মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

হোস্টেল জীবন

হোস্টেলের রঙ্গিন জীবন
যায়না কভু ভুলা
সব সাথিদের হৃদয় ছিল
সবার জন্য খোলা ।।

প্রত্যেকেরই মাঝে ছিল
এমন মধুর টান
প্রয়োজনে বিলিয়ে দেবে
নিজের প্রিয় প্রান ।।

গানে গানে সকাল সন্ধ্যা
জমত মোদের বেশ
আঙ্কেলের মেজাজ দেখে
হত সেটার শেষ ।।

থাকবেনা আর জমজমাট সেই
আপুদের মেলের মিটিং
আর হবেনা আপুদের সাথে
অভিমানি চিটিং ।।

যখন মোরা থাকবনা আর
এমন মধুর সনে
হয়ত তখন হবে কথা
পত্রে কিংবা ফোনে ।।

কলেজ জীবন শেষে যখন
ফিরব মোরা ঘরে
সরনিকার ডাইরিটি তখন
রাখব আপন করে ।।

ডাইরিটি খুলে দেখে নেব
সবার ছবির ঝলক
হয়ত তখন পড়বেনা মোর
স্মৃতির চোখের পলক ।।

Writer: Mukta Akter

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply