▪️👉ফিফা বর্ষসেরা খেলোয়াড় (দ্য বেস্ট) হয়েছেন– রবার্ট লেভানডফস্কি।।👌
▪️👉২০২২ সালে FAO-এর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে– ঢাকা, বাংলাদেশ।
▪️👉২০২২ সালের জন্য ‘জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডে’র সভাপতি নির্বাচিত হয়েছেন– জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ‘রাবাব ফাতিমা’।
▪️👉২০২২ সালের ‘পোডাক্ট অফ দ্য ইয়ার (বর্ষপণ্য)’ হিসেবে ঘোষনা করা হয়েছে– ‘আইসিটি পণ্য ও সেবা’ (২০২১ সালে ছিলো- ‘চামড়া ও চামড়াজাত পণ্য)।
▪️👉২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলের নাম– ‘রিহলা’।
▪️👉যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান– ১০৩তম (১ম- জাপান ও সিঙ্গাপুর; ২য়- জার্মানি ও দক্ষিণ কোরিয়া)।
▪️👉২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৪% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।
▪️👉২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৯% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।
▪️👉ইন্দোনেশিয়ার নতুন রাজধানী– নুসান্তরা (বোর্নিও দ্বীপে) [পূর্বে ছিলো- জাকার্তা (জাভা দ্বীপে)]।
▪️👉দেশের সর্বোচ্চ আদালতের ৩য় নারী ও সনাতন ধর্মের ১ম নারী বিচারপতি হলেন– কৃষ্ণা দেবনাথ।
▪️👉ফিফার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন– লিওনেল মেসি।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান চাকরির প্রস্তুতি Recent General Knowledge 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1