১। রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে?
= ১৪টি
২। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে?
= পোল্যান্ড
৩। রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে ?
= জার্মানি
৪। ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পারমানবিক অস্ত্র নিষ্ক্রিয় করেছিল কত সালে ?
= ১৯৯৪
৫। রাশিয়া ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে ২০২২ সালের কোন তারিখে
= ২৪ ফেব্রুয়ারি
৬। কুরিল দ্বীপ কোথায় অবস্থিত?
= রাশিয়া
৭। ইউক্রেনের রাজধানীর নাম কী
= Kyiv
৮। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কটি কী নামে পরিচিত ?
= সুইফট
৯। ওডেশা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত?
= কৃষ্ণসাগর
১০। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
= দোনেৎস্ক ও লুহানস্ক
১১। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলেরর লাইনটির নাম কী ?
= নর্ড স্ট্রিম
১২। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয় ?
= উত্তর আটলান্টিক চুক্তি
১৩। জাতিসংঘে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কয়টি দেশ ?
= ১৪১টি
১৪। বর্তমান বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কোনটি ?
= রাশিয়া
১৫।ইউরোপের সবচেয় বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন দেশে অবস্থিত ?
= ইউক্রেন
১৬। ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত ?
= নিপার
১৭। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির নাম কী ?
= এমভি বাংলার সমৃদ্ধি
✅FIFA World Cup -2022✅
✅আয়োজক দেশ 👉কাতার
✅আসর👉👉👉👉২২তম
✅মাসকট- 👉👉👉👉লায়েব
✅অফিসশিয়াল বলের নাম 👉আল রিহলা
✅অংশগ্রহণকারী দেশ 👉৩২ টি
✅শুরু হবে 👉👉👉👉২১ নভেম্বর ২০২২
✅শেষ হবে 👉👉👉👉১৮ ডিসেম্বর, ২০২২ ( ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস)
✅খেলা হবে -৫ টি শহরের ৮ টি মাঠে
১। জনপ্রশাসন পদকের নাম কী ?
= বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক
২। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
= ২৪টি ভাষায়
৩। ওয়াল্ড মনুমেন্ট ওয়াচ – েএর প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
= প্রাচীন মসজিদের শহর বাগেরহাট
৪। স্বাধীনতা পুরস্কার -২০২২ পেয়েছে কোন কোন প্রতিষ্ঠান
= বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
৫। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় কবে ?
= ২ মার্চ , ২০২২
৬। ক্ষুদ্র সৌরা জাতিগোষ্ঠী কোথায় বাস করে ?
=মৌলভী বাজার
৭। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কী ?
= কাজী হাবিবুল আউয়াল
৮। প্রধান নির্বাচন কমিশনার হতে বয়স হতে হয়
= ৫০ বছর
৯। বাংলাদেশের মারমা ভাষা নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কী ?
= গিরিকন্যা
১০। সম্প্রতি বাংলাদেশ ২০২২ সালে জন্য প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে কোন সংস্থার ?
= বিশ্ব খাদ্য কর্মসূচি
১১। সেন্ট মার্টিন কে ঘিরে কত কি.মি. এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার ?
= ১৭৪৩ বর্গ কি.মি.
১২। বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ পণ্য আমদানি করে কোন দেশ থেকে ?
= চীন
১৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ঘটনা নিয়ে নির্মিত প্রথম যাত্রাপালার নাম কী ?
= নিস:ঙ্গ লড়াই
১৪। মুজিব বর্ষের থিম সং এর গীতিকার কে ?
= ড. কামাল আবদুল নাসের চৌধুরী
১৫। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান কে?
= প্রধান বিচারপতি
১৬। বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে?
= রাষ্ট্রপতি
১৭। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী ?
= বারি কফি-১
১৮। ১৯৭১ সালের বাংলাদেশের ওাটর পাকিস্তান সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসিবে স্বীকৃতিক দিয়েছে কোন প্রতিষ্ঠান ?
= লেমকিন ইনস্টিটিউট ( যুক্তরাষ্ট্র )
১৯। বাংলাদেশের ২৩তম প্রধানবিচারপতির নাম কী ?
= হাসান ফয়েজ সিদ্দিকী
২০। বীর মুক্তিযোদ্ধা ‘ র ইংরেজি প্রতিশব্দ কী ?
= হিরোইক ফ্রিডম ফাইটার
- বিদেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ১ম স্থানে রয়েছে চীন।
- বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
- বাংলা একাডেমির সভাপতি হলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১:
Test ক্রিকেটার: জো রুট
ODI ক্রিকেটার: বাবর আজম
T-20 ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান - 🎯ইউক্রেনের দুইটি (🔘দোনেৎস্ক ও 🔘লুহানস্ক) অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন 👉 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ
পেলেন- মো. হাবিবুর রহমান। - মাথাপিছু আয়- ২৫৯১, ডলার
- মাথাপিছু GDP -২৪৬২ ডলার
- GDP এর প্রবৃদ্ধি -৬.৯৪ ডলার
- রুশ-ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’।
- ৩১ বছর পর যুক্তরাষ্ট্র বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ “বাংলার অগ্রগতি”