💚♥আবার আসুক♥💚

মাঝে মাঝে ইচ্ছে হয়, সব ছেড়ে জীবনকে অনেক পিছনে চলে যাই..
অতিতের সেই অধ্যায়টা, যেখানে তোমার আমার পরিচয় হয়নি..
তার পর আবার যেনো আসে তোমাকে প্রথম দেখার ঐইখন..
আবার যেনো করি তোমাকে পাওয়ার পণ..
আবার যেনো আমার ভাগ্যে জোটে তোমার নির্মম অবহেলা..
অজস্র রাত যেনো আবার ছাই হয় বেলকনিতে..
আবার তুমি যেনো হয়ে উঠো নাম না জানা কোনো দেবী..
যাকে সন্তুষ্ট করার মন্ত জানে না কোনো পুরোহিত..
আবার আসুক খিচুড়ি আর লুডুসের সেই বাটি..
আবার আসুক সেই রাত, খোলা আকাশের জ্বলে উঠুক, সেই পূর্ণিমার চাঁদ..
আবার আসুক ভুলে অযুহাতে তুমি প্রথম যেদিন ধরেছিল আমার হাত..


@অনাসক্ত আমি

হিসাব বিজ্ঞান, কুড়িগ্রাম সরকারি কলেজ,
কুড়িগ্রাম..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply