Category: Music

Music

  • ♪ এই অবেলায়, তোমারই আকাশে, নীরব আপোষে ♪

    ♪ আকাশে কখনও অনেক ফানুস একসাথে উড়তে দেখেছেন? ♪

    ♪ কি ভাল লাগে না দেখতে! ♪

    ♪ মনে হয় হাসি মুখে মানুষের সোউল উড়ছে ♪

    ♪♫♬

    [পোস্টার]
    ‘এই অবেলায়’ নিশাতের একক চিত্র প্রদর্শনী
    ৩০ মে | অ্যান্টলাইন স্টুডিও

    ♪ এই অবেলায়, তোমারই আকাশে, নীরব আপোষে ♪

    ♪ ভেসে যায় ♪

    ♪ সেই ভীষন শীতল ভেজা চোখ ♪

    ♪ কখনো দেখাইনি তোমায় ♪

    ♪ কেউ কোথাও ভালো নেই যেন সেই ♪

    ♪ কতকাল আর হাতে হাত অবেলায়? ♪

    ♪ কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ♪

    ♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

    ♪ সেই কবেকার ভায়োলিন……♪

    ♪ বেজে যায় কতোদিন ♪

    ♪ প্রাণে চাপা ঢেউ ♪

    ♪ দেখেনি আর কেউ ♪

    ♪ কখনো অভিমান ♪

    ♪ অবাধ্য পিছুটান ♪

    ♪ জানিনা কি কষ্টে এই অবেলায় ♪

    ♪ তবুও নির্বাসন বাসর সাজিয়ে ♪

    ♪ ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায় ♪

    ♪….♫ ♬

    ♪ ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন ♪

    ♪ একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন ♪

    ♪ আজও তাই ♪

    ♪ অবাক রঙে এঁকে যাই ♪

    ♪ সাদাকালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই ♪

    ♪ ভীষণ কালো মেঘ ♪

    ♪ পুড়ে ছাই আবেগে আজও তাই ♪

    ♪ অবাক জোছনায় পোড়া চোখ ♪

    ♪ তবুও সাজাই ♪

    ♪ এই সন্ধ্যায় ♪

    ♪ দুচোখ সাগরে ♪

    ♪ বুকের পাঁজড়ে ♪

    ♪ ভেসে যায় ♪

    ♪ অবাক জোছনায় ♪

    ♪ লুকিয়ে রেখেছি ♪

    ♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

    ♪ এই অবেলায় ♪

    ♪ তোমারই আকাশে ♪

    ♪ নীরব আপোষে ♪

    ♪ ভেসে যায় ♪

    ♪ সেই ভীষন শীতল ভেজা চোখ ♪

    ♪ কখনো দেখাইনি তোমায় ♪

    ♪ কেউ কোথাও ভালো নেই যেন সেই ♪

    ♪ কতকাল আর হাতে হাত অবেলায়? ♪

    ♪ কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ♪

    ♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

    ♪♫♬….

    ei obelay lyrics bangla

  • যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার

    JEKHANE SIMANTO TOMAAR – TAPOSH FEAT. KUMAR BISHWAJIT : OMZ WIND OF CHANGE [ S:01 ]

    তুমি কি চাওনা সোনালী দিনে

    সোনালী সুখেরই সাড়া

    কাঁটার আঘাত ভুলে তুমি

    ধরা দাও আমারই কাছে

    যেখানেই সীমান্ত তোমার

    সেখানে বসন্ত আমার

    ভালোবাসা হৃদয়ে নিয়ে

    আমি বারে বার আসি ফিরে

    ডাকি তোমায় কাছে

    যেখানেই সীমান্ত তোমার

    সেখানে বসন্ত আমার

    ভালোবাসা হৃদয়ে নিয়ে

    আমি বারে বার আসি ফিরে

    ডাকি তোমায় কাছে

    হাজার ফুলে ছেয়েছে যে পথ

    আমি চিনি চিনি সে ঠিকানা

    তোমার মনের নীরব ভাষা

    সেওতো আমার আছে জানা

    হাজার ফুলে ছেয়েছে যে পথ

    আমি চিনি চিনি সে ঠিকানা

    তোমার মনের নীরব ভাষা

    সেওতো আমার আছে জানা

    আমিতো চাইনা তোমার এ দ্বিধা

    ভেঙ্গে দাও কাঁচেরই বাধা

    সীমার বাঁধন ছিঁড়ে তুমি

    ধরা দাও আমারই কাছে

    যেখানে সীমান্ত তোমার

    সেখানে বসন্ত আমার

    ভালোবাসা হৃদয়ে নিয়ে

    আমি বারে বার আসি ফিরে

    ডাকি তোমায় কাছে

    ঝড়ের দিনে খুলেছে যে পথ

    আমি জানি জানি তার বেদনা

    নতুন আলোর জোয়ার এনে

    আমি চাই তারে দিতে আসা

    ঝড়ের দিনে খুলেছে যে পথ

    আমি জানি জানি তার বেদনা

    নতুন আলোর জোয়ার এনে

    আমি চাই তারে দিতে আসা

    তুমি কি চাওনা সোনালী দিনে

    সোনালী সুখেরই সারা

    কাঁটার আঘাত ভুলে তুমি

    এসো এই ফুলেরই কাছে

    যেখানে সীমান্ত তোমার

    সেখানে বসন্ত আমার

    ভালোবাসা হৃদয়ে নিয়ে

    আমি বারে বার আসি ফিরে

    ডাকি তোমায় কাছে।।

    In english

    Don’t you desire the gesture of
    Golden joy in the golden day?

    Forgetting the pain of thorn…

    …Come close to this flower.

    Where your border is…

    My spring is there

    Carrying love in heart

    Repeatedly I come back

    I ask you to come close.

    Where your border is

    My spring is there

    Carrying love in heart

    Repeatedly I come back

    I ask you to come close.

    The road covered with flowers

    Certainly I know that address

    I can also read the silent language

    Which is lying in your mind.

    The road covered with flowers

    Certainly I know that address

    Certainly I know that address

    Which is lying in your mind.

    I do not expect your hesitation

    Break down the glass barrier

    Tearing up the bond of limit

    Come so I can catch hold of you.

    Where your border is

    My spring is there

    Carrying love in heart

    Repeatedly I come back

    I ask you to come close.

    Who has lost his way in the storm

    I know his sorrows

    Bringing a tide of new light

    I want to give him hope

    Who has lost his way in the storm

    I know his sorrows

    Bringing a tide of new light

    I want to give him hope

    Don’t you desire the gesture of

    Golden joy in the golden day?

    Forgetting the pain of thorn

    Come close to this flower.

    Where your border is

    My spring is there

    Carrying love in heart

    Repeatedly I come back

    I ask you to come close.

    jekhane shimanto tomar lyrics

  • সরি দীপান্বিতা | DIPANNITA | Sorry Dipannita

    DIPANNITA | Sorry Dipannita lyrics| সরি দীপান্বিতা | Official Music Video

    সময় যখন মরুর ঝড়ে

    এ মন হারায় কেমন করে

    আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মৌনতা

    আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন

    অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা

    সমান্তরাল পথের বাঁকে, তোমার পথের দিশা থাকে,
    সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা …

    গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে,
    সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…

    তুমি নীলাকাশ আপন করেছো , হঠাৎ কোন কালে কে জানে!

    স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ, কোন সে জাদুতে কে জানে!

    আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে,

    সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা

    হঠাৎ যখন ছুটির খেলা,
    মেঘে মেঘে অনেক বেলা

    তখন সেই ক্রান্তিকালে ধূম্রজালে
    খুঁজছ যে বৃথা….

    অশান্ত মন বোঝাই কাকে,
    হারিয়ে চাইছি তোমাকে

    হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা…

    নদীর শেষে আকাশ নীলে,
    স্বপ্নগুলো মেলে দিলে

    তারা বলে সবাই মিলে,
    দীপান্বিতা…

    শোননা রূপসী,
    তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী

    প্রেয়সী

    জীবনের গলিতে, এ গানের কলিতে,
    চাইছি বলিতে, ভালবাসি…

    চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে

    যন্ত্রণারই আগুন নীলে, পুড়েছি যে
    বোঝোনি তা

    অভিমানে চুপটি করে, এসেছি তাই দূরে সরে,
    বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে

    • লুকোনো কথা

    ইটপাথরের এ শহরে, গাড়ি বাড়ির এ বহরে,
    খুঁজছে এ মন ভীষণ করে দীপান্বিতা…

    জীবন যখন থমকে দাড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
    তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা…

    কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙের লোকের ভিড়ে, দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা…

    তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা,
    তুমি আমার ভালবাসা

    দীপান্বিতা……

    Sorry Dipannita lyrics in english

    very goodxcc

    stay positive

    I know you can do it

    Memories

    It’s our good moments! That we share

    our sweat memories that keep us together

    We are a family forever!

    silly time passes why does it pass

    then I live long mile away with the thing that bother me

    my mind

    when the sky is dry my mind need a little drop of water

    Bad time stay not all time!

    you are in the arms of parallal lines & the lines are searching you dipannita

    Friendship good for everyone but ragging?

    You are in the gap of tree leaves & the gap is finding you dipannita

    I trust you but you ruin my trust!

    I’m happy when I see you all happy!

    Expressiveness

    nobody knows when suddenly you make the sky as a friend of you

    nobody knows which magical power help you to touch dream horizon?

    i was with you by loving your beloved friend sky

    but no where i find a winter skrikes

    suddenly more time left for playing unknowingly

    I’m happy in my world!

    then you are finding me for no reason

    how to say, worried mind needs you

    I love what I love!

    then i did’t want to see you

    you left my dream at the end of river and blue sky

    they say all together dipannita

    You are not a good friend for me but I love you!

    Hate me you can only doing this!

    My time will be say everything!

    hey listen beauty you are best .Who is apathetic

    you are my love

    you are my ove

    in the way of my life i want to say you that i love you

    This is not everything for me or my life!

    you only watched my playing not my tears

    you did’t know my pain

    so

    then I left you for agitation but i failed to understand you

    any word

    now my mind is finding you very much dipannita in between of concrete city

    when the life stops,dream losts,need losts it”s way dipannta

    colour of my dream find you dipannita in my closing eyes,chest

    finds everywhere

    lost his hope

    lost his hope

    lost his hope

    sorry dipannita

    sorry dipannita

    Feelings.

    sorry dipannita lyrics

  • Harrdy Sandhu – Bijlee Bijlee

    Harrdy Sandhu – Bijlee Bijlee ft Palak Tiwari | Jaani | BPraak | Arvindr Khaira | Desi Melodies

    Ooo.. Daughter of the moon.

    Daughter of the moon.

    Daughter of the moon,

    Sister of the clouds.

    Everyone calls you lightning lightning.

    Wherever you strike,

    Everything gets destroyed.

    Even the stars are scared of you.

    Cinderella…..

    Cinderella, I have fallen for you.

    My heart’s dancing with excitement.

    The kohl in your eyes is enough to mesmerise the whole town.

    The whole town is going crazy looking into your sharp eyes.

    Daughter of the moon,

    Sister of the clouds.

    Everyone calls you lightning lightning.

    Wherever you strike,

    Everything gets destroyed.

    Even the stars are scared of you.

    Cinderella…..

    It’s clear that I love you,

    You feel like a cool breeze in summers.

    I’ll be your chocolate, you can be my jaggery.

    I am on top of the world and you are too,

    Your sharp eyes are like a drug to everyone.

    You are as light as three flowers,

    I will keep waiting for you even if you get late.

    Your eyes are no less than a green lake.

    You are a green lake,

    Everyone wants to click pictures with you.

    Daughter of the moon,

    Sister of the clouds.

    Everyone calls you lightning lightning.

    Wherever you strike,

    Everything gets destroyed.

    Even the stars are scared of you.

    Cinderella, I have fallen for you.

    My heart’s dancing with excitement.

    The kohl in your eyes is enough to mesmerise the whole town.

    You’re amazing.

    It’s all a commotion.

    You are as red as a Kashmiri apple.

    You walk amongst angels like a dream.

    What else do you expect, when Jaani is with you?

    Some write about your hair,

    Some write about your lips.

    Everyone who writes about you,

    Write as they write about flowers.

    Poets as legendary as Jaani, sit by your side.

    Daughter of the moon,

    Sister of the clouds.

    Everyone calls you lightning lightning.

    Wherever you strike,

    Everything gets destroyed.

    Even the stars are scared of you.

    Cinderella, I have fallen for you.

    My heart’s dancing with excitement.

    The kohl in your eyes is enough to mesmerise the whole town.

    Daughter of the moon…

    Ooo…Daughter of the moon.

    Harrdy Sandhu – Bijlee Bijlee lyrics ft Palak Tiwari | Jaani | BPraak | Arvindr Khaira | Desi Melodies english

  • বাংলা সংস্কৃতি Shabz

    Shabz – Bangla Culture lyrics(বাংলা সংস্কৃতি) || Official Video || Sylheti Song 2020

    Lyrics:
    Verse 1
    Ami jate Bangali tai ami Bangla gan gai,
    Amrar jator maje bejatir kunu chua nai,
    Amra Bangali ow gorbe mata uchu khoira sai,
    Desh bideshe dekho Bangalintor kunu obhab nai,

    Bangalintor nam mitayona,
    Ajal bejal khoirona,
    Bangla ganor fan na ow te amar gan ar huinona,
    Music khori koshto khori tumra kita bujbaiba,
    Ar bala kiccu na khow judin bura tumra khoyona,

    You might take it as a joke, but trust I ain’t no joke,
    I’m just tryna represent my culture,
    With the touch of folk,
    Bangla folkor arek nam Shah-Abdul Korim g,
    If you know who it is then,
    Sing along with me,

    Hook
    Ami Bangali Bengali yeah mase bhate Bangali,
    Jetaw khaina khene bat ar curry chara choleki,
    Ami Sylheti Sylheti yeah baul ganor fan g,
    Batiyali gan gai amra rait din 24 ghonta g,

    Verse 2
    Lal shobujor desh amar shadhin Bangladesh,
    Shunar foshol shunar kheth amrar priyo desh,
    Amara shokhal oile mato nami langol loya ay,
    Amra koshto khori dhan chash kori okhtaw porichoy,

    Amrar shopno oto boro nai,
    Dinkur rujiye ghor chalay,
    Chuto khato shopno loya,
    Hashi kushiye din jay,
    Kukirnitit amra nai,
    Bhejal takin dhuroi hey,
    Shobor loge milimishi,
    Ar onnor lagi jan delai,

    That’s how us Bengalis
    We grind and shine slowly,
    We hope for the best with the name of God himself,
    Everyday isn’t the same better days yet to come,
    If u believe what I belive then sing this song,

    Bridge – Rap
    Ami Bangali Bengali yeah mase bhate Bangali,
    Jetaw khaina khene bat ar curry chara choleki,
    Bishwanathi Bishwanathi yeah baul ganor fan g,
    Batiyali gan gai amra rait din 24 ghonta g,

  • লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

    লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
    ভাবতে পারি না কোন কিছু তুমি ছাড়া
    কি যে যন্তণা,এই পথ চলা
    বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না|
    হারানে দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
    এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
    কি যে,যন্তণা,এই পথ চলা
    বিরহ স্তৃতি তোমাকে ঘিরে তমি জান না
    আকাশে চাঁদ ছিল একা পাহাড়ী ঝরনা ঝরা
    তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি|
    সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে
    তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হূদয়ে
    কি যে বেদনা,তুমি বোঝনা
    তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হোল না
    লিখতে পারি না

    likhte parina kono gan lyrics by James

  • এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা

    এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
    রিক্সা কেনো আস্তে চলে না?
    না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
    এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
    রিক্সা কেনো আস্তে চলে না?
    না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!

    রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে
    রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে
    হায় পরমা, হায় পরমা মুখ ফিরিয়ে
    একটা কিছু বলে না।
    রিক্সা কেনো আস্তে চলে না?
    না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!

    বাতাস লেগে উড়ছে যে চুল
    উড়ছে আঁচল সাদা সাদা ফুল
    বাতাস লেগে উড়ছে যে চুল
    উড়ছে আঁচল সাদা সাদা ফুল
    রিক্সায় দ্রুত রিক্সায় দ্রুত চলে গেলে কেনো?
    কেনো আমার হলে না।

    রিক্সা কেনো আস্তে আস্তে চলে না?
    রিক্সা কেনো আস্তে চলে না!

    এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
    রিক্সা কেনো আস্তে চলে না?
    না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
    এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
    রিক্সা কেনো আস্তে আস্তে চলে না?
    না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
    না চলেনা, রিক্সা কেনো আস্তে চলে না!
    রিক্সা কেনো আস্তে চলে না!

    গানের শিরোনামঃ রিক্সা কেনো আস্তে চলে না

    ব্যান্ডঃ একক অ্যালবাম

    শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

    অ্যালবামঃ স্বপ্নবাজি

    সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার

    প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

    প্রকাশ সালঃ ২০০৫

    rickshaw keno aste chole na lyrics

  • আমি কষ্ট পেতে ভালোবাসি

    কোনো সুখের ছোঁয়া পেতে নয়
    নয় কোন নতুন জীবনের খোঁজে
    তোমার চোখে তাকিয়ে থাকা
    আলোকিত হাসি নয়
    কোনো সুখের ছোঁয়া পেতে নয়
    নয় কোন নতুন জীবনের খোঁজে
    তোমার চোখে তাকিয়ে থাকা
    আলোকিত হাসি নয়

    আশা নয়
    না বলা ভাষা নয়

    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি

    বুকের এক পাশে রেখেছি
    জলহীন মরুভূমি
    ইচ্ছে হলে যখন তখন
    অশ্রু ফোটা দাও তুমি
    তুমি চাইলে আমি দেব
    অথই সাগর পাড়ি

    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি

    যখন আমার কষ্টগুলো
    প্রজাপতির মত উড়ে
    বিষাদের সবকটা ফুল
    চুপচাপ ঝড়ে পড়ে
    আমার আকাশ জুড়ে মেঘ
    ভরে গেছে ভুলে

    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি

    কোনো সুখের ছোঁয়া পেতে নয়
    নয় কোন নতুন জীবনের খোঁজে
    তোমার চোখে তাকিয়ে থাকা
    আলোকিত হাসি নয়
    কোনো সুখের ছোঁয়া পেতে নয়
    নয় কোন নতুন জীবনের খোঁজে
    তোমার চোখে তাকিয়ে থাকা
    আলোকিত হাসি নয়

    আশা নয়
    না বলা ভাষা নয়

    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি
    আমি কষ্ট পেতে ভালোবাসি
    তাই তোমার কাছে ছুটে আসি

    ami kosto pete valobashi lyrics

    kono sukher choya pete noy lyrics

  • মন শুধু মন ছুঁয়েছে

    মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
    ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
    সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
    ভাষা তো দেয় নি [দুই বার]

    চোখেরো দৃষ্টি যেন
    মনেরো গীতিকবিতা
    বুকেরো ভালোবাসা
    যেথায় রয়েছে গাঁথা [দুই বার]
    আমিতো সেই কবিতা পড়েছি
    মনে মনে সুর দিয়েছি [ওওওও]
    কেউ জানে নি।

    মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
    ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
    সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
    ভাষা তো দেয় নি
    মন শুধু মন ছুঁয়েছে
    [ওহোহোহো]

    যখনি তোমার চোখে
    আমার মুখ খানি দেখি
    স্বপনও কুসুম থেকে
    হৃদয়ে সুরভি মাখি [দুই বার]
    তুমি কি সেই সুরভি পেয়েছো [ওহোহোহো]
    স্বপনেরো দ্বার খুলেছো [ওওওওওওও]
    কিছু জানিনি।

    মন শুধু মন ছুঁয়েছে [মন শুধু মন]
    ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
    সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
    ভাষা তো দেয় নি
    মন শুধু মন ছুঁয়েছে
    ও সেতো মুখ খুলেনি [ওহোহোহো]
    সুর শুধু সুর তুলেছে [ওওওওওওও]
    ভাষা তো দেয় নি
    ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো, ওহোহোহো

    mon shudhu mon chuyeche lyrics bangla Souls Band song

    গানের শিরোনামঃ মন শুধু মন ছুঁয়েছে

    ব্যান্ডঃ সোলস

    গীতিকারঃ নকিব খান

    সুরকারঃ নকিব খান

    সঙ্গীত/কম্পোজারঃ সোলস

    প্রকাশক কোম্পানিঃ বৈশাখ প্রোডাকশন

    প্রকাশ সালঃ ১৯৮২

  • বোধ

    আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে
    স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;
    স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়,
    হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
    আমি তারে পারি না এড়াতে,
    সে আমার হাত রাখে হাতে,
    সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়,
    সব চিন্তা—প্রার্থনার সকল সময়
    শূন্য মনে হয়,
    শূন্য মনে হয়।

    সহজ লোকের মতো কে চলিতে পারে।
    কে থামিতে পারে এই আলোয় আঁধারে
    সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা
    কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা
    কে জানিতে পারে আর? শরীরের স্বাদ
    কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ
    সকল লোকের মতো কে পাবে আবার।
    সকল লোকের মতো বীজ বুনে আর
    স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে,
    শরীরে মাটির গন্ধ মেখে,
    শরীরে জলের গন্ধ মেখে,
    উৎসাহে আলোর দিকে চেয়ে
    চাষার মতন প্রাণ পেয়ে
    কে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে?
    স্বপ্ন নয়—শান্তি নয়—কোন্ এক বোধ কাজ করে
    মাথার ভিতরে।

    পথে চ’লে পারে—পারাপারে
    উপেক্ষা করিতে চাই তারে;
    মড়ার খুলির মতো ধ’রে
    আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে
    তবু সে মাথার চারিপাশে,
    তবু সে চোখের চারিপাশে,
    তবু সে বুকের চারিপাশে;
    আমি চলি, সাথে-সাথে সেও চ’লে আসে।

    আমি থামি—
    সেও থেমে যায়;

    সকল লোকের মাঝে ব’সে
    আমার নিজের মুদ্রাদোষে
    আমি একা হতেছি আলাদা?
    আমার চোখেই শুধু ধাঁধা?
    আমার পথেই শুধু বাধা?

    জন্মিয়াছে যারা এই পৃথিবীতে
    সন্তানের মতো হ’য়ে—
    সন্তানের জন্ম দিতে-দিতে
    যাহাদের কেটে গেছে অনেক সময়,
    কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয়
    যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজখেতে আসিতেছে চ’লে
    জন্ম দেবে—জন্ম দেবে ব’লে;
    তাদের হৃদয় আর মাথার মতন
    আমার হৃদয় না কি? তাহদের মন
    আমার মনের মতো না কি?
    —তবু কেন এমন একাকী?
    তবু আমি এমন একাকী।

    হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল?
    বাল্‌টিতে টানিনি কি জল?
    কাস্তে হাতে কতোবার যাইনি কি মাঠে?
    মেছোদের মতো আমি কতো নদী ঘাটে
    ঘুরিয়াছি;
    পুকুরের পানা শ্যালা—আঁশ্‌টে গায়ের ঘ্রাণ গায়ে
    গিয়েছে জড়ায়ে;
    –এই সব স্বাদ;
    —এ-সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ
    বয়েছে জীবন,
    নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
    এক দিন;
    এই সব সাধ
    জানিয়াছি একদিন—অবাধ—অগাধ;
    চ’লে গেছি ইহাদের ছেড়ে;
    ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
    অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
    ঘৃণা ক’রে দেখিয়াছি মেয়েমানুষেরে;

    আমারে সে ভালোবাসিয়াছে,
    আসিয়াছে কাছে,
    উপেক্ষা সে করেছে আমারে,
    ঘৃণা ক’রে চ’লে গেছে—যখন ডেকেছি বারে-বারে
    ভালোবেসে তারে;
    তবুও সাধনা ছিলো একদিন–এই ভালোবাসা;
    আমি তার উপেক্ষার ভাষা
    আমি তার ঘৃণার আক্রোশ
    অবহেলা ক’রে গেছি; যে-নক্ষত্র—নক্ষত্রের দোষ
    আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা

    আমি তা’ ভুলিয়া গেছি;
    তবু এই ভালোবাসা—ধুলো আর কাদা।

    মাথার ভিতরে
    স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।
    আমি সব দেবতারে ছেড়ে
    আমার প্রাণের কাছে চ’লে আসি,
    বলি আমি এই হৃদয়েরে:
    সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!
    অবসাদ নাই তার? নাই তার শান্তির সময়?
    কোনোদিন ঘুমাবে না? ধীরে শুয়ে থাকিবার স্বাদ
    পাবে না কি? পাবে না আহ্লাদ
    মানুষের মুখ দেখে কোনোদিন!
    মানুষীর মুখ দেখে কোনোদিন!
    শিশুদের মুখ দেখে কোনোদিন!

    এই বোধ—শুধু এই স্বাদ
    পায় সে কি অগাধ—অগাধ!
    পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ
    চায় না সে? করেছে শপথ
    দেখিবে সে মানুষের মুখ?
    দেখিবে সে মানুষীর মুখ?
    দেখিবে সে শিশুদের মুখ?
    চোখে কালো শিরার অসুখ,
    কানে যেই বধিরতা আছে,
    যেই কুঁজ—গলগণ্ড মাংসে ফলিয়াছে
    নষ্ট শসা—পচা চাল্‌কুমড়ার ছাঁচে,
    যে-সব হৃদয়ে ফলিয়াছে
    —সেই সব।

    জীবনানন্দ দাশ jibonanondo kobita
    জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা jibanananda das

  • খুব জানতে ইচ্ছে করে

    শিল্পী মান্না দে

    খুব জানতে ইচ্ছে করে
    খুব জানতে ইচ্ছে করে
    তুমি কি সেই আগের মতই আছ
    নাকি অনেক খানি বদলে গেছ
    এখনো কি প্রথম সকাল হলে
    সানটি সেরে পূজার ফুল তুলে
    পূজার ছলে আমারই কথা ভাব
    বসে ঠাকুর ঘরে
    জানতে ইচ্ছে করে
    এখনো কি সন্ধ্যেবেলা আমার
    বাড়ি ফেয়ার সময় পেরিয়ে
    গেলে
    অনেক অভিমানে চোখ দুটো
    কি জলে ভয়?
    এখনো কি রাত নিঝুম হলে
    শরৎ কাহিনী পাশে খোলা
    পড়ে থাকে
    আকুল পিয়াসে আমারই তিয়াষে
    অন্তর কেঁদে মরে
    খুব জানতে ইচ্ছে করে৷

    khub jante icche kore lyrics

  • মনে প্রেমের বাতি জ্বলে

    শিল্পী আব্দুল হাদী


    মনে প্রেমের বাতি জলে
    বাতির নিচে অন্ধকার
    এ জীবনে চাইলাম যারে
    হোইলো না সে আমার
    এ জীবনে চাইলাম যারে
    হোইলো না সে আমার৷৷
    প্রেমে সৃষ্টি জগত সংসার
    সৃষ্টি আদম হাওয়া
    সেই প্রেমের দেখা পাইলে
    হোইত সবি পাওয়া রে
    হোইতো সবি পাওয়া৷
    মনে প্রেমের বাতি জলে
    বাতির নিচে অন্ধকার
    এ জীবনে চাইলাম যারে
    হোইলো না সে আমার৷৷
    প্রেমে স্বর্গ প্রেমে নরগ
    প্রেমে বাঁচা মরা
    প্রেম কোইরো না দেহের সনে
    আতার সনে ছাড়া রে
    আতার সনে ছাড়া ৷
    মনে প্রেমের বাতি জলে
    বাতির নিজে অন্ধকার
    এ জীবনে চাইলাম যারে
    হোইলো না সে আমার৷

    mone piriter bati jole lyrics

  • শোন গো দক্ষিণো হাওয়া

    শোন গো দক্ষিণো হাওয়া
    প্রেম করেছি
    আমি৷
    লেগেছে চোখেতে নেশা
    দিক ভুলেছি
    আমি৷
    মনেতে লুকনো ছিল সুপ্ত যে
    পিয়সা৷
    জাগিল মধু লাগনে বাড়ালো
    কি আশা৷
    উতল করেছে মোর,আমারি
    ভালবাসা৷
    অনুরাগে প্রেম শরীরে ডুব
    দিয়েছি আমি৷
    দহনো বেনাতে আমি
    প্রেমেরো তাপসী
    বরষাতে প্রেম ধারা
    শরতের শশী৷
    রতিগো হেমন্তে মায়া
    শীতেতে উদাসী
    হয়েছি বসন্তে আমি বাসনা
    বিলাসী,
    শোনগো মধুর হাওয়া
    প্রেম করেছি
    আমি৷
    লেগেছি চোখেতে নেশা
    দিক ভুলেছি আমি৷

    shono go dokhino hawa lyrics sachin dev burman

  • আমি তোর পীড়িতের মরা

    আমি তোর পীড়িতের মরা
    আমি তোর পীড়িতের মরা
    বন্ধু
    চাইয়া দেখনা এক নজর
    বন্ধুরে
    আপরাধী হলে ও আমি তোর
    তোররে বন্ধু
    অপরাধী হলে ও আমি তোর৷
    আমার যদি দাও তাড়াইয়া
    এমন জায়গা নাইরে গিয়া
    এ অভাগার জুড়াইতাম অন্তর
    তুমি যদি ঘূণা রাখো
    আমি তোরে করিনা পর
    কত দুঃখ আমার বুকে
    দেখতে আসে পাড়ার লোকে
    তোর কি নাই রে কলঙ্কের ড়র
    আমি যদি যাই মরিয়া
    কে করবে তোরে আদর

    ami tor piriter mora lyrics

  • জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন

    জীবন নামের রেলগাড়িটা
    পায় না খুজে ইশ্টিশন
    কোন লাইনে গেলে পাবে
    বলবে তারে কে এখন,
    ও,
    জীবন নামের রেলগাড়িটা
    পায় না খুজে ইশ্টিশন৷
    কোথা থেকে ছেড়ে এলে
    যেতে হবে কতদূর৷
    কোনখানে তার শেষে ঠিকানা
    কোনখানে তার অচিনপুর৷
    কবে হবে লাইন কিলিয়ার
    ডাকবে কেন মহাজন৷
    ও,
    জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
    প্রেম আগুনে চলে গাড়ি জ্বলে জ্বলে ফুরায় দম,
    সিগনালে তার থামতে হলে
    থাকবে না যে সময় কম,
    কোথায় আছে দমের মালিক
    বল আমারে বল না মন৷
    ও,
    জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
    জীবন নামের রেলগাড়িটা পায় না খুজে ইশ্টিশন৷
    কোন লাইনে গেলে পাবে
    বলবে তার কে এখন,
    জীবন নামের রেলগাড়িটা
    পায় না খুজে ইশ্টিশন৷

    jibon namer rail garita payna khuje station lyrics

  • তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

    তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি
    শিল্পীঃ তপু ও ন্যান্সি
    …………………………………………………….
    সোনার মেয়ে,
    তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
    তোমায় দিলেম মধ্যদিনের, টিনের
    চালের
    বৃষ্টি রাশি,
    আর দিলেম রৌদ্রধোয়া, সবুজ ছোঁওয়া
    পাতার
    বাঁশি,
    মুখে বললাম না, বললাম না ভালবাসি।
    সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন
    ডাঙ্গার
    হাসি।
    হারাব হৃদয় টানে, ভালবাসার একটু
    মানে,
    ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
    আবেগেই মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
    তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি,
    প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
    এ যে কি হল আমার,কোথায় আমি
    ভাসি।।
    তোমাকেই,তোমায় দিলাম ভুবন
    ডাঙার হাসি।।
    সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন
    ডাঙ্গার
    হাসি।

    sonar meye tomay dilam lyrics

    tomay dilam vubon dangar hashi lyrics

  • আশা ছিল মনে মনে

    আশা ছিল মনে মনে
    প্রেম করিব তোমার সনে
    তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
    গহীন বালুর চরে
    “কালকে সে নাকি আসিবে মোদের
    ওপারের বালুচরে
    এ পারের ঢেউ ওপারে লাগিছে বুঝি
    তাই মনে করে”
    তোমায় নিয়া ঘর বাঁন্ধিবো
    গহীন বালুর চরে
    “বুকে যে তোমারে রাখিব বন্ধু
    বুকেতে শ্মশান জ্বেলে; নয়নে রাখিব
    হায়রে অভাগা, ভাসিয়া যাইবে
    জলে”
    ভালোবাসার কি যন্ত্রণা
    প্রেমিক ছাড়া কেউ বোঝে না
    আমার মনের সেই বাসনা
    মনেই কেঁদে মরে
    গহীন বালুর চরে
    “কত দিন গেল, কত রাত এলো ঋতুর বসন
    পরি,
    আজো বসে আছি এই বালুচরে, দুহাত
    বাড়ায়ে ডাকি
    কাল যে আসিল এই বালুচরে, আর সে
    আসিবে নাকি”
    আশা পূরণ না হয় যদি
    চোখের জলে হয় দরদী
    আমার দুঃখের সেই সে নদী
    বুকেই রাখি ধরে
    গহীন বালুর চরে
    “তুমি দিয়েছিলে ক্ষুধা
    অবহেলে তাই ছাড়িয়া এসেছি
    জগতের যত সুধা
    এ জীবনে মোর এই গৌরব, তোমারে
    যে পাই নাই
    আর কারো কাছে না পাওয়ার ব্যথা
    সহিতে হয়নি তাই”
    গান: আশা ছিল মনে মনে
    কবিতা: কাল সে আসিবে, কাল সে
    আসিয়াছিল এবং আর একদিন আসিও
    বন্ধ

    asha chilo mone mone lyrics

  • অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

    শিল্পীঃ কনকচাঁপা, খালিদ হাসান মিলু

    অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি,
    ভালোবাসি তোমাকে ;
    অনেক সাধনার পরে আমি পেলাম
    তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
    বিধাতা আমাকে তোমার জন্যে
    গড়েছে আপন হাতে,
    জীবনে মরণে , আধারে – আলোতে
    থাকবো তোমার সাথে ;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি,
    ভালোবাসি তোমাকে ।
    অনেক সাধনার পরে আমি পেলাম
    তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
    যাবেনা কখনও ফুরিয়ে যাবে না –
    আমার ভালোবাসা ;
    তোমাকে পেয়েছি – পেয়েছি
    আবারো বাচার নতুন আশা ;
    তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
    আমি ভালোবাসি , ভালোবাসি,
    ভালোবাসি তোমাকে ।
    অনেক সাধনার পরে আমি পেলাম
    তোমার মন
    পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।

    onek sadhonar pore ami pelam tomar mon lyrics

  • যায় কি ছেঁড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনে আঁচড়

    যায় কি ছেঁড়া বুকের পাঁজর
    স্বপ্নে কাটো মনে আঁচড়
    ফিরে যাবার উপায়তো আর নেই ।
    তোমায় ছেড়ে কোথায় যাব ?
    একটু ভাবো…একটু ভাবো…
    ফিরে যাবার দরজা খোলা নেই ।।
    শহরে যার অনেক গুলো ঘর
    মানাই তাকে দারে দারে ঘোরা
    আমার শুধু একটি ঘরই চেনা
    তুমি আছো সেথায় আগা গোড়া ।।
    রাজ্য নিয়ে বড়াই করে লোক
    ধরুক অরা মন কে নিয়ে বাজি
    তুমি ছাড়া নেইতো আমার কিছু
    নিঃস্ব হতে নইতো আমি রাজি ।।

    jai ki chera buker pajor lyrics

  • যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা

    যারে যারে উড়ে যারে পাখি
    ফুরালো প্রাণের মেলা
    শেষ হয়ে এলো বেলা
    আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
    আকাশে আকাশে ফিরে
    যা ফিরে আপন নীড়ে
    শ্যামল মাটির বনছায়।
    শুধু মনে মনে তোকে ডাকি
    চাহিনা খেলিতে খেলা
    শেষ হয়ে এলো বেলা
    আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।
    আমারই স্বপ্ন হয়ে
    কত কি যে গেছ কয়ে
    হৃদয় পিঞ্জরে বসিয়া।
    জানি সবই রয়ে গেল বাকী
    এবারে ভাসাব ভেলা
    শেষ হয়ে এলো বেলা
    আর কেন মিছে তোরে বেঁধে রাখি।।

    jare jare ure jare pakhi lyrics lata mangeshkar