Japan | জাপান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর














































































Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it.

Japan | জাপান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর

চাকরি পরীক্ষা প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান এর নির্দেশে ৬ আগস্ট, ১৯৪৫ সালে জাপানের হিরোশিমাতে লিটলবয় এবং ৯ আগস্ট, ১৯৪৫ সালে জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামক দুটি এটম বোমা ফেলা হয়,পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম পারমানুবিক বোমার ব্যবহার। বাংলাদেশ সবচেয়ে বেশি অনুদান পায় জাপান থেকে।
✔️জাপানের পূর্বনাম – নিপ্পন
✔️জাপানকে বলা হয়-সূর্যোদয়ের/ ভূমিকম্পের দেশ।
✔️পার্লামেন্টর নাম-National Diet
✔️জাপানের বর্তমান সম্রাট -নারুহিতো
✔️জাপানের পরবর্তী সম্রাট -আকিশিনো ফুমিহিতো( নারুহিতোর চোট ভাই)
✔️ জাপানের সম্রাটের পদবী- মিকাডো
✔️জাপানে সিংহাসনে উত্তরাধিকার হিসেবে বরণ করে নেওয়ার অনুষ্ঠানকে বলা হয়-রিক্কোশি নো রেই।
✔️বিশ্বের শীর্ষ মেগাসিটি -টোকিও
✔️জনসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর-টোকিও
✔️জাপানের সবচেয়ে বড় দ্বীপ -হনসু
✔️হোক্কাইডো, Ogasawara দ্বীপ – জাপানের।
✔️ওকিনাওয়া দ্বীপের মালিক- জাপান
✔️শান্তির সংবিধান নামে পরিচিত ছিল- জাপানের সংবিধান ( ২০১৫ সাল থেকে আর নেই)
✔️জাপাল মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমন করেন-৭ ডিসেম্বর, ১৯৪১ সালে।
✔️হিরোশিমা দিবস-৬ আগস্ট,
✔️নাগাসাকি দিবস- ৯ আগস্ট
✔️রেড আর্মি গেরিলা সংগঠনটি – জাপানের
✔️কর্ণার স্টোন অব পিস অবস্থিত – জাপানে
✔️২০৫০ সালের মধ্যে কার্বন নি: সরণের পরিমান শূন্যতে আনার লক্ষ নির্ধারণ করে- জাপান।
🟥বি :দ্র- Statute of peace অবস্থিত – সিউল,দক্ষিণ কোরিয়া ( জাপানে নয়)

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply