শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল সংগীত
মোর প্রিয়া হবে এসো রানী
দেবো খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল
খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানী
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব
মেঘ রঙ এলো চুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানী
জোছনার সাথে চন্দন দিয়া
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাব পায়
জোছনার সাথে চন্দন দিয়া
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাব পায়
আমার গানের সাত-সুর দিয়া
তোমার বাসর রচিব লো প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রানী
দেব খোঁপায় তারার ফুল
Music
SONG
Mor Priya Habe Eso Rani !
ARTIST
Manabendra Mukherjee
ALBUM
Bhorer Haoya – Songs Of Kazi Nazrul Islam – Manabe
Leave a Reply
You must be logged in to post a comment.