The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

Ami Niralay Bose Lyrics (আমি নিরালায় বসে) Manna Dey

আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ,
একি বেদনার মত
বেজেছে আবার হারানো দিন,
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ।।

ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দু’চোখে আমার স্বপন কাজল পরায়ে,
তুমি বিগত ব্যথায়
এ ভাঙ্গা হৃদয় করেছ লীন,
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ।।

ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়,
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়,
কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি,
তারা মালা না গাঁথার
হেলায় শুকালো হে উদাসীন,
আমি নিরালায় বসে
বেঁধেছি আমার স্মরণ বীণ,
একি বেদনার মতো
বেজেছে আবার হারানো দিন,
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ।।

আমি নিরালায় বসে লিরিক্স – মান্না দে :
Ami niralay boshe
Bedhechi amar smorono bin
Eki bedonar moto
Bejeche abar harano din
Ami niralay bose
Bedhechi amar sorono bin
Fele asha pothe kuheli anchol soraye
Duchokhe amar shopon kajol poraye
Tumi bigoto bethay
e vanga hridoy korecho leen
Fagune amar ghireche abar himel baay
Aalo rpichone lukano chaya maya joray
Kobe chole gecho se kotha kokhon vulechi
Bhul kore shudhu bhuler fosol tulechi
Tara mala na gathar
Helay shukalo hey udasheen

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply