Life is a succession of lessons which must be lived to be understood.

— Ralph Waldo Emerson

বিসিএস প্রিলিমিনারীর জন্য বইয়ের তালিকা

মাহমুদ হাসান মৃধা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
বাংলা:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
(সৌমিত্র শেখর)।
২. বাংলা ২য় বোর্ড বই
(৯ম-১০ম শ্রেণি)।
৩. লাল নীল দিপাবলী-
হুমায়ন আজাদ।
ইংরেজি :
১. English Grammar-P.C Das.
২. An Easy Approach Of English Literature- Aman & Shipon.
৩. ওরাকল প্রিলিমিনারী ইংরেজি।
৪. Word Smart.
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়:
১. আজকের বিশ্ব/নতুন বিশ্ব।
২. বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৯ম-১০ম শ্রেণি)।
৩.সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি (মো: আব্দুল হালিম)।
৪. অর্থনৈতিক সমীক্ষা।
৫. বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র।
বিজ্ঞান :
১. সাধারণ বিজ্ঞান(৮ম,৯ম-১০ম শ্রেণি)।
২. প্রফেসরস বিজ্ঞান এম.সি.কিউ রিভিউ।
গনিত:
১. সাধারণ গণিত বই(৮ম,৯ম-১০ম শ্রেণি).।
২. ওরাকল প্রিলিমিনারী গনিত।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:
১. তথ্য ও প্রযুক্তি বই(৯ম-১০ম শ্রেণি)।
২. উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র।
৩. র‍্যাডিকেল কম্পিউটার গাইড।
ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা:
১. জর্জ ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা গাইড।
২. মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)।
নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন:
১. জর্জ নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন গাইড।
২. উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র।
এই তালিকায় সংযোজন,বিয়োজন হতে পারে।
আপনাদের কারো কাছে কোন বিষয়ে কোন বই ভাল লাগে, বলতে পারেন।
তাহলে সবাই একটা ভাল বুক লিস্ট পাবে।
সবার জন্য শুভকামনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply