সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

যে দেশেতে শহীদ মিনার

যে দেশেতে শহীদ মিনার
ফেব্রুয়ারি আছে
সেই দেশেতে জন্ম আমার
বলছি সবার কাছে
যে দেশেতে মুক্তিযুদ্ধ
স্বাধীনতা আছে
সেই দেশেতে স্বপ্ন আমার
বলছি সবার কাছে
সাত জনমের ভাগ্য আমার
জন্মে এমন দেশে
মরণ আমার হয় যেন এই
সোনার বাংলাদেশে
ও মরণ আমার হয় যেন এই
দেশকে ভালোবাসে।
এখানে বীরাঙ্গনা সখিনারা থাকে
এখানে বেড়ে উঠা দুঃখ সুখের ফাঁকে
এখানে রাখাল বাজায় মধুর সুরে বাঁশি
এখানে সরল মায়ের হৃদয় ছোঁয়া হাসি
সাত জনমের ভাগ্য আমার
জন্মে এমন দেশে
মরণ আমার হয় যেন এই
সোনার বাংলাদেশে
ও মরণ আমার হয় যেন এই
দেশকে ভালোবাসে।
এই ভাষা রবীন্দ্রনাথ
নজরুলের মুখে
লালন আর হাসনের
জন্ম এ মাটির বুকে
এখানে ষড়ঋতুর
নানান রঙের খেলা
এখানে মাঠে ঘাটে
বৈশাখী বাউলের মেলা
সাত জনমের ভাগ্য আমার
জন্মে এমন দেশে
মরণ আমার হয় যেন এই
সোনার বাংলাদেশে
ও মরণ আমার হয় যেন এই
দেশকে ভালোবাসে।
যে দেশেতে শহীদ মিনার
ফেব্রুয়ারি আছে
সেই দেশেতে জন্ম আমার
বলছি সবার কাছে
যে দেশেতে মুক্তিযুদ্ধ
স্বাধীনতা আছে
সেই দেশেতে স্বপ্ন আমার
বলছি সবার কাছে
সাত জনমের ভাগ্য আমার
জন্মে এমন দেশে
মরণ আমার হয় যেন এই
সোনার বাংলাদেশে
ও মরণ আমার হয় যেন এই
দেশকে ভালোবাসে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply