Category: Music

Music

  • কাবেরী

    Kaberi – কাবেরী

    কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি
    যদি বলো আমি নিঃস্পৃহ, তবে তাই
    ঘুরে তোমার কাছে এসেছি।
    কাবু হয়ে ঘরে ফেরার দিন শেষ
    যুদ্ধের অবশিষ্ট আগুনে পুড়ে গেছে আমাদের বয়েস।
    কাফের দিলো নাজরানা, নদী ভরা উত্তাল যৌবন
    কাবেরী তোমার ছবি আমি আজও বুক পকেটে নিয়ে ঘুরি।

    সংশয়ে বিমান আর মরুঝড়ে আটকে পড়া বেদুঈন
    আমরা বহন করছি কিছু অন্তঃসার শুন্য গান
    পৃথিবীর একপক্ষ করে খেয়ে ফেলা রাজনীতি
    মগজে ধোঁয়া লাগিয়ে বলে আমার শিল্প বলিয়ান।
    কাবেরী চলো এরচেয়ে শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি
    কাবেরী চলো এবার শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি।

    কার্তুজ ভর্তি পকেট আমার
    নিঃস্ব পিস্তল হাতে নিয়ে যুদ্ধের এই ময়দান
    যেখানে হৃদয়ের খুব কাছে বারুদ আর গোলাপের সুবাস
    কাবেরী তোমার দেয়া চাদরেই আমার বসবাস।

    Song: Kaberi
    lyrics: Najmus Saaqib
    Tune & Vocal: Argha dev

    Kaberi lyrics- কাবেরী

  • চল দোতং পাহাড় জুম ঘরে

    Chol Dotong Pahar | চল দোতং পাহাড় | Sohan Ali | New Bangla Song 2021

    চল দোতং পাহাড় জুম ঘরে
    পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো !
    আমি মারফা রেঁধে দেবো পাতে,
    বিন্নি চালের ভাত সাথে ।
    দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন ।
    পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে
    আয়েশ করেই কাটুক এ যৌবন !

    এই ইটের শহর পোড়ায় খালি, জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে….
    কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে….
    কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়
    মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায় !

    এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে….
    যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনা রে…
    এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায় !
    তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায় ..

    Chol Dotong Pahar lyrics | চল দোতং পাহাড় | Sohan Ali | New Bangla Song 2021

  • ও ভেবে বলবো কাল

    O Bhebe Bolbo Kal | Upal Sengupta |Rajoshi Bhattacharyya Episode 6 | Rahul O প্রত্যয়

    আমি যাচ্ছি স্কুল, তুমি ঘুরছো পাড়া
    তুমি ধরছো ভুল, আমি গোবেচারা
    আমার উড়ছে চুল, আমি দিশেহারা..

    ভীষণ বকা খাবো দেরী হলে
    ঘড়িতে কটা বাজছে
    জলদি যাবো আর তাই বলে
    সব গুলিয়ে যাচ্ছে
    তুমি কি ভালোবাসো বলো আগে
    ছোট্টো পুচকে বেড়াল
    বলোনা আমাকে কেমন লাগে
    ও ভেবে বলবো কাল

    আমি দেখছি ওই তুমি পড়ছো ধরা
    ও তুমি বুঝলে কোই এই ভাঙা গড়া
    আমি পড়ছি বই
    আমি লিখি ছড়া

    O Bhebe Bolbo Kal | Upal Sengupta |Rajoshi Bhattacharyya Episode 6 | Rahul O প্রত্যয়

    🎵Credits :

    Song name :- O Bhebe Bolbo Kal
    Lyrics:- Nilanjan Mandal
    Composition:- Upal Sengupta
    Arrangement and Music Produced By Rahul Sarkar
    Vocal :- Upal Sengupta and Rajoshi Bhattacharyya
    Guitar :- Rudraneel Chowdhury
    Keyboard:- Sibashis Roy
    Drums:- Suman Chakraborty
    Mix & Mastered: Upal Sengupta
    Venue Partner: One Sip Restro Cafe
    Associated partner:- RitsStudio

    🎬Video Credits :

    DOP: Subrata Ghatak, Rehan Chakraborty, Subronil Barua
    Camera Assist: Dipayan Biswas
    Animation @ CGI: Subronil Barua
    Edit: Dwaipayan Roy
    Direction: Dwaipayan Roy
    Lights, Rigs: Alip Ghosh
    Makeup & Styler: Priya karar, Alivia Banerjee..

  • মন বলেছে সঙ্গে আছি

    মন বলেছে সঙ্গে আছি
    মেনো না কোন বাধা,
    যেমন করে কানুর পাশে
    থাকে তাহার রাধা।

    মনের ডাককে কী করে আমি
    করবো উপেক্ষা ?
    কতদিন পর মিলবো মোরা
    মিটিয়ে অপেক্ষা।

    কানুর বাঁশির সুরে চলো
    গাইবো প্রেমের গান,
    একান্তে আজ কাটাবো সময়
    ভুলিয়া পিছুটান।

    হৃদয় দিয়ে বাসবো ভালো
    জড়িয়ে রাখবো বুকে,
    আগলে রাখবো সারাজীবন
    তোমায় সুখে দুঃখে।

  • আমার বন্ধু দয়াময়

    RadhaRaman Dutta – Amar Baondhu Doyamoi (Momtaz Begum)

    রাধারমন দত্ত – আমার বন্ধু দয়াময় (মমতাজ বেগম)

    আমার বন্ধু দয়াময়,
    তোমারে দেখিবার মনে লয়।
    তোমারে না দেখলে রাধার,
    জীবন কেমনে রয়, বন্ধুরে?

    কদম ডালে বইসারে বন্ধু,
    ভাঙ্গ কদম্বের আগা,
    শিশুকালে প্রেম শিখাইয়া,
    যৌবনকালে দাগা রে।

    তমাল ডালে বইসারে বন্ধু,
    বাজাও রঙের বাশি,
    সুর শুনিয়া রাধার মন,
    হইলো যে উদাসি রে।

    ভাইবে রাধারমন বলে,
    মনেতে ভাবিয়া,
    নিভা ছিল মনের আগুন,
    কে দিল-ই জ্বালাইয়া রে?

    amar bondhu doyamoy lyrics RadhaRaman Dutta – Amar Baondhu Doyamoi (Momtaz Begum)

    রাধারমন দত্ত – আমার বন্ধু দয়াময় (মমতাজ বেগম)

  • ওই চলেছে মাইজভাণ্ডারে বাসের কাফেলা

    Maizbhandari Song – Oi Choleche Maizbhandare Buser Kafela (Momtaz Begum)

    মাইজভাণ্ডারী গান – ওই চলেছে মাইজভাণ্ডারে বাসের কাফেলা (মমতাজ বেগম)

    Maizbhandari Song – Oi Choleche Maizbhandare Buser Kafela (Momtaz Begum)

  • সময় থাকিতে ভজ শ্রী-চরণ

    Mohon – Shomoy Thakite Bhojo Sri-Choron (Aynal Boyati/ Momtaz Begum)

    মোহন – সময় থাকিতে ভজ শ্রী-চরণ (আয়নাল বয়াতি/মমতাজ বেগম)

    Mohon – Shomoy Thakite Bhojo Sri-Choron (Aynal Boyati/ Momtaz Begum)

  • দয়া করে এসো দয়াল

    Kala Shah Fokir – Doya Kore Esho Doyal (Latif Sarkar)

    কালা শাহ ফকির – দয়া করে এসো দয়াল (লতিফ সরকার)

    Kala Shah Fokir – Doya Kore Esho Doyal (Latif Sarkar)

  • দয়া করে এসো দয়াল

    Kala Shah Fokir – Doya Kore Esho Doyal (Momtaz Begum)

    কালা শাহ ফকির – দয়া করে এসো দয়াল (মমতাজ বেগম)

    Kala Shah Fokir – Doya Kore Esho Doyal lyrics (Momtaz Begum)

  • আমার মন রে গুনের ভাই

    Abdul Alim – Amar Mon Re Guner Bhai Moron Kale Allah Bine

    আব্দুল আলিম – আমার মন রে গুনের ভাই

    আমার মন রে গুনের ভাই-আই,
    মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।

    যত আছে ফেরেস্তারা, নিকটে দাড়াইয়া তার,
    বলবে এসে তোমার রিজিক নাই।
    আমল-নামা লইয়া মোরা,
    বিদায় হইয়া যাই-আই।
    মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।

    আজরাইল আসিয়া যবে, বুকের উপর হাত চাপাবে,
    রুহু কবজ করে নিবে, তাড়াতাড়ি নাই।
    এত সাধের জমিদারি পড়ে রবে ভাই-আই।
    মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।

    ভাই-বন্ধু যত ইতি, কেউ না হবে সাথের সাথি,
    একলা ঘরে রেখে তোমায়, হইবে বিদায়।
    মুনকির-নকির বলবে এসে, উচিত জবাব চাই।
    মরণ কালে, আল্লাহ বিনে বন্ধু কেউ নাই।

    Abdul Alim – Amar Mon Re Guner Bhai Moron Kale Allah Bine lyrics

  • ভ্রমরারে গাইয়ো না গান গুন গুন

    Abdul Alim – Bhomora Re Gaiona Gan Gun Gun

    আব্দুল আলিম – ভ্রমরারে গাইয়ো না গান গুন গুন

    Abdul Alim – Bhomora Re Gaiona Gan Gun Gun

  • মন ভালা না রে তোর পিরিত ভালা না রে বন্ধু

    Mon Bhala Na Re Tor Pirit Bhala Na lyrics|| IPDC আমাদের গান || Animes Roy

    মন ভালা না রে তোর
    পিরিত ভালা না রে বন্ধু।
    তোর প্রেমে পাগল হইয়া হইলাম কূলহার।।

    আগে কতো কইতি কথা দেখাইতি স্বপন,
    ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন।
    এখন ছাইরা গেলি আমারে
    বুকে আগুন জ্বালাই রে
    একটুকি হয়না রে তোর দয়া।।

    স্বপনে আসিস বন্ধু সুখের ভেলায় ভাসি,
    চোখ মেলিয়া পরে সারা দিবাও কাঁদি।
    আজো বুকের মাঝে স্বপন বাঁধি
    দিবা রাতি তোরে ডাকি
    চাতকীর মতো থাকি চাইয়া।।

    আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন ‘IPDC আমাদের গান’। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

    অনিমেষ রায়, নতুন প্রজন্মের একজন উদীয়মান কণ্ঠশিল্পী । ময়মনসিংহে বেড়ে ওঠা অনিমেষের সঙ্গীত চর্চার শুরু ছোটোবেলা থেকেই। পরিবার থেকেই হয় সঙ্গীতের হাতেখড়ি। এরপর সঙ্গীত নিয়ে শুরু করেন পড়াশুনা। বর্তমানে লোকসঙ্গীত বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি ।

    আমাদের এবারের পরিবেশনা তরুণ এই প্রতিভাবান শিল্পীর কথা ও সুরে তারই গাওয়া একটি গান-

    মন ভালা না রে তোর পিরিত ভালা না
    কথা ও সুরঃ অনিমেষ রায়
    কণ্ঠঃ অনিমেষ রায়

    সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল

    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • ক্ল্যাপারঃ আলম
    • ড্রামসঃ ডানো
    • বাঁশিঃ জালাল
    • বেইজঃ তানিম
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • পিয়ানোঃ সামিত
    • বেহালা ও জল তরঙ্গঃ মাখন
    • কোরাসঃ মন, পিউ, নাশা,

    mon vala na re tor pirit vala na lyrics

    mono vala na re tor pirit vala na lyrics

  • প্রত্যাগমন

    Apekkhik | PROTYAGOMON (প্রত্যাগমন) | Official Lyric Video

    আমি সব কিছু ভুলে
    হারিয়ে যাবো
    নিজের সাথে।
    সব দুঃখ ভুলে
    হারানো সময়
    ফিরে পেতে।

    সমুদ্রের তীরে দাড়িয়ে
    তোমার কথা ভাবি
    অচেনা পৃথিবীতে।

    সময় কাটাবো কোথায়?
    অচেনা ঠিকানায়
    তোমার সমুদ্রে
    তুমি কি ফিরে আসতে পারো?
    অসময় থেকে সময়ে।

    আমি কি ভুল করেছি?
    সব কিছু ভুলে।
    তোমারই কথা ভেবে
    সব কিছু নিঃস্ব করে
    হারিয়ে, বেঁচে আছি
    এক অচেনা তীরে

    Apekkhik | PROTYAGOMON lyrics(প্রত্যাগমন) | Official Lyric Video

  • আনমনে ২

    আবার ফিরে পাই পুরোনো স্মৃতি নতুন গানে
    স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি
    কেটে গেছে যে কত মুহুর্ত তোমায় ভেবে
    ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে
    মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
    বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো
    আবার খুঁজে যাই তোমার সেই হাসি আনমনে
    কত রাত নির্ঘুম কাটে তোমায় ভেবে
    আকাশে যখন মেঘের ঘনঘটা
    তাকিয়ে থাকি আমি
    হয়তো বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর
    মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
    বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো

    Aurthohin – Anmone 2 lyrics

  • আনমনে

    https://youtu.be/P9jXUxOkcR8
    Anmone – Aurthohin

    যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
    আঁধার আকাশটাকে ফেলে
    শুধু আমি জেগে থাকি
    তোমার ছবি বুকে নিয়ে
    চেয়ে থাকি আকাশের তারায়
    মিলিয়ে যায় সব যেন কোথায়
    জানি এই রাত শেষে
    ফিরবে না তুমি আর

    তবুও কেন যে আসে
    মনের মাঝে তোমার ছবি
    কল্পনাতে কেন যে
    তোমার হাসি শুনি

    মেঘের দেশে কি এখনও তুমি
    হারাও আনমনে?
    কবিতা কি লেখ
    এখনও আমায় ভেবে?
    বৃষ্টি নামে যখন তোমার
    এই শরীরে
    আমার ছোঁয়া কি পাও
    বৃষ্টির সাথে আনমনে?

    বৃষ্টি ভেজা এই শরীরে
    কান্না দেখে না কেউ আমার
    অন্ধকার এই ঘরে
    ডাকি না কাউকে যে
    পড়ি না আর সেই কবিতা
    দেখি না যে আর জোছনা
    অনুভূতিহীন দেয়ালে
    বন্দী আমি যেন একা

    তবুও কেন যে আসে
    মনের মাঝে তোমার ছবি
    কল্পনাতে কেন যে
    তোমার হাসি শুনি
    হোও…

    মেঘের দেশে কি এখনও তুমি
    হারাও আনমনে?
    কবিতা কি লেখো
    এখনও আমায় ভেবে?

    anmone lyrics – Aurthohin bassbaba sumon

  • অবসাদ

    Adverb – Oboshad | অবসাদ (Official Music Video)

    সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও
    এতো পথ চলার পরেও বাকি
    কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে মুহূর্তগুলো
    লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি
    সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও
    এতো পথ চলার পরেও বাকি
    কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে মুহূর্তগুলো
    লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি
    হয় কি প্রথম প্রেম এমনই?
    মন থেকে কেন যায় না হাজার ধুলেও মুছে
    জেগে ওঠে পুরোনো ক্ষত আঁধার কুড়িয়ে রাত্রির মতো
    ঘোলাটে অতীত অস্ফোটে
    অবসাদ
    জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
    তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
    বিষাধার
    যেন চোখের কোটরে ধ্বংসের মতো
    ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
    অবসাদ
    জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
    তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
    বিষাধার
    যেন চোখের কোটরে ধ্বংসের মতো
    ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
    যদি কোনো একদিন ভোরে চোখ মেলে
    দেখো আমি পাশে নেই
    ভাববে কি বেঁচে গেছো তবে খুব?
    চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া
    যন্ত্রণা তোমাকে কাঁদাবেনা একা একা নিশ্চুপ
    যদি কোনো একদিন ভোরে চোখ মেলে
    দেখো আমি পাশে নেই
    ভাববে কি বেঁচে গেছো তবে খুব?
    চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া
    যন্ত্রণা তোমাকে কাঁদাবেনা একা একা নিশ্চুপ
    অধরা আলেয়ায় মিছে
    অকারণ এতো ছুটে চলা কিসে
    ইতি টেনে সব প্রশ্নের শেষ
    জানো তুমি, আমারও জানা
    একই পথে এসে মিলছে ঠিকনা
    একই গন্তব্যে অবশেষ
    অবসাদ
    জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
    তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
    বিষাধার
    যেন চোখের কোটরে ধ্বংসের মতো
    ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
    অবসাদ
    জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
    তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
    বিষাধার
    যেন চোখের কোটরে ধ্বংসের মতো
    ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট

    oboshad lyrics

    The total visual credit goes to our very respected Lalien Islam bhai. It wasn’t possible without him. And of course Maliha Mostofa Suchana apu! Thanks a lot for her wonderful co-operation.

    Thanks to Shafiq bhai for the amazing sound arrangement!

    Thanks a lot Solaiman Kabir Anik & Tahua Labib Tura from the bottom of our heart! They are excellent!

    Love for all of our closest bhai brothers who were behind the scene, who did wonderful job to make this music video.

    Thanks a lot everyone for believing us, for always being with us! Thank you so much

    Band Members
    Vocal: Pranto williwaw
    Guitar: Rex Abaddon
    Guitar: Abbasi Linkon
    Bass: Tuhin pandit
    Drum: Sohag Chakroborty

  • বাংলাদেশ জেমস

    তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
    জলে ভেজা কবিতায়,
    আছো সারোয়ার্দী, শেরেবাংলা
    ভাসানীর শেষ ইচ্ছায়।
    তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
    জ্বালাময়ী সে ভাষণ,
    তুমি ধানের শীষে মিশে থাকা
    শহীদ জিয়ার স্বপন।

    তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
    একাক্তরের দিনগুলি,
    তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
    মুঠো মুঠো সোনার ধুলি।
    তুমি তিরিশ কিংবা তার অধিক
    লাখো শহীদের প্রাণ,
    তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
    ভাই হারা একুশের গান।

    আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    জন্ম দিয়েছো তুমি মাগো,
    তাই তোমায় ভালোবাসি।
    আমার প্রাণের বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    প্রাণের প্রিয় মা তোকে,
    বড় বেশী ভালোবাসি।

    তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
    উন্নত মম শির
    তুমি রক্তের কালিতে লেখা নাম,
    সাত শ্রেষ্ঠ বীর।
    তুমি সুরের পাখি আব্বাসের
    দরদ ভরা সেই গান
    তুমি আব্দুল আলীমের সর্বনাশা
    পদ্নানদীর টান।

    তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
    নারীর অধিকার
    তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
    শাণিত ছুরির ধার।
    তুমি জয়নুল আবেদীন,
    এস এম সুলতানের রংতুলির আঁচড়
    শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
    নতুন দেখা সে ভোর।

    আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    জন্ম দিয়েছো তুমি মা গো,
    তাই তোমায় ভালোবাসি।
    আমার প্রাণের বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    প্রাণের প্রিয় মা গো তোকে,
    বড় বেশী ভালোবাসি।

    তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
    জলে ভেজা কবিতায়
    তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
    প্রথম ও শেষ ছোঁয়ায়।
    তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা
    জ্বালাময়ী সে ভাষণ
    তুমি ধানের শীষে মিশে থাকা
    শহীদ জিয়ার স্বপন।

    তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
    বেজে ওঠো সুমধুর
    তুমি রাগে অনুরাগে মুক্তি-সংগ্রামে
    সোনা ঝরা সেই রোদ্দুর।
    তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
    অভিমানের সংসার
    তুমি ক্রন্দন, তুমি হাসি,
    তুমি জাগ্রত শহীদ মিনার।

    আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    জন্ম দিয়েছো তুমি মাগো,
    তাই তোমায় ভালোবাসি।
    আমার প্রাণের বাংলা,
    আমি তোমায় ভালোবাসি
    প্রাণের প্রিয় মা গো তোকে,
    বড় বেশী ভালোবাসি।

    আমার সোনার বাংলা লিরিক্স :
    Tumi mishrito logno madhurir
    Jole veja kobitay
    Acho soroyardi sherebangla
    Vasanir shesh icchay
    Tumi bongo bondhur rokte agun jwala
    Jwalamoyi se vashon
    Tumi dhaner shishe mishe thaka
    Shohid jiyar shopon
    Amar sonar bangla ami tomay bhalobashi
    Jonmo diyecho tumi maa go
    Tai tomay valobashi
    Amar praaner bangla ami tomay valobashi
    Praner priyo maa go toke
    Boro beshi valobasi

    amar shonar bangla ami tomay bhalobashi james lyrics

    bangladesh by james

    tumi misrito logno madhuri by james

  • Once I had ecstasy kisses filled with hesitation

    Once I had ecstasy

    kisses filled with hesitation

    Deep breath from a lover

    fountain of smile

    Catkin bloomed in this wrong season, accurate as fate

    Like a living flower of clouds in the chest of a wounded soldier

    Like a living flower of clouds in the chest of a wounded soldier

    If the homecoming birds remain silent

    ripples with murmur inside my heart

    The wave of the crowd of sailors

    though some of them confessed their sin

    If you go a long way carrying funeral anthem

    I will bring you smile one day

    Sunshine…

    we will grow old together

    A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly

    I walk along the road as you are counting on me

    I walk along the road as you are counting on me

    [Guitar solo by Diat Khan🎸]

    Butterflies fly inside my chest ribs

    vibrant is the horizon of dream

    Can bring on a reckless sunny day whenever he wishes

    Beloved was blushing as the sun shined

    I walk on your city till today

    I walk on your city till today

    sunshine….

    Sunshine, let’s grow old together

    A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly

    Happiness & sorrows soaked in the rain

    smiling faces at open windows

    Some butterfly clouds are flying in the windows inside my mind

    Sunshine was at my windows

    clouds floated far away

    All the favorite notes of the city ran away leaving life

    I walk along the road as you are counting on me

    I want to walk a long long way.

    I walk along the road as you are counting on me

    walk a long long way…..

    On every street, on every windows

    Those among you who want to go a long way smiling

    I walk along the road as you are counting on me

    I walk a long long way

    I walk along the road as you are counting on me

    walk a long long way…..

    ………………….

  • সেই কবে ছিল উচ্ছ্বাস কিছু শঙ্কায় ভরা চুম্বন

    Shironamhin – Abar Hashimukh [Official Music Video]

    সেই কবে ছিল উচ্ছ্বাস

    কিছু শঙ্কায় ভরা চুম্বন

    ছিল প্রেমিকার ঘন নি:শ্বাস, হাসিমুখে ফোয়ারা

    এই অবেলায় ফোঁটা কাশফুল

    নিয়তির মত নির্ভুল

    যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা

    এক মেঘফুল

    যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ

    হৃদয়ে ঢেউ ভাঙ্গে চুপচুপ

    যদি জাহাজের নাগরিক ঢেউ

    অপরাধ মেনে নিয়ে কেউ কেউ

    যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও

    একদিন ঠিকই এনে দেব হাসিমুখ

    রোদ্দুর…

    একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর

    বুকের ভেতর ডানা ঝাপ্টায় পাখি বেপরোয়া ভাংচুর

    তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

    তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

    [Guitar solo by Diat Khan🎸]

    বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি

    স্বপ্নের দিগন্ত রঙিন

    ইচ্ছে হলেই এনে দিতে পারে

    বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন

    প্রেমিকার মুখ রক্তিম ছিল

    রোদ উঠে গেছে তাই

    তোমাদের নগরীতে আমি

    আজও হেঁটে বেড়াই

    রোদ্দুর…

    চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর

    বুকের ভেতর ডানা ঝাপ্টায় পাখি, বেপরোয়া ভাংচুর

    বৃষ্টি ভেজা সুখ-দুখ

    খোলা জানালায় হাসিমুখ

    উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়-

    জানালায় ছিল রোদ্দুর

    মেঘ ভেসে গেল বহুদূর

    নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়

    তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

    হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই

    তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই

    হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর

    প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

    তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়

    তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

    হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই

    তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই

    হেঁটে হেঁটে বহুদূর………

    …………………..

  • ছুয়ে দেখি কত চেনা গন্ধ আছে বাকি

    Afreen Afreen (Bangla) ft. Tanmoy | Nusrat Fateh Ali Khan | Bangla New Song | Folk Studio 2018

    ছুয়ে দেখি কত চেনা গন্ধ আছে বাকি

    যত্নে তাকে ভালোবেসে আতর দানে রাখি

    কাছাকাছি তাকে পাওয়া সবকিছু ভুলে চাওয়া
    খেলায় খেলায় সে দিয়েছে ফাঁকি

    চোখ তার কথা বলে হাসায় হাসি
    ছোয়া পাগল করে

    বেসামাল হয়ে শুধু বেঁচে আছি
    জাগি কেমন করে

    ঘুম ঘুম শহর কাটে না ঘোর
    আবছায়া আলোতে

    সব হারিয়ে আজ হয়েছি তার ই

    কি জাদু করেছে সে বোঝা দায়
    বশ হয়েছি আমি

    কেড়ে নিয়ে ঘুম আমার রাত জাগায়
    এ কেমন পাগলামি

    ঘুম ঘুম শহর কাটে না ঘোর
    আবছায়া আলোতে

    সব হারিয়ে আজ হয়েছি তার ই