Tag: lyrical

  • অবুঝ এ মন বোঝে না বারণ

    Lyrics :

    অবুঝ এ মন বোঝে না বারণ
    করে উচাটন সারাক্ষণ
    বিনিময়ে তোকে চাওয়া
    ফিরে পাওয়ার আবেদন
    মন বোঝে না মন শোনে না
    কারে বলি এ মনের কথা
    মন বোঝে না মন সহে না
    কারে বলি এ ব্যাকুলতা
    ও মন রে
    কথা দেওয়া ছিল
    তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী
    কী করে তা ভুলি তুই তো জানিস
    তুই আমার‌ই সব‌ই
    জেনে রাখিস মরণেও আমার হয়ে তুই থাকবি অন্তরে
    হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুড়ে
    ও মন রে
    মন বোঝে না মন শোনে না
    কারে বলি এ মনের কথা
    মন বোঝে না মন সহে না
    কারে বলি এ ব্যাকুলতা
    ও মন রে…

    Credits :

    Song : O Mon Re Lyric
    Featuring : Yash and Madhumita
    Singer, Lyrics, Tune : Tanveer Evan
    Music : Piran Khan
    Guitar : Amrick Rick
    Mastered by : Subhadeep Mitra
    Director : Baba Yadav
    DoP : Soumik Halder

    O Mon Re lyric (ও মন রে)| SVF | Yash & Madhumita | Tanveer Evan | Piran Khan | Baba Yadav | SVF Music

  • আগুন আলোয়, পুড়িয়ে সময় গোধূলি রং, মাখিয়ে ধুলোয়

    Sekhaney Lyrics (সেখানে) Rishi Panda Bengali Song

    Sekhaney Song Lyrics In Bengali :
    আগুন আলোয়, পুড়িয়ে সময়
    গোধূলি রং, মাখিয়ে ধুলোয়
    আমি দাঁড়িয়ে যেখানে
    তোমায় গান শোনাতাম,
    শুধু দাঁড়িয়ে যেখানে
    তোমায় গান শোনাতাম।

    ছোঁয়ায় সেই হাত, চেনা রাস্তায়
    লুকিয়ে বলা, আগোছালো ভয়
    ফুরানো গানে, বন্দী চেনা নাম।
    হাত বাড়িয়ে সেখানে
    ধুলো রং চেনাতাম,
    আর দাঁড়িয়ে সেখানে
    তোমায় গান শোনাতাম।

    ক্লান্ত বিকেল, বোবা জলসায়
    অকাল সন্ধ্যা, দেয়াল ভরায়
    শুকোনো মেঘের, সঙ্গী ছেঁড়া খাম
    সুর হারিয়ে সেখানে
    অভিমান জমাতাম,
    আর দাঁড়িয়ে সেখানে
    তোমায় গান শোনাতাম।

    সেখানে লিরিক্স – ঋষি পন্ডা :
    Agun aaloy puriye somoy
    Godhuli rong makhiye dhuloy
    Ami dariye jekhane
    TOmay gaan shonatam
    Shudhu dariye jekhane
    TOmay gaan shonatam
    Choway sei haat chena rastay
    Lukiye bola ogochalo bhoy
    Furano gaane bondi chena naam
    Haat bariye sekhane
    Dhulo rong chenatam
    Aar dariye sekhane
    Tomar gan shonatam

    Sekhaney Lyrics by Rishi Panda :
    Sekhaney Song Is Sung by Rishi Panda And Song Lyrics In Bengali Written by Shankhadip Paria.

    Song : Sekhaney
    Vocal & Music : Rishi Panda
    Lyrics : Shankhadip Paria
    Illustration & Animation : Rishi Panda

  • খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পানসিতে

    Khuje Paoa Ek Sheete ( খুঁজে পাওয়া এক শীতে ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep | Koustabh

    খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পানসিতে
    লেখা রাত পার্সিতে
    তোমার গায়।

    ঘুম ভাঙা আলপিনে নাবালক রাতদিনে
    দেখারা তোমায় চিনে
    পথ হারায়।

    মেখেছে আলোর রেখা রূপোলি হিজল শাখা
    নিকোনো উঠোন ফাঁকা
    হিম ঘনায়।

    অচেনা বিদেশী হাওয়া জোনাকি ফেরত পাওয়া
    তোমারই নামের ছায়া
    ঘুম পাড়ায়।

    যেটুকু প্রহর বাকী সুপটু হাতের ফাঁকি
    কিছুটা সময় আঁকি
    জামার গায়।

    সে জামা হলুদ ভোরে তোমারি কপোল জুড়ে
    ঠোঁটের অনতিদূরে
    রোদ পোহায়।

    Khuje Paoa Ek Sheete ( খুঁজে পাওয়া এক শীতে ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep | Koustabh

    Paintings : Koustabh Chakrabarty (Kosha)

    Vocal & Composition : Tamalika Golder

    Lyrics : Arghyadip Roy

    Music Arrangement : Tamalika & Debdeep

    Guitar, Guitalele, Keyboard, Esraj & Music Production : Debdeep Banik

  • বোকার মতো

    Bokar Moto Gaan – Debdeep | Dipabali 2019 | New Release

    বোকার মতো তাকায় খালি আকাশপাতাল ভাবে,
    তোমার পায়ের আওয়াজ পেলেই বুকের ভেতরটা চমকাবে,
    তোমার ছায়া পড়লে জলে গভীরে তলাবে,
    নিজের মনের কথা তোমায় দিয়েই বলাবে,
    হোক না লোহার দরজা, মোমের মতোই গলাবে।।

    সারারাত গুনছে তারা ঘুমোয়নি সে বোকার মতো,
    যতটা ঝুঁকলে বিপদ সে কার্নিশে বোকার মতো,
    হাওয়াতে উড়ছে পালক, নিচ্ছে পিছু বোকার মতো,
    আসলে বলার কথা অন্য কিছু বোকার মতো,
    ঝড় উঠেছে এমন, পাতা এমনিই ওল্টাবে।।

    আছাড় খেল এমন ও তার হাতের তালু নীল,
    সূচের খবর রাখতে গেছে বিটলে চালুনি,
    দিন কেটে যায় কিচ্ছুতে রা কাটে না উনি,
    কেন জামের কষে গা ঘষে রামধনুর বেগুনি?

    দেখলে আগুন লালটুকু চায় বোকার মতো,
    বেপাড়ায় ঢুকলে তাকে ফালতু খোঁচায় বোকার মতো,
    তোমাকেই স্বপ্ন দেখে বেশ চলে যায় বোকার মতো,
    ও যাকে দেখলে তোমার গা জ্বলে যায় বোকার মতো,
    হোক না ঢালু, এ জল এখন উল্টোই গড়াবে।।

    পাঞ্জা লড়ে যাচ্ছে হেরে কব্জিতে যা জোর,
    দশটা চিঠি পাঠিয়েছিল পায়নি তো উত্তর,
    পলক ফেলছে না তো দু’চোখ জুড়ে লেগেই আছে ঘোর,
    একটি টিনের কৌটোতে ও জমাচ্ছে হুল্লোড়।

    ভাসানের অস্ত্র তুলে আনছে যারা বোকার মতো,
    দড়িটা রথের কেন টানছে এমন বোকার মতো,
    নেশাতে রাস্তা বাড়ি টলছে টলুক বোকার মতো,
    এ হাতে লম্ফটুকু জ্বলছে জ্বলুক বোকার মতো,
    নাহয় মস্তিতে একদিন দুটো পটকাই ফাটাবে।।

    বোকার মতো তাকায় খালি আকাশপাতাল ভাবে,
    যে পড়েছে ফাঁদে সে তো এমনিই পস্তাবে,
    একলা এসেছিলে তুমি একলাই তো যাবে।
    রইল যারা, বোকার মতো বেলুন ফোলাবে।।

    Bokar Moto Gaan – Debdeep | Dipabali 2019 |

  • স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি

    স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি

    স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি

    মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি

    সব দিয়ে তবু কেড়ে নেয়ার, খেলাটা খেলি

    চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো

    সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো

    চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন

    তোমার কাছে কান্না আমার, অরণ্যে রদ

    হয়তো আমার কথাগুলো, দাম দেবেনা তুমি

    বুঝবেনা কেউ জানবে না কেউ, এমনটাইতো আমি

    ফুঁড়িয়ে গেলো লেখার পাতা, লেখার জন্য কালি

    অভিমানটা আমারই থাক, তাতো তুমি কবি।

    একলা আমি কে বলেছে, দুঃখ আমার কি?

    দুঃখের সাথে বন্ধুত্বটা কবে করেছি।

    চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো

    সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো।

    Shotto mithey ( সত্য মিথ্যে ) lyrics || Level five ||

    Song: Shotto Mithey
    Vocal: Ishmam Rashid
    Band: Level Five
    Lyrics: Anik Sen

  • তুমি আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ

    তুমি আমি আর

    ক্ষয়ে যাওয়া চাঁদ

    সময় এটা

    ভীরু নিষ্পাপ

    একদিকে কুয়াশা আর

    একদিকে জোৎস্না

    তাই তুমি যে

    কিছু বঝোনা

    এইসব হইচই ফেলে

    চলো চলে যাই

    গুনগুন গানের দেশে

    চলো নেমে যাই

    কৃষ্ণচূড়ার বনে

    শীতের গায়ে গরম আদর

    মনের দোকান দ্বারে

    বিভোর মনে তোমায় আমি

    ডেকেছি বারেবার

    তাইতো তুমি শুনছো

    এখন

    আমার এই গান

    Level Five

    Khoye Jawa Chaad Song Lyrics in Bengali:

    Song: Khoye Jawa Chaad
    Band: Level Five
    Lyrics: Shajidul Karim Dipu
    Produced By Razin Halim and Yaber Hasan
    Drums Recorded at Studio Baksho
    Mix and Mastered by Rakat Zami (The Forge)

  • শুভ্র প্রভাত, হাঁটছি একা

    শুভ্র প্রভাত, হাঁটছি একা।

    স্মৃতির পথে, হারিয়ে একা।

    মৃদু বাতাসে, যেন করছে খেলা-

    স্মৃতির পাতায় যেন পড়ছে ধুলো,

    দেয়ালে রাখা প্রাণহীন ছবিগুলো

    আলোর খেলা।।

    এবার এলো সূর্য উদয়ের পালা।

    মুচকি হাসি, একটু বাঁকা।

    ফুরিয়ে এলো স্বপ্নের পাতা।

    বাকি আর একটি পাতা।

    শুভ্র প্রভাত লিরিক্স- level five:
    Shuvro Hatchi Eka

    Smritir Pothe, Hariye Eka

    Meedu Batashe, jeno Korche Khela

    Smritir Patay Jeno Porche Dhulo,

    Deyale Rakha Pranheen Chobighulo

    Alor Khela

    Ebar Elo Surjo udhoyer pala

    Mucki hashi ektu bakha

    Furiye elo shopner pata.

    Baki ar ekti pata

    Shuvro Probhat ( শুভ্র প্রভাত ) song lyrics In Bengali:

    Song: Shuvro Probhat ( শুভ্র প্রভাত )

    Band: Level Five

    Lyrics: Ehsan Kaizer

  • কয়েক কাঠি ধোঁয়া মেখে গাছের ছায়ায় নামলে বিকেল

    Ashtray Song lyrics,By Raihan Rahee in Bengali:

    কয়েক কাঠি ধোঁয়া মেখে

    গাছের ছায়ায় নামলে বিকেল

    ভালোবাসা ছিঁড়ে ছিঁড়ে খাবো

    তোর নীল ব্যাগে স্বরলিপি

    বাতিল অঙ্কে মদের ছিপি

    নেশার ঘরে রাত কাটাতে যাবো

    এই প্যাকেট মুড়িয়ে রাখা ফার্স্ট হ্যান্ড ভালোবাসা

    দশ কিলো হেঁটে এসে বুঝি কিছু ভাসা ভাসা

    শতভাগ বুঝে ওঠা হলোনা…

    তোকে কষ্ট দিতে চাইনি চাইনি বলে

    যা চেয়েছি তা-ই কি পাইনি

    আমি সুখ গুলো রাতে সতর্কতা সাথে

    অ্যাশট্রেতে গুঁজে রাখি

    তোকে কষ্ট দিতে চাইনি চাইনি বলে

    যা চেয়েছি তা-ই কি পাইনি

    আমি স্মৃতি গুলো দিনে রোদের আলপিনে

    কর্পূরে গেঁথে রাখি

    তোর চেহারায় খুনীর মুখোশ

    একটু দাঁড়া করছি আপস

    যৌথ চাষে রাত্রির শীত পোড়াবো

    সন্ধ্যা বেলা সূর্য মরে

    আকাশ ভাসে ভাটির চরে

    জোনাক আলোয় ছোঁয়াচে প্রেম ছড়াবো

    এই গলাকাটা দাম চাওয়া ব্র্যান্ডনিউ ভালোবাসা

    দশ কিলো হেঁটে এসে বুঝি কিছু ভাসা ভাসা

    শতভাগ বুঝে ওঠা হলোনা…

    Raihan rahee

  • তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা

    Moho Song lyrics in Bengali:

    তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা

    আমার শেষ বিকেলের ধোঁকা

    কোন রোদেলা দূপুরে, তোমায় ফিরে পাবো বলে

    অর্থহীন খোঁজা

    আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী

    আকাশ ভরা তারা

    যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে

    এ পথের শেষ কোথা?

    ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া

    তুমি ভাসাও সুরের ভেলা

    তবু কাঁদো কেন বসে, একা নির্জনে

    ভুলে যাও তুমি বাস্তবতা?

    আমি পাইনি তোমার ছোঁয়া, শিশির মাখানো ধোঁয়া

    জলের নিস্তব্ধতা

    আজও চাঁদ ডুবে গেলে, তোমায় মনে পড়ে

    সঙ্গী মোর নিঃসঙ্গতা

    কখন থামবে, কোলাহল জানিনা

    সময় কাঁদে বন্দী হয়ে

    বুকের পাঁজরে, জমাট বেদনায়

    আলোর মশাল জ্বালি নীরবে ।

    তুমি আবার আসবে কখন কোথায়?

    গুনবে তারা আমার সাথে

    বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে

    গাইবে তুমি বৃষ্টির সুরে

    আমি আঁকিনি তোমার ছবি ।।

    দেখিনি স্রোতের নদী ।।

    পাইনি তোমার ছোঁয়া ।।

    শিশির মাখানো ধোঁয়া …

    আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী

    আকাশ ভরা তারা

    যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে

    এ পথের শেষ কোথা?…..

    Song: Moho ( মোহ )
    Band: Aftermath || Moho Song By Aftermath :

  • পিরিতি নয় আমার কাজ

    Piriti Noy Amar Kaj ( পিরিতি নয় আমার কাজ ) lyrics || Ganpoka ||

    পিরিতি নয় আমার কাজ(২)

    পিরিতি নয়

    আমার,আমার (২)

    আমার কাজ।

    শেকড় পুঁতা পথের বায়ে(২)

    জগৎ বাঁধা তোমার তোমার পায়ে

    শেকড় পুঁতা পথের বায়ে

    জগৎ বাঁধা তোমার তোমার পায়ে

    সাগর তোমার, পাহাড় তোমার

    আমার মাথায় পরে বাজ

    সাগর তোমার, পাহাড় তোমার

    আমার মাথায় পরে বাজ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ

    খাল ছাড়াইয়া অঙ্গরসে

    ক্ষত লইয়া দাড়াও এসে(২)

    পাতা ঝরে তোমার বেশে

    ক্ষত লইয়া দাড়াও এসে

    পাতা ঝরে তোমার বেশে

    রোগের জ্বালা দিয়া আমায়

    দেখাও মহা রোগীর সাজ

    রোগের জ্বালা দিয়া আমায়

    দেখাও মহা রোগীর সাজ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ

    খাল ছাড়াইয়া অঙ্গরসে

    সেবা দিলাম ভালোবেসে

    খাল ছাড়াইয়া অঙ্গরসে

    সেবা দিলাম ভালোবেসে

    সে আমারে বলছে পাগল (২)

    খাল ছাড়া এক বাবলাগাছ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ

    সারাদেহে কাটা লইয়া

    পিরিতি নয় আমার কাজ(৩)

    পিরিতি নয়

    আমার,আমার (২)

    আমার কাজ।

    পিরিতি নয় আমার কাজ(২)

    পিরিতি নয়

    আমার,আমার (২)

    আমার কাজ।

    পিরিতি নয় আমার কাজ(২)

    পিরিতি নয়

    আমার,আমার (২)

    আমার

    আমার কাজ।

    Ganpoka Piriti Noy Amar Kaj ( পিরিতি নয় আমার কাজ ) lyrics || Ganpoka ||

  • এমন যদি হতো আমি একটা পাখি !

    এমন যদি হতো- আমি একটা পাখি !
    পাখির চোখে দেখি– আকাশ-মাঠ
    আধাঁর কেটে ভোর
    সূর্য উঠে রাঙা–
    বন্ধু, আমি পাখি হলেও
    আমার একটা ডানা ভাঙ্গা ॥ …আহারে-

    স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়
    এক জীবনে-কি আর এমন হয় ! …আহারে-

    আমি একটা পাখি সাদাকালোয় আঁকি-
    বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ
    খোলা হাওয়ায় উড়ে উড়ে–
    ভাসাই পালক বুক ….আহারে-
    দেখি তোমার মুখ….. আহারে-
    এমন যদি হতো- আমি একটা পাখি !

    ডানা ভাঙ্গা পাখির গান_Dana Vanga Pakhi’r gaan_Joler Gaan_জলের গান_Noyon Joler Gaan_নয়ন জলের গান lyric

  • রজনী হইসনা অবসান

    রজনী হইসনা অবসান
    আজ নিশিতে আসতে পারে
    বন্ধু কালাচাঁন।
    কত নিশি পোহাইলো
    মনের আশা মনে রইলোরে
    কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
    আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
    বাসর সাজাই আসার আশে
    আসবে বন্ধু নিশির শেষে
    দারূন পিরিতের বিষে ধরিল উজান।
    আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
    মেঘে ঢাকা আঁধার রাতে
    কেমনে থাকি একা ঘরে
    সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
    আজ নিশিতে আসতে বন্দু কালাচঁন।

    ROJONI Lyric  BARI SIDDIQUI rojoni hoisna obosan lyrics