পিলসুজ -শঙ্খ ঘোষ

সান্ধ্য-শহর এ কোন্ প্রান্তে নির্জন নীড় বাধে কৌশলে ! ঢেলেছি আমার মুখখানি তার দুঃখের কুন্তলে পলে পলেহায় রে তিমির অন্ধ !অন্ধ তিমির এ কী বিচিত্র কোরকে কোরকে ঢেকেছে সবুজ- এলোমেলো দূর একখানি কালো আকাশের মালা ঢালা ঘাসে ঘাসে হায় রে তিমির অন্ধ !ঘরে ঘরে ঘন নিবিড় গহন কুস্তলে ঢেকে ক্লান্তিমোহন লাবণ্যভাঙা মুখ—তুমি প্রেয়সীর মতো ব্যথা […]

হিমানী -শঙ্খ ঘোষ

আমার হিমগৃহ হিমের কুগুল ছড়িয়ে চুপচাপ বলবে ইতিহাস, আমার ভয় সেই বেদনাকেই । শীতের বলিমুখ অন্ধ এ বাতাস। জীবন অভিশাপ : প্রেমের অবসানে আমার ভয় সেই বেদনাকেই ।তুমি তো বিস্তার ক’রেও যেতে পারো প্রদীপ টিমটিম প্রেমের ছায়া-হরা বছর কেটে যায় উদার নিঃসীম । তুমি তো বিস্তার ক’রেও যেতে পারো তোমার সিঁ থিমূলে অরুণ আশাটিকে নতুন […]

আকাঙ্ক্ষার ঝড় -শঙ্খ ঘোষ

এপার-ওপার-করা নিঃঝুম নির্জনতায়তুমি তুলে ধরো তোমারঅন্ধকার সন্ধ্যার অজস্র নিঃসঙ্গ হাওয়ায় মেঘের মতো ঠাণ্ডা, চাদের মতো বিবর্ণ প্রকাও আকাশের দিকে।শাদা পাণ্ডুর মুখদূর দেশ থেকে আমি কেঁপে উঠছিআকাঙ্ক্ষার অসহ্য আক্ষেপে—তোমার মুখের শাদা পাথর ঘিরে কাপছেআর্তনাদের প্রার্থনার অস্ত্র আঙুলের মতো ক্ষীণ গুচ্ছ চূর্ণ কেশদাম “অন্ধকার হাওয়ায়মেঘে মেঘে আকাশের ভারি কোন পুঞ্জ হয়ে ওঠে, তারই মধ্যে ইচ্ছের বিদ্যুৎ ঝিলকিয়ে […]

দিনগুলি রাতগুলি ।। শঙ্খ ঘোষ

[ ইভাকে ]৭ জানুয়ারি। রাত্রিহে আমার সুনিবিড় তমস্বিনী ঘনভার রাত্রি, আমাকে হানে।।ঐ তার আলুলায়িত বেদনার কালো, তারই চুপে দীর্ঘকাল এ আমার স্নান, বন্ধমোহ গতশ্বাস আলুথালু বাঁচা-কী লাভ কী লাভ তাকে অবিশ্রাম ক্লীবত্বের জালাময় দৈন্যে পুঞ্জ ক’রে ? কিংবা তাকে মহরের শিখরে ছুটিয়ে নিয়ে অবশেষে নির্বাধ প্রপাতে অন্তহীন অন্তহীন অন্ধকারে বিসর্জন করেকী লাভ কী লাভ?তাইএমন আকাশ […]

অবগুন্ঠিতা – দিনগুলি রাতগুলি || শঙ্খ ঘোষ

রাত্রির জীবন আমি নৈঃশব্দ্যের নিভৃত কান্নায় ভ’রে দিই। রাত্রি তুলে ধরে তার দ্বিপ্রহর মুখ— সে মুখে বিষণ্ণ ব্যথা বলিরেখা আঁকে অহরহ। আমারই চেতনা তার উচ্চকিত প্রচণ্ড বন্যায় ভেঙে যায়, রাত্রি বলে চুপি চুপি, ঝরুক ঝরুক, তোমার হৃদয় ঝ’রে প’ড়ে যাক মৃত্যুর অসহ নগ্ন বুকে । রাত্রির ললিত দেহ ভ’রে দি কান্নায় । পৃথিবী তোমাকে আমি […]