The best and most beautiful things in the world cannot be seen or even touched — they must be felt with the heart.

— Helen Keller

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে
Sorbonasha Padma Nodi
গীতিকার ও সুরকার: আব্দুল লতিফ
শিল্পী: আব্দুল আলীম
ও পদ্মা নদীরে
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
[কূল কিনারা নাই]-২
ও নদীর কূল কিনারা নাই।
[পারের আশায় তাড়াতাড়ি
সকাল বেলায় ধরলাম পাড়ি]-২
[আমার দিন যে গেল সন্ধ্যা হলো]-২
তবু না কূল পাই
কূল কিনারা নাই
ও নদীর কূল কিনারা নাই।
পদ্মারে তোর তুফান দেইখা
পরান কাঁপে ডরে,
ফেইলা আমায় মারিসনা তোর
সর্বনাশা ঝড়ে।
[একে আমার ভাঙ্গা তরী
মাল্লা ছয়জন সলাহ্ করি]-২
[আমার নায়ে দিল কুড়াল মারি]-২
কেমনে পাড়ে যাই
কূল কিনারা নাই
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
[কূল কিনারা নাই]-২
ও নদীর কূল কিনারা নাই।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply