Category: video

video

  • যে গানের কোন নাম খুঁজে পাইনি

    Introit – Je Gaaner Kono Nam Khuje Paini | যে গানের কোন নাম খুঁজে পাইনি | Official Music Video.

    Lyric:
    ফিরে আসে সে আমার গভীরে
    প্রার্থনারই সেই আবেশ ঘিরে
    তাকিয়ে দেখি সে তো নয়
    সে তো আমার কল্পনায়

    তাকিয়ে থাকি শুধু
    পলক না পরা চোখে
    কোথায় হারিয়ে আছে সে
    শরীরটা কে আমার পাশে ফেলে

    তাকিয়ে দেখি সে তো নয়
    সে তো আমার কল্পনায়

    About the video:
    Direction, Cinematography & Edit: Jakaria hasan
    Assistant director: Sb Shuvo
    Assistant cinematographer: Uchsas khan

    Drone- Muhammad Arif
    Light- Emon Kazi
    Camera support – Ronju Sarkar
    Make up – Arif
    Location support- Hossain Suvo and Neta
    Production – Lazy Cat Films

    We truly want to express profound gratitude to all our friends, family members, seniors, juniors, working companions, nevertheless everyone (including haters!) out there, who have been with us throughout the journey!
    Do subscribe to our channel. God Bless!

  • চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি

    https://www.youtube.com/watch?v=M9IeVcDv4iM

    চান্দেও চিনে না
    সূর্যেও চিনে না
    চান্দেও চিনে না
    সূর্যেও চিনে না
    চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি
    চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি
    ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
    সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়
    ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
    সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়
    চান্দের বাত্তি দিয়া আমার যে ঘর সাজাইলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘর পোড়াইলি
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    বুইজা থাকলে চোখের পাতা ঘুম কি দেয়া যায়?
    ঘুম পাড়ানি মাসি-পিসি ঘুম যদি না দেয়
    বুইজা থাকলে চোখের পাতা ঘুম কি দেয়া যায়?
    ঘুম পাড়ানি মাসি-পিসি ঘুম যদি না দেয়
    চান্দের বাত্তি দিয়া আমায় যে ঘুম পাড়াইলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘুম ভাঙ্গাইলি
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি
    চান্দের বাত্তির কসম দিয়া ভালোবাসিলি
    সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও তো চিনে না
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও যে চিনে না
    এখন তো চান্দেও চিনে না
    আমারে সূর্যেও চিনে না
    চিনবো কেমনে যে চিনাইবো সে-ও যে চিনেনা
    এখন তো চান্দেও চিনে না

    chander batti kosom diya lyrics

  • ছায়া দেহ

    Chaya Deho (ছায়া দেহ) | Fazlur Rahman Babu | Indubaba 2 | Lyrical Video 2017

    পাথার জলে ডুইবা মইরো,
    আসমান থাইকা জমিত পইড়ো .
    পাথার জলে ডুইবা মইরো,
    আসমান থাইকা জমিত পইড়ো …
    তবু কারো প্রেমে পইড়ো না,
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    তবু কারো প্রেমে পইড়ো না,
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    প্রেমের ব্যাধি পুরান আদি,
    দেহে ছড়ায় জহর …,
    নাই ঔষধি খোঁজ যদি,
    গেরাম হইতে শহর …
    প্রেমের ব্যাধি পুরান আদি,
    দেহে ছড়ায় জহর …,
    নাই ঔষধি খোঁজ যদি,
    গেরাম হইতে শহর …
    লাল আগুনের গোলা ধইরো,
    লাল আগুনের গোলা ধইরো,
    তবু কারো প্রেমে পইড়ো না,
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি,
    দুঃখে হৃদয় কাতর,
    কেহ বধির লীলাদেবীর,
    শোকে নিথর পাথর …
    পাগল বুদ্ধি পাবে বৃদ্ধি,
    দুঃখে হৃদয় কাতর,
    কেহ বধির লীলাদেবীর,
    শোকে নিথর পাথর …
    প্রাণহারীরে সাথী কইরো,
    প্রাণহারীরে সাথী কইরো,
    তবু কারো প্রেমে পইড়ো না .
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না .
    পাথার জলে ডুইবা মইরো,
    আসমান থাইকা জমিত পইড়ো …
    তবু কারো প্রেমে পইড়ো না,
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …
    তবু কারো প্রেমে পইড়ো না,
    ছায়াদেহ মায়া কইরো না কেহ,
    ছায়াদেহ মায়া কইরো না …

    Chaya Deho lyrics (ছায়া দেহ) | Fazlur Rahman Babu | Indubaba 2 | Lyrical Video 2017

    pathar jole duiba mori lyrics viral tiktok song bangla

  • যায় পাখি উড়ে

    Jaye Pakhi Urey (যায় পাখি উড়ে ) | Romeo | Dev | Subhashree | Rana Mazumder | Jeet Gannguli | SVF

    যায় পাখি উড়ে, যায় দূরে সরে
    থাকে যে পড়ে শূন্য বাসা
    ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
    ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
    ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
    ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
    ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
    যায় পাখি উড়ে, যায় দূরে সরে
    থাকে যে পড়ে শূন্য বাসা
    এ মন ভাঙা আয়না
    এ মন জোড়া যায় না
    যে মন ভাঙা আয়না
    সে মন জোড়া যায় না
    ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
    ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
    ওহ
    ওহ
    তবু ডেকে যায়, প্রেম ডেকে যায়
    “এসো ফিরে”
    সে তো চলে যায়, ব্যথা রেখে যায়
    নষ্ট নীড়ে
    তবু ডেকে যায়, প্রেম ডেকে যায়
    “এসো ফিরে”
    সে তো চলে যায়, ব্যথা রেখে যায়
    নষ্ট নীড়ে
    আজ একা পথে ছাঁয়া চলে সাথে
    মিথ্যে করে সব স্বপ্ন আশা
    এ মন ভাঙা আয়না
    এ মন জোড়া যায় না
    যে মন ভাঙা আয়না
    সে মন জোড়া যায় না
    ফিরবে কি পাখি মনভাঙা ঘরে?
    ভাঙলো যে ঝড়ে ভালোবাসা
    কিছু অভিমান, মনভাঙা গান
    যায় না ভোলা
    তবু কাঁদে প্রাণ, চায় অবসান
    দুঃখ-জ্বালা
    কিছু অভিমান, মনভাঙা গান
    যায় না ভোলা
    তবু কাঁদে প্রাণ, চায় অবসান
    দুঃখ-জ্বালা, ও
    যে যার পথে চলে দিন-রাতে
    বুক জুড়ে থাকে ব্যথা কুয়াশা
    এ মন ভাঙা আয়না
    এ মন জোড়া যায় না
    যে মন ভাঙা আয়না
    সে মন জোড়া যায় না
    এ মন ভাঙা আয়না
    এ মন জোড়া যায় না
    যে মন ভাঙা আয়না
    সে মন জোড়া যায় না

    Jaye Pakhi Urey lyrics (যায় পাখি উড়ে ) | Romeo | Dev | Subhashree | Rana Mazumder | Jeet Gannguli | SVF

  • ধুলাবালি

    অনেক বছর আগের একটা
    বৃষ্টির দাগ ছিল
    পুরনো ক্যালেন্ডারে তুমি
    খোঁজ নিয়ে দেখো
    অনেক বছর আগের একটা
    শীতে;
    কাঁপনের ভেতরে আমারে কী
    টের পেয়েছিলে !

    রি রা রা রা রা রে
    রা রা রে রা রা রে
    রি রা রা রা রা রে
    রা রা রে রা রা রে

    অনেক বছর আগের একটা
    কফির টেবিলে
    মদের বোতলে আমারে কী
    নেশা করেছিলে
    অনেক বছর আগের একটা
    পুরনো ছবির ফ্রেমে
    ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
    আমারেই মুছে দিলে
    ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
    আমারেই মুছে দিলে
    ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে
    আমারেই মুছে দিলে

    Dhulabali lyrics (ধুলাবালি) – Ashes (Lyrical Video) | Official

  • নিজের জন্য

    Nijer Jonno ( নিজের জন্য ) – Ashes | Official Music Video

    আমি তোহ অনেকদিন আকাশের তারা গুনিনা,
    আমি তোহ এখন আর আমাকে খুঁজে পাইনা,
    আমি তোহ তোমাদের পথের কাঁটা হয়ে,
    আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।

    এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
    এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
    কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।

    আমি তোহ ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,
    পাপের বন্ধনে থাকা সরল মানুষ,
    টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন,
    দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।

    এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
    এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
    কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।

    Nijer Jonno lyrics ( নিজের জন্য ) – Ashes | Official Music Video

  • উৎসবের উৎসাহে

    Uthshober Uthsahe – ARTCELL (Lyrics Video)

    আমার অবারিত দরজা জুড়ে
    সম্ভাবনার রঙিন মলাট
    আমার শরীর ডুবে আছে
    অবিরাম মৃত উষ্ণতায়
    তুমি যে রোদ মাখবে বলে
    মেতে উঠেছো রঙের উৎসবে
    আমার বিষাদ ছায়া হয়ে
    ঢেকে দেয় তোমায়
    জানবে আমি শুধু আমি নই
    আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
    তোমাতে মিলিয়ে আমার সব সুর তোমারই সঙ্গপনে
    তোমারই অন্ধকারেযে শব্দ বয়ে চলে
    এসো কান পেতে রই নিরবে
    মনেরই ইন্দ্রজাল জুড়েযে স্বপ্ন খেলা করে
    নেব সেই সীমানায় তোমাকে
    যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
    নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
    সেইখানে তোমাকে জানাবো গোপনে
    স্বপ্ন মানে পাশে থাকা
    সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
    আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে
    আবার এসে দাড়ালে একা
    দেখবে আমার চোখে সম্ভাবনা
    জীবন জুড়ে থাকে পরাজয়
    হয়েছে ম্লান চিরকাল
    জানবে তুমি ভোর হওয়া চোখে
    যে অবিরাম স্বপ্ন দেখেছ
    আমি সেই বাস্তবতা কিংবা
    মলিন সান্তনা
    আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
    অবসাদ আশ্রয় খুঁজে মানুষের অন্ধকার ঘরে প্রতিবাদ প্রতিরোধ ভুলে আনমনে মেনে নেয় পরাজয়
    তখন ভাঙ্গতে হবে ঘোর
    হাতে রেখে হাত
    হেরে যাওয়াকে বন্দি করে রেখে
    জাগতে হবে রাত
    আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে
    বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে
    চিনিয়ে নেব পথচিনবো একে একে
    পিছু ফিরে পাই ফিরতে যদি হয়
    পাড়ি দেব পথ নিমিষে….

    Uthshober Uthsahe lyrics – ARTCELL (Lyrics Video)

  • স্পর্শের অনুভূতি

    Sporsher Onubhuti-Artcell (স্পর্শের অনুভূতি)- Lyrics Video

    আমি তার ভালোবাসায়
    জড়িয়ে ধরার গন্ধ পাই
    তার বুকের ভেতর
    সাহস হবার স্পর্শ পাই
    আমি তার স্বপ্ন দেখার শব্দ পাই

    আমি আলোর মতন
    এক প্রখর সত্য উদযাপন
    অবহেলায় হারিয়ে যাই মেঘেরই মতন
    তার চোখের শব্দ হারা বাক্যমালার
    নিরব নিথর অবয়বের শব্দ অনেক
    প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
    চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
    কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর

    তার চোখের কোনে
    জমে থাকা জলরাশির গন্ধ পাই
    তার হৃদয়ে ধীরে
    আমি আলো ছায়ার স্পর্শ পাই
    অনেক রাতের কান্নাগুলো
    নীরব হবার শব্দ পাই
    নিরব নিথর অবয়বের শব্দ অনেক
    প্রিয় মানুষ হয়ে বেচে থাকার কষ্ট
    চেনা তার সকল স্মৃতির ধারক হয়ে পাথর
    কোন ঝড়ের একা রাতে বৃষ্টি ভাঙা নিথর

    এখন শুধু স্মৃতি হয়ে বিচরণ থেমেছে
    দু’জনার এক হয়ে চলা পথের শহীদ
    তুমি জানোনা কখন বৃষ্টির শহর হাটা পথ থেমেছে
    খুঁজিনা আর কোন গান তোমার শরীরে
    শুন্যহীন আমার ভেতর অনাগত জীবন
    খোঁজে আবার নুতন
    তবুও স্মৃতির শহরে আমার নির্বাসন

    বৃষ্টির পরে রুদ্র আজ
    আমার এখন এক আহত নীল আকাশ
    তার স্বপ্ন স্রোতে ভেসে যাবে
    পুরোনো পৃথিবী… যত দীর্ঘশ্বাস
    তুমি তোমারই বিগত গান
    হাজার আলোর শহর দূরে
    স্মৃতিহীন আমি অভিমানের
    নষ্ট কোনো কষ্ট হয়ে ফুরিয়ে যাই

    আমি তার অনেক দূরে
    হারিয়ে যাবার শব্দ পাই!

    Sporsher Onubhuti lyrics – Artcell (স্পর্শের অনুভূতি)- Lyrics Video

  • দূরে দূরে

    Vibe – Dure Dure(Ure Chole)

    ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি
    অজানা এক নিরবতার সুরে
    দূরে দূরে পাখি উড়ে উড়ে
    আসে আর চলে যায়
    দূরে দূরে পাখি উড়ে উড়ে
    আসে আর চলে যায়
    বহুদিন পরে আমায় দেখে
    অচেনা সুরগুলো জেগে ওঠে
    নীরবতার সুরে মিলিয়ে যাই আমি কেন(২)
    সবুজ ঘাসের আড়ালে কুয়াশা খেলা করে
    আকাশের বুকে সুর বেজে ওঠে

    উড়ে উড়ে চলে যায়
    আমায় একা ফেলে
    আপন দেশে

    স্বপ্নের দেশে আমি হারাবো
    হারানো দিনগুলো ফিরে পাব
    আকাশনীলে গান গেয়ে যাবো আমি আমি

    তবে আমার সাথীরা
    বাস্তব জীবনের পথে
    আজ থমকে যাওয়া
    এক ব্যস্ত পথিক…

    উড়ে উড়ে চলে যায়
    আমায় একা ফেলে
    আপন দেশে…

    Vibe – Dure Dure lyrics (Ure Chole)

  • নষ্টালজিয়া

    Vibe – Nostalgia (Bangla)

    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
    কবে যাবো ফিরে
    বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
    সাতার কেটে করবো গোসল
    ঘোলা ঘোলা নীরে
    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

    বাউন্ডুলে হয়ে ঘুরতাম
    চকের থেকে বাড্ডা
    সংসদ মাঠ আর রমনা পার্কে
    দিতাম কত আড্ডা(২)
    ফুচকা পেয়াজু, ডালপুরী
    পোয়া মোয়া হায় ঝালমুড়ি
    আজও জিভে জল আসে যে
    সেসব স্মৃতি ঘিরে।
    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

    হুম…এখনোতো রোজ সকালে
    লাল সুরুজটা ওঠে
    আমরা নাই তবও সাঝে
    হাসনাহেনা ফুটে
    এখনোতো রোজ সকালে
    লাল সুরুজটা ওঠে
    আমরা নাই তবও সাঝে
    হাসনাহেনা ফুটে

    তোমরা সবাই সূর্য দেখো
    জুই কামিনীর গন্ধ শোকো(২)
    মায়ের শুধু চোখের কোন্‌টা
    ভিজে উঠে ধীরে
    কবে যাবো ফিরে , কবে যাবো ফিরে

    আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
    এই মাটির মানুষের মুখে পরাণখোলা হাসি (২)
    দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
    দিনকাটে তার অনেক দুখে তবু জড়াইয়া বুকে
    পরাণখুলে গাও দেখি ভাই
    শুনবো ধীরে ধীরে

    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
    কবে যাবো ফিরে
    বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে
    সাতার কেটে করবো গোসল
    ঘোলা ঘোলা নীরে
    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে
    কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে

    শিরোনামঃ নষ্টালজিয়া
    কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
    ব্যান্ডঃ ভাইব
    অ্যালবামঃ চেনা জগৎ

    Vibe – Nostalgia lyrics (Bangla)

  • অধরা

    Vibe – Odhora (with lyrics)

    আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
    এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ
    আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
    এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশবয়ে চলা নদীর মতো ই আমার আবেশ
    খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
    রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
    আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণেআমি দিশেহারা এক পথিক, পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই,
    সৃষ্টির প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমায়
    বিস্তৃত নীলনদ আর দিগন্তের রক্তিম আভা
    এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবাপাহাড় গড়িয়ে নেমে আসা নীড়ের মতো
    খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
    রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
    আমার প্রার্থনা……বর্ণীল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার রোদে,
    ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার ছুটি সেই স্বপ্নের খোঁজে।খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
    রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
    আমার প্রার্থনা……
    খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
    রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
    আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণে

    Vibe – Odhora lyrics

  • স্বপ্নের দৈন্য

    Shopner Doinno – Shayan

    একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত
    ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত
    কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
    বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক

    একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না
    বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না
    বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
    বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না

    একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন
    বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ
    একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি
    তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি

    হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন
    আমি সচ্ছল, তাই এঁকেছি দু’চোখে সচ্ছলতার স্বপন
    ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি
    আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী

    আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে
    পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
    আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
    কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য।।

    Song Title: Shopner Doinno lyrics
    Artist/Singer: Shayan
    Album: Shayaner Gaan

    “স্বপ্নের দৈন্য”
    কথা, সুর ও কন্ঠঃ সায়ান

  • মনে পড়ে না?

    Mone Pore Nah? – Stentorian

    সবাই চলে গেলে শুন্যতা জমে উঠে
    বুকের ভেতর বাজে কারো কারো গান
    এসব অর্থহীন স্বপ্ন মনে হয়
    কারো ফেলে যাওয়া ফুল তুলে নেই আমি

    তখন রাত্রির বুকে অন্ধকারে এক
    পরিচিত সুর ভেসে এলে
    মনে পড়ে নারে
    মনে পড়ে নারে নারে না
    মনে পড়ে না, রাত্রি নামছে ধীরে

    তারপর দীর্ঘরাত, অবশেষে ভোর
    হারানো সমুদ্রের পাড়ে নাবিকের গান
    বাতাসে কিছু সুর ভেসে আসে
    শোকে মগ্ন বুকেরই পাশে

    তখন রাত্রির বুকে অন্ধকারে এক
    পরিচিত সুর ভেসে এলে
    মনে পড়ে নারে
    মনে পড়ে নারে নারে না
    মনে পড়ে না, রাত্রি নামছে ধীরে…

    Track: Mone Pore Nah?
    Band: Stentorian
    Album: Protimuhurtey

    Mone Pore Nah lyrics – Stentorian

  • নকশীকাঁথার রাজার কন্যা

    Nakshikanthar Rajar Konna | Taalpatar Shepai | Official Music Video | Bengali Song

    নকশীকাঁথার রাজার কন্যা
    কোথায় তোমার বাড়ি?…
    যেথায় ছাদে রোদের আসমান
    মেঘের ভাড়া গাড়ি…

    পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যাই
    রূপকথাদের কাছে,
    তোমার কাছে দুঃখ ভোলাবার
    রুপোর কাঠি আছে!?

    পেঁজা তুলোর নাকছাবি আর
    জুঁই ঝরানো কেশে…
    বলো কন্যা যাবে নিয়ে
    তোমার মুলুক দেশে?…

    চার দেওয়ালের এই খেলাঘর
    খেলবো না আর একা
    দত্যি দানো পেরিয়ে গেলে ঠিক
    পাবো তোমার দেখা?…

    টিয়া রঙের পাতার ঝালর
    নদীর বুকে গয়না আলোর!
    তোমার দেশের ছবি কন্যা
    আমার দু’চোখ ভাবে….

    হীরের কুচি ঝরনা জলে
    আকাশ যেন গল্প বলে!
    তোমার দেশের ছবি কন্যা
    আমার দু’চোখ ভাবে….
    আমায় নিয়ে যাবে?….

    নকশীকাঁথার রাজার কন্যা
    কোথায় তোমার বাড়ি?…
    যেথায় ছাদে রোদের আসমান
    মেঘের ভাড়া গাড়ি…

    এই ঘেরাটোপ আলো আঁধারির
    ভাল্লাগেনা মেয়ে…
    আমার ভেতর নৌকো বেয়ে তাই
    আমায় চলো নিয়ে…
    আমায় চলো নিয়ে…
    আমায় চলো নিয়ে কন্যা…
    আমায় চলো নিয়ে…

    Lyrics- Kritee Roy
    Vocal /composer -Pritam Das
    Ukulele/mixing – Sumon Ghosh
    Cinematography – Saikat Das,Subhojit Mukherjee
    Video Editing/Vfx- Suman Ghosh
    Colour Grading/Direction – Pritam Das
    Concept- Taalpatar Shepai
    Special Thanks – Sourav paul,Saurav Sarkar

    Nakshikanthar Rajar Konna lyrics| Taalpatar Shepai | Official Music Video | Bengali Song

  • চাঁদের শহর

    Taalpatar Shepai | Chander Shohor | Official Music Video |

    যদি যাও তুমি চাঁদের শহর
    আমাকেও সাথে নিও…
    অজানার দিকে যে পথ লুকোনো
    তার চাবিটুকু খুঁজে দিও।

    থোড় বড়ি খাড়া ধারাপাতে
    প্রতিদিনই সাধারণ।
    মাঝে শুধু চা’য়ে চুমুকে
    তর্কের দাবানল।

    যদি জানো তুমি চাবির হদিস
    চলো পালাবো খুব ভোরে।
    নবাগত কোনো পথের কোলাজে
    অনাবিষ্কৃত ম্যাপ ধরে…

    বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
    দিচ্ছে করে নিলাম..
    আজ যেতে যেতে তাদেরকেই
    অপহরণে সায় দিলাম।

    চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
    পাখিদের গান গাই।
    দমবন্ধ জীবনটাকেই তুমি
    করে রেখে যেও দায়ী!

    রূটিনের নেশা কাটিয়ে দিয়ে
    তাই খুঁজি সেই মধুমাস।
    তুমি কম্পাসে চোখ রাখো আর
    আমি হবু কলম্বাস….

    যদি যাও তুমি চাঁদের শহর
    আমাকেও সাথে নিও…
    অজানার দিকে যে পথ লুকোনো
    তার চাবিটুকু খুঁজে দিও।

    থোড় বড়ি খাড়া ধারাপাতে
    প্রতিদিনই সাধারণ।
    মাঝে শুধু চা’য়ে চুমুকে
    তর্কের দাবানল।

    Taalpatar Shepai | Chander Shohor lyrics| Official Music Video |

  • ওই দূরে চলোনা নীল আকাশে

    LEVEL FIVE – 60’s LOVE

    ওই দূরে চলোনা নীল আকাশে
    হারিয়ে যাই তোমার হাতটি ধরে
    পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে হারিয়ে তুমি
    কাশ বনের মৃদুল বাতাসে হয়েছি।

    চলোনা হাড়িয়ে যাই, তোমায় নিয়ে
    কোনো নাম না জানা, ওই অজানা শহরে
    চলো…

    ওই দুরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে
    রংধনুর মাঝে হাড়িয়ে যেতে চাই তোমায় নিয়ে।

    60’s Love
    Lyric – Ehsan Kaizer, Alamgir Kaiser and Aiedid Rashid

  • ঘোরগাড়ী

    https://youtu.be/5HW0Im1XHvE
    GhorGari | ঘোরগাড়ী | HIGHWAY | ভবের গান | Official Lyric Video

    চাঁদনী রাইতে নদীর ওপারে
    আকাশ থেইকা নামলো পরী
    আমার চোখে চলে ঘোরগাড়ি
    আমি হাবলায় নদীর এপারে
    ঘুমের ঘোরে দেখি তারে
    ছবির মত ডাকে আমারে

    দেখাও কত রঙিন ছবি
    ছবির আশায় হারাইলাম সবই
    দয়াল, বানাও কত মায়ারও ছবি
    ছবির নেশায় ছাড়লাম সবই

    আসার কালে ছিলাম ঘুমে
    কিবা আলো আঁধার
    ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
    কইরা ছবির শিকার
    বুঝলাম দয়াল তোমার রীতি
    ছবিরও খেলায়
    বুইঝাও আবার যাই হারাইয়া
    রঙিন ছবির মেলায়
    ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
    দেখা যায় ছবি
    নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
    কি মায়ার ছবি

    দেখাও কত রঙিন ছবি
    ছবির আশায় হারাইলাম সবই
    দয়াল, বানাও কত মায়ারও ছবি
    ছবির নেশায় ছাড়লাম সবই
    আমি হাবলায় নদীর এপারে
    ঘুমের ঘোরে দেখি তারে
    ছবির মত ডাকে আমারে

    GhorGari lyrics | ঘোরগাড়ী | HIGHWAY | ভবের গান | Official Lyric Video

  • প্রস্তাব

    Prostab – Odd Signature (Official)

    গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
    আঁকা ছিলো কত শত কবিতায়,
    স্বপ্নের সেই কবিতার ছন্দতে
    মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা
    যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি
    যা জমা থাকে আমার মনে মাঝে।
    বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়,
    আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।

    আমার এই স্বপ্ন কি শুধু,
    স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
    তেমন সাহস নেই আমার
    তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

    সেই কল্পনায় আঁকা আল্পনায়
    তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়।
    তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা,
    তোমায় নিয়ে লেখা এই কবিতা।
    সেই কবিতার ছন্দটা তুমি,
    মিশে থাকা প্রতি অক্ষরে আমি।
    জানা নেই কি হতে পারে শেষটা,
    নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়।

    আমার এই স্বপ্ন কি শুধু,
    স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
    তেমন সাহস নেই আমার
    তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

    Prostab lyrics – Odd Signature (Official)

  • মোহ

    তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা
    আমার শেষ বিকেলের ধোঁকা
    কোন রোদেলা দূপুরে, তোমায় ফিরে পাবো বলে
    অর্থহীন খোঁজা

    আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
    আকাশ ভরা তারা
    যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
    এ পথের শেষ কোথা?

    ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
    তুমি ভাসাও সুরের ভেলা
    তবু কাঁদো কেন বসে, একা নির্জনে
    ভুলে যাও তুমি বাস্তবতা?

    আমি পাইনি তোমার ছোঁয়া, শিশির মাখানো ধোঁয়া
    জলের নিস্তব্ধতা
    আজও চাঁদ ডুবে গেলে, তোমায় মনে পড়ে
    সঙ্গী মোর নিঃসঙ্গতা

    কখন থামবে, কোলাহল জানিনা
    সময় কাঁদে বন্দী হয়ে
    বুকের পাঁজরে, জমাট বেদনায়
    আলোর মশাল জ্বালি নীরবে ।

    তুমি আবার আসবে কখন কোথায়?
    গুনবে তারা আমার সাথে
    বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
    গাইবে তুমি বৃষ্টির সুরে

    আমি আঁকিনি তোমার ছবি ।।
    দেখিনি স্রোতের নদী ।।
    পাইনি তোমার ছোঁয়া ।।
    শিশির মাখানো ধোঁয়া …

    আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
    আকাশ ভরা তারা
    যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
    এ পথের শেষ কোথা?……

    AFTERMATH l MOHO LYRICS(OFFICIAL MUSIC VIDEO)

  • ঘুণপোকা

    https://youtu.be/oJrE4sCrKhM
    Metrolife । Ghunpoka | Official Lyrical Video

    আজও সময়ের পিছু,
    খুঁজে ফিরছি কিছু
    যা হারিয়েছিলাম সেই কবে,
    ছায়ার মতো মায়ায়,
    বুক বাঁধি আশায়
    হয়ত আবার দেখা হবে।
    স্মৃতিগুলো আজ গুমরে কাঁদে
    খুঁজে ফেরে শুধু তোমায়,
    কষ্টের চোরাবালিতে ডুবি ভাসি
    চারপাশ ঘেরে শুন্যতায়,
    এই পাথুরে নগরীতে একেকটা দিন বেঁচে থাকা,
    যেন আমি এক পুরোনো কাঠের ঘুণপোকা।।

    দেখ কাঁদছি আমি,কাঁদছে আকাশ
    অবাক মায়ার এই শহরে,
    কানেকানে বলে যায় শীতল বাতাস,
    ‘বেদনা দাঁড়িয়ে তোমার ক্লান্ত দুয়ারে।।

    Title: Ghunpoka (ঘুণপোকা)
    Band: Metrolife
    Album: Diprohor ( দ্বিপ্রহর )
    Lyrics and tune: Mehedi Hasan Ayon
    Composition: Mehedi Hasan Ayon, Zunaed Hossain Niloy

    Metrolife । Ghunpoka lyrics| Official Lyrical Video