আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

বুড়ি হইলাম তোর কারণে

বুড়ি হইলাম তোর কারণে
Buri Hoilam Tor Karone
অ্যালবাম: ময়নারে
গীতিকার: শেখ ওয়াহিদুর রহমান
সুরকার: আনিসুর রহমান তনু
শিল্পী: কাঙ্গালিনী সুফিয়া
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
তবু বুইড়ার মন পাইলাম নারে
বুড়ি হইলাম তোমার কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে
কত কষ্ট কইরা আমি
কামাই রোজগার করে আনি
তবু বন্ধুর মন পাইলাম নারে
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
[কোদালে কাটিয়া মাটি,
হাতুড় দিয়া পাথর ভাঙি]-২
[মাথার ঘাম পায়ে ফেলি]-২
তবু দুঃখ গেল নারে।
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
চা বাগানে একলা জীবন
মর্মব্যথা দিলে কেবল।
[পিঠে রেখে বাঁশের ঝুড়ি]-২
সবুজ চায়ের ভাঙি পুড়ি রে
বুড়ি হইলাম তোর কারণে
পরাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে।
[ভেবে সাধক অহেদ বলে]-২
পাতার বাহার দেখে দেখে
ভেবে সাধক অহেদ বলে
পাতার বাহার দেখে দেখে
[চড়াই নালায় গোছল কইরা]-২
নদীনালায় গোছল কইরা
কত নারীর জীবন গেলরে
বুড়ি হইলাম তোর কারণে
[পরাণের বান্ধব রে,
বুড়ি হইলাম তোর কারণে]-২
[কত কষ্ট কইরা আমি,
কামাই রোজগার করে আনি]-২
[মাথার ঘাম পায়ে ফেলি]-২
তবু দুঃখ গেলনা রে
বুড়ি হইলাম তোর কারণে
[পরাণের বান্ধব রে,
বুড়ি হইলাম তোর কারণে]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply