Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

মায়া

বিকেলে যখন কানে অনেক কোলাহল বাজে
আমায় পুকুর পাড়ের বকুলে নিচে ডাকে
বিশাল এক গাছ বকুলের,আমার অনেক কাছের
আমি আনমনে বসে তাহা হাতের মুঠোয় তুলি
ভাবি এমনি করে যদি গড়িয়ে যেতাম
আমার গন্ধ ছড়িয়ে কাছে চলে আসতাম।
আমি পলক ফেলি,
তীব্র হাওয়া গায়ে লাগে
নিঃশব্দে আবেগের যুদ্ধে জয়ী হওয়ার ইচ্ছে জাগে
এমন সময় চাই, যা ইচ্ছে পূরণের অলংকার গলায় রাখে
সংশয় না,সমঝোতায় সীমিত
সহানুভূতি অনেক নিম্ন, মনে হয় মিথ্যার চাদর জড়িয়ে আছে
সহমর্মিতা হয়তো কষ্টের চিৎকার থামিয়ে রাখে
এমন হাজারো বায়না,অলসতার আড়ালে
বিনা কাজে একলা মাঠের কোনায়
এক দীর্ঘশ্বাস ফেলে।
দিনের আলোয় সবকিছু রঙিন, রাত কালো হয়ে আসে
কখনো আকাশে,কখনো বা মন মন্দিরে।
আমি আরতি দিতে জ্বালাই প্রদীপ
আগরবাতির ধোঁয়ায় চোখে পানি চলে আসে..
আমি দামী ভেবে থাকি অন্ধ হয়ে
হঠাৎ সূর্য জানালায় চলে আসে।
ভাবি নতুন পূজার আসর সাজাবো কেমন করে?
কেমন করে সাজাবো দেবীর মায়াজাল?
শঙ্খে ধ্বনি আনবো কেমন করে?
আমার চোখের মণি যে এখনো অন্ধকারেই ডুবে আছে!
দুপাটা জানালার মাঝে ছিদ্র আলো আসে
কেমন যেন মিশ্র রং তার
আমি দেখার মিনতি জানাই
সময় বলে,
তুমি একপা একপা আগাও
দুহাত মেলে দাও
আমি রংতুলির দেশে নিয়ে যাবো তোমায়
রাজকন্যার বেশে।

….
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply