বনি আদম (কাব্যগ্রন্থ) – গোলাম মোস্তফা।
বণী আদম (উপন্যাস) – শওকত ওসমান।
Category: Job
BCS Bank primary all job preparation
-
বনি আদম কাব্যগ্রন্থ / উপন্যাস রচয়িতা কে?
-
“মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ উক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায়?
প্রশ্নে প্রবন্ধের কথা উল্লেখ থাকলে উত্তর হবে ‘সভ্যতার সংকট’ আর গ্রন্থের কথা বললে উত্তর হবে ‘কালান্তর।
-
“আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই” গানের গীতিকার কে?
আব্দুল হাই মাশরেকী
-
কবি কাজী নজরুলে ইসলামের পিতামহের নাম-
কাজী আমিন উল্লাহ
-
বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
মনসা বিজয়
-
চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
মুকুন্দরাম চক্রবর্তী
-
মহাভারত এর রচয়িতা কে?
বেদব্যাস
-
বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটি?
১৫০১-১৬০০
-
বাংলা উপন্যাসের জনক কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
অনুচ্ছেদ লিখুন: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’
বঙ্গবন্ধু ও বাংলাদেশ: অবিচ্ছেদ্য এক সত্তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক, যিনি একজন দূরদর্শী নেতা, অদম্য সংগ্রামী এবং একজন মানবপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার অসাধারণ নেতৃত্ব, ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতিকে পাকিস্তানের শোষণ ও অত্যাচার থেকে মুক্তি दिलाकर স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল চালিকাশক্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত, তিনি প্রতিটি পদক্ষেপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাদের স্বাধীনতার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছিলেন।
স্বাধীনতার পর, বঙ্গবন্ধু দেশের পুনর্গঠন ও উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি একটি সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তিনি নীতিমালা প্রণয়ন করেছিলেন যা সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচার নিশ্চিত করেছিল। তিনি অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দুঃখজনকভাবে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তার মৃত্যু ছিল বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তবুও, তার আদর্শ এবং মূল্যবোধ আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে।
বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জনগণের নয়, বিশ্বের সকল স্বাধীনতা ও ন্যায়বিচারপ্রেমী মানুষের কাছেও একজন অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সকলকে শিখিয়েছেন যে, সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ – এই দুটি শব্দ একে অপরের থেকে পৃথক করা যায় না। তিনি ছিলেন এই রাষ্ট্রের স্থপতি, রক্ষাকর্তা এবং প্রেরণা। তার জীবন ও কর্ম আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলবে এবং আমাদের সকলকে একটি আরও ভালো ভবিষ্যতের জন্য নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
-
সন্ধি বিচ্ছেদ করুন: বিমুগ্ধ , কিন্নর,আকৃষ্ট, শ্রবণ, চার্বাক
২. সন্ধি বিচ্ছেদ করুন:
ক. বিমুগ্ধ = বিমুহ্+ত
খ. কিন্নর = কিম্+নর
গ. আকৃষ্ট = আকৃ+ত
ঘ. শ্রবণ = ক্র+অন
চার্বাক = চারু+বাক্ -
কুকুরের ডাক এক কথায় প্রকাশ করুন
কুকুরের ডাক- বুক্কন
-
ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ করুন
ঈষৎ কম্পিত- আধত
-
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় এক কথায় প্রকাশ করুন
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়। = সংবর্ত ।
-
Translate English: দিনটি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পন করেছিল। স্বরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে। নয় মাসের সংগ্রামে সাড়ে সাত কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল। এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Translate English:
দিনটি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পন করেছিল। স্বরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে। নয় মাসের সংগ্রামে সাড়ে সাত কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল। এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।The day was 16th December 1971. Pakistan army surrendered on this day. This day will be recorded as a memorable day. Seven and half crore Bengalis gained independence in nine monthes of struggle. The person who deserves the highest credit for this is the Father of the Nation Bangabandu Sheikh Mujibur Rahman.
-
The boy was diligent, so the teacher praised him (Make it simple)
-The teacher praised the diligent boy.