎ আমার দিকে তাকালে
    আজ আমি ভয় পেলাম না
    তোমার জুলিয়েট হাসি হেসে
    যদি ডাকতে ভালোবেসে
    আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না
    আমার জড়সড় এই শরীরে
    তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে
    প্রেম নাকি পাগলামি, বলতে পারব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    তোমার পিছু ছাড়ব না
    নামি চলো আজ পথে
    হাত রাখো এই হাতে
    দু’জনে চলো যাই বহুদূর
    আমার গিটারের সুরে
    দোলা লাগে তোমার নূপুরে
    উত্তাল ঢেউ তোলে, দোলে হৃদয়-সমুদ্দুর
    তোমার জুলিয়েট হাসি হেসে
    ডাকো একবার ভালোবেসে
    আমি তোমার চোখে তাকাব, পলক পড়বে না
    আজ আমার প্রেমিক শরীরে
    তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে
    প্রেম আর পাগলামি, তাকে লুকাব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি তোমার পিছু ছাড়ব না
    তোমার পিছু ছাড়ব না

    hote pare kono rastay lyrics

    tomar pichu charbo na lyrics

  • জয় জয় নবজাত বাংলাদেশ

    জয় জয় নবজাত বাংলাদেশ,
    জয় জয় মুক্তিবাহিনী
    ভারতীয় সৈন্যের সাথে রচিলে
    মৈত্রীর কাহিনী।।

    ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা,
    বিভেদগামী শক্তির বদলে
    গঙ্গা পদ্মার একতা,
    বিশাল ভলগা, গঙ্গা-পদ্মার
    পাড় ভেঙ্গে এক হল পানি।।

    সামন্ততন্ত্রের বিপরীতে, এক নতুন প্রজাতন্ত্র,
    সমরতন্ত্রের বিপরীতে,
    এক অভিনব সমাজতন্ত্র,
    স্থাপনা করে রক্তে লিখিলে
    শেখ মুজিবরের বাণী।।

    কথা: ভুপেন হাজারিকা
    সুর: ভুপেন হাজারিকা

    জয় জয় নবজাত বাংলাদেশ | Joi Joi Nobojato Bangladesh

  • এক ফুলে চার রঙ ধরেছে

    এক ফুলে চার রঙ ধরেছে।

    সে ফুলে ভাব নগরে
    কি শোভা করেছে।।

    কারণবারির মধ্যে সে ফুল
    ভেসে বেড়ায় একুল ওকূল।
    শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
    সে ফুলের মধুর আশে ঘুরতেছে।।

    মূল ছাড়া সে ফুলের লতা
    ডাল ছাড়া তার আছে পাতা।

    এ বড় অকৈতব কথা
    ফুলের ভাব কই কার কাছে।।

    ডুবে দেখ মন দেল-দরিয়ায়
    যে ফুলে নবির জন্ম হয়।
    সে ফুল তো সামান্য ফুল নয়
    লালন কয় যার মূল নাই দেশে।।

    ek fhule char rong dhoreche lyrics

  • হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ

    হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
    চিত্তের অবসাদ দূর কর কর দূর
    ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।।

    ধনুকে টঙ্কার হানো হানো,
    গীতার মন্ত্রে জীবন দানো;
    ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।।

    মৃত্যু জীবনের শেষ নহে নহে –

    শোনাও শোনাও – অনন্ত কাল ধরি’
    অনন্ত জীবন প্রবাহ বহে।

    দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চল
    ছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল;
    বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।।

    Parthasarathi Bajao Bajao lyrics

    Parthasarathi Bajao Bajao · Nazrul Geeti | Anuradha Paudwal

    Chaitali Chandini Ratey