Category: Music

Music

  • মইষাল বন্ধু রে

    Moishal Bondhu re |মইষাল বন্ধু রে| Neela Mukherjee | Someswar Bittu Bhattacharya | Ratul Sankar |Leo

    তোমরা গাও তোলো গাও তোলো
    মইষাল বন্ধু রে
    গাও তোলো গাও তোলোরে মইষাল
    গাও তোলো ডাঙ্গিয়া
    কি ওরে কোনবা চৌরায়
    নিয়া গেইল মোক চুরি
    কি করিয়া রে ।।
    মহিষ দোয়ায় মোর মইষাল বন্ধু
    গামছা মাথায় দিয়া
    কি ওরে মুই নারীটার মনটায় কয় যায় পড়ু
    উধরঙ্গ যায়া রে ।।
    মহিষ চড়ায় মোর মইষাল বন্ধু
    কোনবা চরের মাঝে
    কি ওরে এলায় কেনে ঘন্টির ডাঙ
    মুই না শোনাং কানে রে ।।
    মোর মইষালের দুখ দেখিয়া
    কিনিয়া দিম্ মুই ছাতি
    কি ওরে পাড়ারে পড়শি কয় মোক
    মইষাল ভাতারি রে ।।

    এই গানটি মইষালের গান। গোয়াল পাড়া অঞ্চলের ভাওয়াইয়া ।
    রণজিৎ দেব তাঁর ‘লোকসাহিত্যে ভাওয়াইয়া গান’ গ্রন্থে মোষবাথান আর মইষালদের কথা এ ভাবে লিখেছেন— ‘এক সময় এইসব এলাকা ছিল বিস্তীর্ণ পতিত জমি, অরণ্য, নদীসঙ্কুল। পশুপালন ছিল আয়বৃদ্ধির পথ। গো-মহিষ পালনের মাধ্যমে দুধ, দই, ঘি বিক্রি করে আয় হত। জোতদাররা এক-একটি বাথানে শতাধিক মহিষ গোরু রেখে পালন করত। ঘাসের জন্য এদের নিয়ে চরানো হত বনের ধারে, নদীর ধারে বিস্তৃত চরে। মহিষের সংখ্যার উপর বাথানের মইষাল সংখ্যা নিরূপণ হত। এক-একটি বাথানে ৫/৬ জন মইষাল থাকত। গাড়িয়াল-মাহুত-মইষালরা গৃহস্থের বাড়িতে চাকুরি করত— খাওয়াদাওয়া আর সামান্য পয়সাকড়ির বিনিময়ে। মহিষ রক্ষণাবেক্ষণের জন্যে বাড়িতে

    স্ত্রী-কন্যাদের রেখে গৃহস্থ-বাড়ির চাকুরি নিয়ে চলে যেতে হত।’

    এই বাথান আর মইষালরা উত্তরের ভাওয়াইয়া গানে বিরাট জায়গা দখল করে রয়েছে। রণজিৎ দেব লিখেছেন— ‘স্ত্রীর দুঃখে যেমন এই সকল ভাওয়াইয়া গানের উৎপত্তি, তেমনই যেখানে চাকুরিতে যাচ্ছে, সেখানে যাওয়ার পর সেই জায়গার পরস্ত্রী, যুবতী নারীর প্রেমে পড়ার গানের সংখ্যাও কম নয়। প্রিয় পত্নী ভালবাসার পাত্রীর অন্তরে যেমন বিরহের গানের পঙ্‌ক্তি ভেসে ওঠে, তেমনই নতুন জায়গায় নতুন প্রেমের সান্নিধ্যেও নতুন প্রেমের গান ভেসে ওঠে। পরকীয়া প্রেম ভাওয়াইয়া সঙ্গীতে এক বিরাট অংশ দখল করে আছে। যেখানে মইষালরা মহিষ চড়াতেন, সেখানে গিয়েও যুবতী-প্রেমে হাবুডুবু খাওয়ার কথাও বাঙ্‌ময় হয়ে উঠেছে ভাওয়াইয়া গানের সুরে।’

    Song: moishal bondhu.
    Artist: Neela Mukherjee.
    Guitar, Dotara: Someswar bhattacharya
    Percussion: Ratul sankar.
    Video credit: Leo

  • তোমার পিছু ছাড়বো না Tomar Pichu Charbo Na

    Song: Tomar Pichu Charbo Na
    Singer: Nahid Hasan
    Lyrics, Tune & Music: Autumnal Moon
    .
    হতে পারে কোন রাস্তাই,
    কোন হুক তুলা এক রিকশাই,
    আমি নিল ছাতা নিয়ে দারাই
    তুমি ডাকলে না।
    রোদে পুড়ে এই রঙ্গিন চেহারা
    তুমি বুজলে না আমার ইসারা
    মন বলে যদি থামতে
    তুমি থামলে না।
    তোমার জুলিয়েট হাসি হেঁসে
    যদি ডাকতে ভালবেসে
    আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না…
    আমার চড় শড়কাই শরীরে
    তোমার হাওয়াই লাগছে ফুল ফুঁরে
    প্রেম নাকি পাগলামি?
    বলতে পারব না।
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    তোমার পিছু ছাড়বো না…।
    কোন কাক ডাকা এক সকালে,
    তুমি বারান্দাই এসে দাঁড়ালে
    আমি ছিদ্র খুঁজি দেয়ালে
    তোমাই দেকব বলে……।
    তুমি অদ্ভুদ এক খেয়ালে
    কার লাল টিপ দেখি কপালে
    হটাত আমার দিকে তাকালে
    তোমার জুলিয়েট হাসি হেঁসে
    যদি ডাকতে ভালবেসে
    আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না…
    আমার চড় শড়কাই শরীরে
    তোমার হাওয়াই লাগছে ফুল ফুঁরে
    প্রেম নাকি পাগলামি?
    বলতে পারব না।
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    তোমার পিছু ছাড়বো না…।
    নেমে চলো আজ পথে…
    হাত রাখ এই হাতে
    দু’জনে চলো জাই বহুদূর……
    আমার গিটার এর সূরে
    দোলা লাগে তোমার নূপুরে
    উত্ততাল ডেও তোলে
    দোলে হৃদয় সমুন্দর…।
    তোমার জুলিয়েট হাসি হেঁসে
    ডাকো একবার ভালবেসে
    আমি তোমার চোখে তাকাব পলক পরবে না…
    আজ আমার প্রেমিক শরীরে
    তোমার হাওয়াই উড়ছে ফুর ফুরে
    প্রেম এর পাগলামি তাকে লুকাব নালোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    লোকে পাগল বলুক, মাতাল বলুক
    আমি… তোমার পিছু ছাড়বো না…,
    তোমার পিছু ছাড়বো না…।

  • তুমি আমার আমি তোমার এই আশা করে

    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে…
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
    কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি
    কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
    কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি
    আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে
    আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
    দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন
    তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
    দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন
    পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে …
    পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
    তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
    আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
    তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
    কে বলিবে মধুর বুলি বলো আমারে…
    কে বলিবে মধুর বুলি বলো আমারে..
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে
    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তোমারে পুষিলাম কত আদরে
    মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে…
    তোমারে পুষিলাম কত আদরে


    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তুমি আমার আমি তোমার এই আশা করে…
    তোমারে পুষিলাম কত আদরে