মাঝে নদী বহে রে
Majhe Nodi Bohe Re
ছায়াছবি: অতিথি (১৯৬৫)
গীতিকার ও সুরকার: তপন সিংহ
কণ্ঠ: সতীনাথ মুখোপাধ্যায়
ও উৎপলা সেন
মাঝে নদী বহে রে
ওপাারে তুমি শ্যাম এপারে আমি
[মাঝে নদী বহে রে
ওপারে তুমি রাধে এপারে আমি]-২
ওপাারে তুমি শ্যাম এপারে আমি
ওপারে তুমি রাধে এপারে আমি।
[ওপারে তোমার বাঁশিটি বাজে
এপারে আমি মরি যে লাজে
ওপারে তোমার নূপুর বাজে
এপারে আমার নাই মন কাজে]-২
[মাঝে নদী নীরবে কাঁদে]-২
[কূল কেমনে ভাঙে রে]-২
ওপারে তুমি রাধে এপারে আমি
মাঝে নদী বহে রে
ওপাারে তুমি শ্যাম এপারে আমি
মাঝে নদী বহে রে
ওপারে তুমি রাধে এপারে আমি
ওপাারে তুমি শ্যাম এপারে আমি
ওপারে তুমি রাধে এপারে আমি
ওপাারে তুমি শ্যাম এপারে আমি
[মাঝে নদী বহে রে]-৩
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.