স্বপ্নে মরা রঙীন পথে
নাম না জানা ঠিকানা,
আলতো করে সাত সুরে
তোর হাতটা ছোঁয়ার বাহানা।
মন রেখেছি তোর আঁচলে
আলগা সুতো নিছক ভুল,
ঝড়ের ভীষণ দমকা হাওয়াও
স্থির রেখেছে গভীর মূল।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।
তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা,
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা।
বইবে মনে প্রেমের নদী
কান্না হাসির চাদরে,
রাখবি বুকে তুই আমাকে
আলগা হাসির আদরে।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।
তোর মন গলিটার হদিস করতে চাই লিরিক্স :
Shopne mora rongeen pothe
Naam na jana thikana
Aalto kore saat sure
Tor haat ta chowar bahana
Mon rekhechi tor achole
Aalga suto nichok bhul
Jhorer bhishon domka hawa o
Sthir rekheche gobhir mul
Tor mon golitar hodis korte chai
Jeno sei paratei hariye aram pai