অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

ব্যস্ত শহর

ব্যস্ত শহর,
তুমি আজ জানো না
কতটা নিরব হয়ে আছো তুমি।
ব্যস্ত শহর,
তুমি আজ জানো না
কতটা অসহায় হয়ে অাছো তুমি।
ব্যস্ত শহর,
তুমি আজও জানো না
কোন সময়ে গেলে আবার ব্যস্ত হবে তুমি।
ব্যস্ত শহর,
তুমি শুধু জানো
সময় বদলালে আগের মতো হয়ে উঠবে।
ব্যস্ত শহর,
তুমি শুধু জানো
মায়ের কোল থেকে শিশুকে আলাদা করতে।
ব্যস্ত শহর,
তুমি শুধু জানো
অসহায়দের অন্ন ছিনিয়ে নিতে।

ব্যস্ত শহর,
তুমি শুনতে পাও না
গগনবিদারী সেইসব আর্তচিৎকার।
ব্যস্ত শহর,
তুমি শুনতে পাও না
ধর্ষিতা নারীর অপমান।
ব্যস্ত শহর,
তুমি শুনতে পাও না
রাতের তারাদের কথা।
ব্যস্ত শহর,
তুমি শুধু শুনতে পাও
পাপীদের সমালোচনা।
ব্যস্ত শহর,
তুমি শুধু শুনতে পাও
দেওয়ালের ওপারের শব্দ।
ব্যস্ত শহর,
তুমি শুধু শুনতে পাও
ললনার নূপুরের শব্দ।

ব্যস্ত শহর,
তুমি বুঝতে পারো না
অন্যায় কি?
ব্যস্ত শহর,
তুমি বুঝতে পারো না
পুরুষ-নারীর বোধ।
ব্যস্ত শহর,
তুমি বুঝতে পারো না
ভুল থেকে কি করে শিক্ষা নিতে হয়।
ব্যস্ত শহর,
তুমি শুধু বুঝতে পারো
রাস্তার গতিপথের সীমা।
ব্যস্ত শহর,
তুমি শুধু বুঝতে পারো
বড় বড় দালানে আলো জ্বলে উঠার কারণ।
ব্যস্ত শহর,
তুমি শুধু বুঝতে পারো
অন্যায়কে প্রশ্রয় দিতে হবে।

★শ্রীমা দত্ত

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply