Ambition is like love, impatient both of delays and rivals.

— Buddha

Prothom Dekhate Lyrics| প্রথম দেখাতে | Keshab Dey | Bengali Sad Song | Ft. Puja | 2021

প্রথম দেখাতে, প্রথম ছোঁয়াতে
কেড়ে নিলে আমার এ মন,
প্রথম হাসিতে, ভালোবাসাতে
সাজিয়ে দিলে আমার এ জীবন।

কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও..
রারা রারা রা ..

আবেগের আদরে তোমায় ছুঁলাম
মনেরই গভীরে তোমায় পেলাম,
না বলা কথাতে বুঝে নিলাম
আমারই সবটুকু তোমায় দিলাম।

কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও..
রারা রারা রা ..

হাজার রাগ অভিমান সত্ত্বেও
আবদার গুলো বারবার
তোর কাছেই ছুটে আসে,
কি করে ভুলে থাকবো বল?
এই আমিটা যে তোকে বড্ড ভালোবাসে।

Lyrics –
prothom dekhate, prothom chowate
kere nile amar e mon
prothom hasite, bhalobasha te
sajiye dile amar e jibon
kichu chaowate, tomar chowate
pureche e mon, bujhini tokhon.
rara rara rara

abege adore tomay chulam
moneri gobhire tomay pelam
na bola kotha te bujhe nilam
amari sob tuku tomay dilam
kichu chaowate, tomar chowate
pureche e mon, bujhini tokhon.
ra ra ra ra…….

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply