সকাল-বিকেল প্রহরে প্রহরে
আমিও মোরগ হয়ে ডাকি
অন্যসব মুরগির ভিড়ে।
আমার যৌনাকাঙ্ক্ষার পালক
আমার পৌরুষত্বের কণ্ঠস্বর
আমার আত্মমর্যাদার মুকুটফুল
শিহরনে কেঁপে কেঁপে ওঠে।
আমার ভেতরে কি ঈশ্বর থাকে?
আমার কণ্ঠেও কি ঈশ্বরের বাঁশি বাজে?
আমারও কি হৃদয় আছে তবে?
হৃদয়ের পিপাসাও আছে?
সভ্যতা আমার থেকে শুধু মাংস পায়
মাংসেই তাদের রুচি অন্য কিছু নয়?
কে দিয়েছে প্রহর জ্ঞান তবে?
কে শিখিয়েছে সঙ্গমের লীলা?
এই পালক এই চামড়ার নিচে
আমারও যৌবন আসে হৃদয় ওঠে নেচে।
যদিও কোকিল নই কিংবা ময়ূর
তবু তো আমার কণ্ঠে আছে এক সুর।
মৃত্যুর সামনে দাঁড়াই রোজ
স্বপ্ন খুঁটে খুঁটে করি জীবনের খোঁজ। 🐓
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1