Sei Tumi Lyrics (সেই তুমি) Ayub Bacchu

	
	

























































			
			











তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

Sei Tumi Lyrics (সেই তুমি) Ayub Bacchu

সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে,
চল বদলে যাই।।
তুমি কেন বোঝো না?
তোমাকে ছাড়া আমি অসহায়।।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়।।
কত রাত আমি কেদেছি,
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূন্যতায় ডুবে গেছি আমি,
আমাকে তুমি ফিরিয়ে…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply