Shabz – Bangla Culture lyrics(বাংলা সংস্কৃতি) || Official Video || Sylheti Song 2020
Lyrics: Verse 1 Ami jate Bangali tai ami Bangla gan gai, Amrar jator maje bejatir kunu chua nai, Amra Bangali ow gorbe mata uchu khoira sai, Desh bideshe dekho Bangalintor kunu obhab nai,
Bangalintor nam mitayona, Ajal bejal khoirona, Bangla ganor fan na ow te amar gan ar huinona, Music khori koshto khori tumra kita bujbaiba, Ar bala kiccu na khow judin bura tumra khoyona,
You might take it as a joke, but trust I ain’t no joke, I’m just tryna represent my culture, With the touch of folk, Bangla folkor arek nam Shah-Abdul Korim g, If you know who it is then, Sing along with me,
Hook Ami Bangali Bengali yeah mase bhate Bangali, Jetaw khaina khene bat ar curry chara choleki, Ami Sylheti Sylheti yeah baul ganor fan g, Batiyali gan gai amra rait din 24 ghonta g,
Amrar shopno oto boro nai, Dinkur rujiye ghor chalay, Chuto khato shopno loya, Hashi kushiye din jay, Kukirnitit amra nai, Bhejal takin dhuroi hey, Shobor loge milimishi, Ar onnor lagi jan delai,
That’s how us Bengalis We grind and shine slowly, We hope for the best with the name of God himself, Everyday isn’t the same better days yet to come, If u believe what I belive then sing this song,
Bridge – Rap Ami Bangali Bengali yeah mase bhate Bangali, Jetaw khaina khene bat ar curry chara choleki, Bishwanathi Bishwanathi yeah baul ganor fan g, Batiyali gan gai amra rait din 24 ghonta g,
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোন কিছু তুমি ছাড়া কি যে যন্তণা,এই পথ চলা বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না| হারানে দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কি যে,যন্তণা,এই পথ চলা বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না আকাশে চাঁদ ছিল একা পাহাড়ী ঝরনা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি| সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হূদয়ে কি যে বেদনা,তুমি বোঝনা তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হোল না লিখতে পারি না
এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা রিক্সা কেনো আস্তে চলে না? না চলে না রিক্সা কেনো আস্তে চলে না! এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা রিক্সা কেনো আস্তে চলে না? না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে হায় পরমা, হায় পরমা মুখ ফিরিয়ে একটা কিছু বলে না। রিক্সা কেনো আস্তে চলে না? না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
বাতাস লেগে উড়ছে যে চুল উড়ছে আঁচল সাদা সাদা ফুল বাতাস লেগে উড়ছে যে চুল উড়ছে আঁচল সাদা সাদা ফুল রিক্সায় দ্রুত রিক্সায় দ্রুত চলে গেলে কেনো? কেনো আমার হলে না।
রিক্সা কেনো আস্তে আস্তে চলে না? রিক্সা কেনো আস্তে চলে না!
এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা রিক্সা কেনো আস্তে চলে না? না চলে না রিক্সা কেনো আস্তে চলে না! এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা রিক্সা কেনো আস্তে আস্তে চলে না? না চলে না রিক্সা কেনো আস্তে চলে না! না চলেনা, রিক্সা কেনো আস্তে চলে না! রিক্সা কেনো আস্তে চলে না!
কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
বুকের এক পাশে রেখেছি জলহীন মরুভূমি ইচ্ছে হলে যখন তখন অশ্রু ফোটা দাও তুমি তুমি চাইলে আমি দেব অথই সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝড়ে পড়ে আমার আকাশ জুড়ে মেঘ ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি
মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন] ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো] সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও] ভাষা তো দেয় নি [দুই বার]
চোখেরো দৃষ্টি যেন মনেরো গীতিকবিতা বুকেরো ভালোবাসা যেথায় রয়েছে গাঁথা [দুই বার] আমিতো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি [ওওওও] কেউ জানে নি।
মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন] ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো] সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও] ভাষা তো দেয় নি মন শুধু মন ছুঁয়েছে [ওহোহোহো]
যখনি তোমার চোখে আমার মুখ খানি দেখি স্বপনও কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি [দুই বার] তুমি কি সেই সুরভি পেয়েছো [ওহোহোহো] স্বপনেরো দ্বার খুলেছো [ওওওওওওও] কিছু জানিনি।
মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন] ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো] সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও] ভাষা তো দেয় নি মন শুধু মন ছুঁয়েছে ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো] সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও] ভাষা তো দেয় নি ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো
mon shudhu mon chuyeche lyrics bangla Souls Band song
আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে; স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়; আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়, সব চিন্তা—প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়।
সহজ লোকের মতো কে চলিতে পারে। কে থামিতে পারে এই আলোয় আঁধারে সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার। সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে, শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে? স্বপ্ন নয়—শান্তি নয়—কোন্ এক বোধ কাজ করে মাথার ভিতরে।
পথে চ’লে পারে—পারাপারে উপেক্ষা করিতে চাই তারে; মড়ার খুলির মতো ধ’রে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে; আমি চলি, সাথে-সাথে সেও চ’লে আসে।
আমি থামি— সেও থেমে যায়;
সকল লোকের মাঝে ব’সে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা? আমার পথেই শুধু বাধা?
জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হ’য়ে— সন্তানের জন্ম দিতে-দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজখেতে আসিতেছে চ’লে জন্ম দেবে—জন্ম দেবে ব’লে; তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় না কি? তাহদের মন আমার মনের মতো না কি? —তবু কেন এমন একাকী? তবু আমি এমন একাকী।
হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল? বাল্টিতে টানিনি কি জল? কাস্তে হাতে কতোবার যাইনি কি মাঠে? মেছোদের মতো আমি কতো নদী ঘাটে ঘুরিয়াছি; পুকুরের পানা শ্যালা—আঁশ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে; –এই সব স্বাদ; —এ-সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বয়েছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন এক দিন; এই সব সাধ জানিয়াছি একদিন—অবাধ—অগাধ; চ’লে গেছি ইহাদের ছেড়ে; ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে, অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে, ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;
আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা ক’রে চ’লে গেছে—যখন ডেকেছি বারে-বারে ভালোবেসে তারে; তবুও সাধনা ছিলো একদিন–এই ভালোবাসা; আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র—নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
আমি তা’ ভুলিয়া গেছি; তবু এই ভালোবাসা—ধুলো আর কাদা।
মাথার ভিতরে স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চ’লে আসি, বলি আমি এই হৃদয়েরে: সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়! অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়? কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি? পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনোদিন! মানুষীর মুখ দেখে কোনোদিন! শিশুদের মুখ দেখে কোনোদিন!
এই বোধ—শুধু এই স্বাদ পায় সে কি অগাধ—অগাধ! পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে? করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ? দেখিবে সে মানুষীর মুখ? দেখিবে সে শিশুদের মুখ? চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ—গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শসা—পচা চাল্কুমড়ার ছাঁচে, যে-সব হৃদয়ে ফলিয়াছে —সেই সব।
জীবনানন্দ দাশ jibonanondo kobita জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা jibanananda das
খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতই আছ নাকি অনেক খানি বদলে গেছ এখনো কি প্রথম সকাল হলে সানটি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাব বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে এখনো কি সন্ধ্যেবেলা আমার বাড়ি ফেয়ার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভয়? এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে আকুল পিয়াসে আমারই তিয়াষে অন্তর কেঁদে মরে খুব জানতে ইচ্ছে করে৷
মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এ জীবনে চাইলাম যারে হোইলো না সে আমার এ জীবনে চাইলাম যারে হোইলো না সে আমার৷৷ প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমের দেখা পাইলে হোইত সবি পাওয়া রে হোইতো সবি পাওয়া৷ মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এ জীবনে চাইলাম যারে হোইলো না সে আমার৷৷ প্রেমে স্বর্গ প্রেমে নরগ প্রেমে বাঁচা মরা প্রেম কোইরো না দেহের সনে আতার সনে ছাড়া রে আতার সনে ছাড়া ৷ মনে প্রেমের বাতি জলে বাতির নিজে অন্ধকার এ জীবনে চাইলাম যারে হোইলো না সে আমার৷
আমি তোর পীড়িতের মরা আমি তোর পীড়িতের মরা বন্ধু চাইয়া দেখনা এক নজর বন্ধুরে আপরাধী হলে ও আমি তোর তোররে বন্ধু অপরাধী হলে ও আমি তোর৷ আমার যদি দাও তাড়াইয়া এমন জায়গা নাইরে গিয়া এ অভাগার জুড়াইতাম অন্তর তুমি যদি ঘূণা রাখো আমি তোরে করিনা পর কত দুঃখ আমার বুকে দেখতে আসে পাড়ার লোকে তোর কি নাই রে কলঙ্কের ড়র আমি যদি যাই মরিয়া কে করবে তোরে আদর
জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন, ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷ কোথা থেকে ছেড়ে এলে যেতে হবে কতদূর৷ কোনখানে তার শেষে ঠিকানা কোনখানে তার অচিনপুর৷ কবে হবে লাইন কিলিয়ার ডাকবে কেন মহাজন৷ ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷ প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম, সিগনালে তার থামতে হলে থাকবে না যে সময় কম, কোথায় আছে দমের মালিক বল আমারে বল না মন৷ ও, জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷ জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷ কোন লাইনে গেলে পাবে বলবে তার কে এখন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
jibon namer rail garita payna khuje station lyrics
আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো গহীন বালুর চরে “কালকে সে নাকি আসিবে মোদের ওপারের বালুচরে এ পারের ঢেউ ওপারে লাগিছে বুঝি তাই মনে করে” তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো গহীন বালুর চরে “বুকে যে তোমারে রাখিব বন্ধু বুকেতে শ্মশান জ্বেলে; নয়নে রাখিব হায়রে অভাগা, ভাসিয়া যাইবে জলে” ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না আমার মনের সেই বাসনা মনেই কেঁদে মরে গহীন বালুর চরে “কত দিন গেল, কত রাত এলো ঋতুর বসন পরি, আজো বসে আছি এই বালুচরে, দুহাত বাড়ায়ে ডাকি কাল যে আসিল এই বালুচরে, আর সে আসিবে নাকি” আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদী আমার দুঃখের সেই সে নদী বুকেই রাখি ধরে গহীন বালুর চরে “তুমি দিয়েছিলে ক্ষুধা অবহেলে তাই ছাড়িয়া এসেছি জগতের যত সুধা এ জীবনে মোর এই গৌরব, তোমারে যে পাই নাই আর কারো কাছে না পাওয়ার ব্যথা সহিতে হয়নি তাই” গান: আশা ছিল মনে মনে কবিতা: কাল সে আসিবে, কাল সে আসিয়াছিল এবং আর একদিন আসিও বন্ধ
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন; তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে ; অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন । বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে , আধারে – আলোতে থাকবো তোমার সাথে ; তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে । অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন । যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার ভালোবাসা ; তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো বাচার নতুন আশা ; তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি , ভালোবাসি, ভালোবাসি তোমাকে । অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যায় কি ছেঁড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনে আঁচড় ফিরে যাবার উপায়তো আর নেই । তোমায় ছেড়ে কোথায় যাব ? একটু ভাবো…একটু ভাবো… ফিরে যাবার দরজা খোলা নেই ।। শহরে যার অনেক গুলো ঘর মানাই তাকে দারে দারে ঘোরা আমার শুধু একটি ঘরই চেনা তুমি আছো সেথায় আগা গোড়া ।। রাজ্য নিয়ে বড়াই করে লোক ধরুক অরা মন কে নিয়ে বাজি তুমি ছাড়া নেইতো আমার কিছু নিঃস্ব হতে নইতো আমি রাজি ।।
যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীড়ে শ্যামল মাটির বনছায়। শুধু মনে মনে তোকে ডাকি চাহিনা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।। আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছ কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া। জানি সবই রয়ে গেল বাকী এবারে ভাসাব ভেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।