‘১৯৭১” সংখ্যা দিয়ে যে প্রশ্ন মুখস্থ করা বাধ্যতামূলক

  1. একদিনের আতর্জাতিক ক্রিকেট শুরু হয় → ৫ জানুয়ারি, ১৯৭১ সালে ।
  2. প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ২ মার্চ, ১৯৭১ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়)।
  3. বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ ঘােষণা করা হয় → ৩ মার্চ, ১৯৭১ সালে
  4. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘােষণা করা হয় → ৩ মার্চ, ১৯৭১ সালে।
  5. অসহযােগ আন্দোলনের কর্মসূচি ঘােষণা করা হয় → ৭ মার্চ, ১৯৭১ সালে ।
  6. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন → ৭ মার্চ, ১৯৭১ সালে।
  7. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় » ২৩ মার্চ, ১৯৭১ সালে ।
  8. অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা করা হয় – ২৫ মার্চ, ১৯৭১ সালে ।
    ও শেখ মুজিবকে বন্দি করে করাচি নিয়ে যাওয়া হয় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
  9. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় – ২৬ মার্চ, ১৯৭১ (চট্টগ্রামের কালুরঘাটে)
  10. মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়। ১০ এপ্রিল, ১৯৭১ সালে
  11. প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় → ১০ এপ্রিল, ১৯৭১ (মুজিবনগর, মেহেরপুরে)।
  12. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয়/অস্থায়ী সরকার গঠিত হয়/মুজিব নগর
    সরকার গঠিত হয়/মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়/প্রতিরক্ষা মন্ত্রণালয়
    প্রতিষ্ঠিত হয় → ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
  13. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘােষণা হয়েছিল/অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার
    ঘােষণাপত্র গৃহীত হয়/স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় ১৭ এপ্রিল, ১৯৭১ (শপথ পাঠ করান-
    অধ্যাপক ইউসুফ আলী)।
  14. জর্জ হ্যারিসন ও রবিশংকরের গাওয়া Concert for Bangladesh অনুষ্ঠিত হয় →১ আগস্ট,
    ১৯৭১ সালে (নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে)।
  15. অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় > ১৫ আগস্ট, ১৯৭১ সালে
  16. ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয় → ২১ নভেম্বর, ১৯৭১ সালে ।
  17. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে → ৬ ডিসেম্বর, ১৯৭১।
  18. ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করে → ৬ ডিসেম্বর, ১৯৭১।
  19. মুক্তিদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় যশাের জেলা →৭ ডিসেম্বর, ১৯৭১।
  20. মুক্তিযুদ্ধকালীন সময়ে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় → ১৪ ডিসেম্বর, ১৯৭১
  21. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন — ১৪ ডিসেম্বর, ১৯৭১।
  22. বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয় → ১৬ ডিসেম্বর, ১৯৭১।
  23. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে → ১৬ ডিসেম্বর, ১৯৭১ (ঢাকার মতিঝিলে)।
  24. ‘অপারেশন সার্চলাইট’ যে সালে সংঘটিত হয় > ১৯৭১ সালে ।
  25. স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় – ১৯৭১ সালে।
  26. ঢাকা ৫ম বার বাংলার রাজধানী হয় → ১৯৭১ সালে ।
  27. দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ নীতি প্রবর্তিত হয় → ১৯৭১ সালে ।
  28. গ্রিনপিস যাত্রা শুরু হয় → ১৯৭১ সালে ।
  29. কম্পিউটারের মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় – ১৯৭১ সালে ।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply