You have brains in your head. You have feet in your shoes. You can steer yourself any direction you choose

— Dr. Seuss

Kobita Lyrics (কবিতা লিরিক্স)

Song: Kobita (কবিতা)
Singer: James (জেমস)
Lyrics: Torun (তরুণ)
Tune & Composition: Juwel Babu (জুয়েল বাবু)
Album: O Amar Prem (ও আমার প্রেম)
Band: Nagar Baul (নগর বাউল)
Kobita Lyrics (কবিতা লিরিক্স) In Bangla
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে,
খবর নিও না।।
কবিতা,
এই নিশাচর আমায়,
ভেবোনা সুখের মোহনা।।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন,
পদ্ম পাতার জল,
পদ্ম পাতার জল।।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে,
খবর নিও না।।
কবিতা,
এই নিশাচর আমায়,
ভেবোনা সুখের মোহনা।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply